প্রচার প্রচারনায় জমে উঠেছে লোহাগড়া পৌর নির্বাচন

প্রার্থীদের সংযোগ আর প্রচার প্রচারনায় জমে উঠেছে নড়াইলের লোহাগড়া পৌরসভার আসন্ন নির্বাচন। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়িতে বাড়িতে। প্রতিশ্রুতি দিচ্ছেন আধুনিক পৌরসভা গড়ার। প্রত্যেকেই নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেবে তারা।
শুক্রবার পৌরএলাকায় গিয়ে দেখা গেছে,শহরের রাস্তাঘাটে অলিগলি ও পাড়া-মহল্লা মিছিল আর স্লোগানে মুখর। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরা শহর শহর। চায়ের দোকানে লোকজের আলোচনার একমাত্র বিষয় নির্বাচন। প্রার্থীরা ভোট চেয়ে বেড়াচ্ছে তাদের এলাকা। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ স্বতন্ত্র ওয়ার্কাস পার্টির মনোনীত প্রার্থীরা অংশ নিচ্ছেন। আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ মশিয়ূর রহমান ব্যাপক গণসংযোগ করেছেন, তিনি জানান মেয়র নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে লোহাগড়া পৌরসভা বিভিন্ন সমস্যা পর্যাক্রমে সমাধানের ব্যবস্থা করা হবে। পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা এবং যানজট নিরসন সহমৌলিক সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আধুনিক সভা গঠনের প্রতিশ্রুতি দেন তিনি অন্যদিকে সমানভাবে প্রতিটি ঘরে ঘরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো আশরাফুল আলম তিনি বলেন আমি মেয়র নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো। আমি সবার দোয়া ও সমর্থন চাই। প্রত্যেক ভোটারকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি একইভাবে নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করে পাড়া-মহল্লায়। শহরের রাস্তাঘাট অলিগলি এ পাড়া-মহল্লা মিছিল আর স্লোগানে মুখর। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে সারা শহর চায়ের দোকানে এখন আলোচনার প্রধান বিষয় পৌর নির্বাচন। বেড়াচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা ও কাউন্সিলর প্রার্থী মো আনিসুর রহমান বলেন গত নির্বাচনে আমি জনগণের ভোটে ৩নম্বর ওয়ার্ড কমিশনার নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার রাস্তাঘাট সহ এলাকার উন্নয়নের কাজ করেছি। এবারও নির্বাচিত হয়ে উন্নয়নের পাশাপাশি ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত মডেল হিসাবে গড়ে তুলব। পিছিয়ে ও নেই মহিলা প্রার্থীরা ও ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রাজিয়া সুলতানা বিউটি বলেন, আমি মানুষের জন্য সবসময় কাজ করি মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াই ভোটাররা আমাকে বঞ্চিত করবেন না বলে আমি আশা করছি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো জসিম উদ্দিন জানান আগামী ২ নভেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে প্রথমবারের মতো লোহাগড়া পৌরসভায় ভোট গ্রহণ হবে। নির্বাচনে মেয়র পদে তিন জন সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত মহিলা আসনের পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবার লোহাগড়া পৌরসভা ভোটার ২৩ হাজার ৭৩৭ জন। এরমধ্যে এরমধ্যে পূরুষ ১১হাজার ৫৭৭ জন এবং মহিলা ১২হাজার১৬০জন। মোট কেন্দ্র ১১ টি ও কক্ষ ৭১ টি ।
এমএসএম / এমএসএম

সদরপুরে হেরোইনসহ যুবক আটক

সাতক্ষীরায় ট্রাক থামিয়ে চাঁদাবাজী, নেপথ্যে বাজার কমিটির সদস্য

নাঙ্গলকোটে গৃহবধুকে ধর্ষণের পর চুল কেটে দেয়ার অভিযোগে আটক-১

ভরা মাছসহ পাইকগাছায় চিংড়ি ঘের দখল করায় আদালতে মামলা

জয়পুরহাটে শহর জামায়াতের উদ্যোগে গণসংযোগ পক্ষ অনুষ্ঠিত

কাপাসিয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

মিরসরাইয়ে পশ্চিম মায়ানী কালামিয়া জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

ঝিনাইদহের আঃ রউফ ডিগ্রি কলেজের মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

কয়লা ব্যবসার নামে প্রতারণা ডিবির হাতে গ্রেপ্তার চোর চক্রের

খানসামায় ইপিজেড কর্মীকে ভুট্টা ক্ষেতে ধর্ষণের চেষ্টা

শাহজাদপুরে মাচাল পাতাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যু

ধামইরহাটে ওলামা সমাবেশ অনুষ্ঠিত
Link Copied