বাঘায় জুম্মার নামাজে ওসি সাজ্জাদ এর আলোচনা
রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে জুম্মার নামাজের খুতবার আগে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মুসুল্লিদের জনসচেতন মূলক আলোচনা করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন। শুক্রবার জুম্মার নামাজের আগে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন জনসচেতনতা মূলক উন্মুক্ত বক্তব্য দেন। তিনি বাঘা থানায় যোগদানের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদে জুম্মার নামাজ আদায় করে আসছেন নিয়মিত ভাবে। ওসি সাজ্জাদ হোসেন প্রথমে বাঘার ঐতিহাসিক শাহী মসজিদে শুক্রবার জুম্মার নামাজের খুদবার পূর্বে দীর্ঘ ২৫ মিনিট মাদক,বাল্য বিবাহ,খুন,মাড়ামারি,জমি দখল,পিতা-মাতার দায়িত্ব সহ বিভিন্ন সামাজিক ও পারিবারিক শুশৃংখল উন্মুক্ত আলোচনা করেছেন। উপজেলার সব চেয়ে বড় কয়েক হাজার মুসল্লি জুম্মার নামাজের জামাত আদায় করে থাকে এই মসজিদটিতে।উপস্থিত মুসল্লিগন মনযোগ সহকারে ওসি সাজ্জাদ হোসেন এর আলোচনা শ্রবন করেন এবং সকলের কাছে প্রিয় হয়ে ওঠেন তিনি।উপজেলার আড়ানী বাজার জামে মসজিদ,বাউসা ইউপির দিঘা বাজার ও হেদাতীপাড়া মসজিদেও জুম্মার নামাজ আদায় করেছেন। আড়ানী বাজার জামে মসজিদে শতশত মুসল্লিগনদের মধ্যে ওসি সাজ্জাদ হোসেন বলেন,এখন বাংলাদেশ পুলিশে নিয়োগ নিতে কোন টাকা লাগে না।গৌরবিত পুলিশের চাকুরী করার জন্য কোন দালাল,প্রতারক মাধ্যমে টাকা লাগে না। আপনার যোগ্যতায় আপনি চাকুরী পাবেন।তিনি ক্রোড়জোরে বলেন,,প্লিজ বাঘা উপজেলায় মাদক ইয়াবা,হেরোইন, গাঁজা,ফেন্সিডিল, মদ ব্যবসায়ী,বহন ও সেবন কারী ভাল পথে চলে আসেন।সমাজে বিশৃঙ্খলা তৈরী ও উপজেলা মাদকে নস্ট করতে দিব না।
আমার কাছে মাদক কারবারীদের কোন ছাড় নেই।আমি বা বাঘা থানা পুলিশ কোন টাকা খায় না কারও কাছে থেকে কোন টাকা নেয় না।আমি ওসি সাজ্জাদ হোসেন বললাম মাদক ব্যবসায়ী ও সেবন কারী ভাল হয়ে যান। বাঘা থানায় আমার যোগদানের পর থেকে অভিযোগ,জিডি লিখতে ও জমা দিতে একটি টাকাও লাগে না।টাকা দেওয়া-নেওয়া আমি বন্দ করে দিয়েছি।সকল অভিযোগ জিডি এখন থানার ভিতরে ডিউটি অফিসারসহ অপারেটর,সেন্ট্রিরা লিখা দেয় কোন খরচ ছাড়া। আমি আপনাদের সেবক হিসেবে উপজেলার দায়িত্বে রয়েছি,যে কোন বিষয়ে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
তিনি বিভিন্ন মসজিদে আরও বলেন, ৯৯৯ একটি পুলিশের জাতীয় পরিসেবা, এর মধ্যেমে যে কোন আইন গত সহায়তা আপনার পেতে পারবেন। আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবেন, তাহলে আমরা মাদক ব্যবসায়ী,বহন ও সেবনকারীদের আইনের আওতায় আনতে পারবো। আপনার গুজবে কান দিবেননা, কিশোর গ্যাং এর খারাপ গুন তুলে ধরেন। উঠতি বয়সের ছেলে মেয়েদের প্রতি অভিভাবক দের বিশেষ নজর দিতে বলেন, যাতে করে তারা কিশোর গ্যাং বা মাদক আসক্ত এর মত খারাপ দিকে যেতে না পারেন। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কখনো জঙ্গিবাদের প্রশ্রয় দেয় না। তাই জঙ্গি সম্পর্কিত তথ্য থাকলে সঙ্গে সঙ্গে থানায় তথ্য দিয়ে সহায়তা করবে। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, মসজিদে মসজিদে প্রশাসনের জনসচেতনতা মূলক বক্তব্যের ফলে এলাকাবাসী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আড়ানী বাজারের লোয়েকজন ব্যবসায়ী ওসি সাজ্জাদ হোসেন এর উন্মুক্ত আলোচনার প্রসংসা করেন।বাঘা বাজারের সুশিল ব্যক্তিবর্গ ওসি সাজ্জাদ হোসেন কে ধন্যবাদ জানান।
এমএসএম / এমএসএম
মধুখালীতে আদালতের আদেশ অমান্য করে লাল পতাকা অপসারণ ও জোরপূর্বক জমি দখল
রায়গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ
ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ
পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব
হাদিকে প্রকাশ্য গুলি করার রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ
ওসমান হাদির উপর গুলি চালানোর প্রতিবাদে বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের আহ্বায়কের ওপর গুলি: সীমান্তে টহল ও চেকপোস্ট জোরদার
সিলেট ডিসি অফিসের কোটিপতি পিয়ন সোহেল
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই : জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান
কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৪৫০ শিক্ষার্থীর হাতে বৃত্তি ও পুরস্কার
বারহাট্টার প্রকৃতিতে জেঁকে বসছে শীত, জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা
টপ সয়েল কাটায় রায়পুর প্রশাসনের অভিযানে ছয় মাসের কারাদণ্ড
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে ইভনিং শিফট চালু
Link Copied