নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে কুড়ুলগাছি ইউনিয়ন আ’লীগের বিশেষ কর্মিসভা অনুষ্ঠিত
বঙ্গবন্ধুকন্যা, আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন আগামী ১১ নভেম্বর। নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কুড়ুলগাছি ইউনিয়নবাসীর জনপ্রিয় মুখ কাফি উদ্দীন টুটুলকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে কুড়ুলগাছি ইউনিয়ন আ’লীগের বিশেষ কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কর্মিসভা অনুষ্ঠিত হয়।
কুড়ুলগাছি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেনের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সিরাজুল আলম ঝন্টু। উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজুর, জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিম, দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি আবু সাঈদ হাসান, আ‘লীগ নেতা নজীর আহমেদ, তরিকুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন- কুড়ুলগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কুদ্দস, সাধারণ সম্পাদক লিয়াকত, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবু সিদ্দিক, সাধারন সম্পাদক রেজু আহমেদ, ৩নং ওয়ার্ড আ‘লীগের সভাপতি আশাবুল, সাধারন সম্পাদক জাহাঙ্গীর, ৪নং ওয়ার্ড আ‘লীগের সভাপতি সিরাজুল, ৫নং ওয়ার্ড আ‘লীগ সভাপতি জলিল, সাধারণ সম্পাদক ইনসান, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রিকাব আলী, সাধারণ সম্পাদক আশাদুল, ৭নং ওয়ার্ড আ‘লীগের সভাপতি আশাদুল হক, সাধারণ সম্পাদক শফিকুল রহমান, ৮নং ওয়ার্ড আ‘লীগের সভাপতি আ. রশিদ, সাধারণ সম্পাদক জুলফিক্কার, ৯নং ওয়ার্ড আ‘লীগের সভাপতি আক্কেল, সাধারণ সম্পাদক নাজমুল সালেহিন, আ‘লীগ নেতা সামাদ, সালাম, যুবলীগ নেতা ফয়সাল, দর্শনা পৌর যুবলীগের সদস্য রানা, দামুড়হুদা কলেজ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক আ. করিম, কুড়ুলগাছি ইউনিয়ন ছাত্রলীগ নেতা চঞ্চল, আলমগীর, কৃষক লীগের সভাপতি আ. করিমসহ কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় প্রধান অতিথিসহ বক্তারা বলেন, ব্যক্তিস্বার্থ ও লোভকে লুকিয়ে রেখে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কারণ, নৌকাকে যদি আমরা বিজয়ী করতে না পারি তাহলে আমরা কেউই নিরাপদ থাকব না বিএনপি-জামায়াত-রাজাকারদের কাছে। আওয়ামী লীগের কেউ নিরাপদ নয়। তাই আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধরে আওয়ামী লীগ করি তাহলে আজ আমাদের সবাইকে শপথ নিয়ে আগামী ১১ নভেম্বরের নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে নিজের পরিবার থেকে ভোট প্রার্থনা শুরু করতে হবে। কারণ, আগে নিজের ঘর তারপর মানুষের দ্বারে দ্বারে গিয়ে নৌকার জন্য ভোট প্রার্থনা করতে হবে। আমাদের কাছে প্রার্থী বড় নয়, আমাদের কাছে প্রতীক সবচেয়ে বড়। নৌকা আমাদের আদর্শের প্রতীক। তাই সাধারণ মানুষের মাঝে বর্তমান সরকারের উন্নয়ন ও সকল প্রকার কল্যাণমূলক কর্মকাণ্ডকে পৌছে দিতে হবে। সভায় অতীত নয়, বর্তমান ও ভবিষ্যৎকে সামনে রেখে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
বিশেষ কর্মিসভায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাফি উদ্দীন টুটুল বলেন, সকল সাধারণ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, বৈষম্যহীন উন্নয়নে অগ্রাধিকারসহ সুন্দর, স্বচ্ছ, দুর্নীতি ও মাদকমুক্ত বঞ্চনাহীন সমাজ গঠনের মধ্যদিয়ে কুড়ুলগাছি ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করব। সকল শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় বিপুল ভোটে আমি কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হব ইনশা আল্লাহ।
এমএসএম / জামান
রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১
৬৪ জেলায় পুলিশ সুপার বদলি - কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান
লাকসামে বিএনপি নেতা হিরু-পারভেজ নিখোঁজের ১২ বছর, স্বজনদের অপেক্ষার প্রহর কাটছে না
কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ: পলাতক বাবা গ্রেপ্তার
বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- উদ্বোধন
লাগারে লাগা ধান লাগা' স্লোগানে সুনামগঞ্জ-৪ আসন উত্তাল
ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে সাড়ে চার হাজার কৃষকের হাতে পৌঁছাল প্রণোদনার বীজ–সার
মুকসুদপুরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান
সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত