ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

শান্তিপূর্ণভাবে জাবির প্রথম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ৯-১১-২০২১ বিকাল ৫:৫৮

জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৯টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে ডি ইউনিটের মোট ৫টি শিফটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাকি শিক্ষার্থীর পরীক্ষা বুধবার ৫টি শিফটের মাধ্যমে সম্পন্ন হবে।

সকালে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বিভিন্ন কেন্দ্রে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। দুপুরে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম অনলাইনে যুক্ত হয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় উপাচার্য বলেন, মহামারী করোনাকালে স্বাস্থ্যঝুঁকি থাকায় ভর্তি পরীক্ষা নেয়া হয়নি। এখন করোনায় আক্রান্তের সংখ্যা অনেক কমে গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি ও সুরক্ষা নিশ্চিত করে বর্তমানে পরীক্ষা গ্রহণ করছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার হলে প্রবেশের সুবিধার্থে এক শিফটের পরীক্ষার পর মাঝখানে লম্বা সময় ফাঁকা রাখা হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সুস্থভাবে বাড়ি ফিরে যাবে বলে কর্তৃপক্ষ আশা করছে।

উপাচার্য তার অভিব্যক্তি প্রকাশকালে আরো বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাতন্ত্র্য ধারায় মেধা যাচাই করে শিক্ষার্থী ভর্তি করে থাকে। এবারের ভর্তি পরীক্ষায় সে ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে।

প্রসঙ্গত, আগামীকাল ১০ নভেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হবে। ‘ডি’ ইউনিটের আসন সংখ্যা ৩২০টি। এরমধ্যে ছাত্র ১৬০ এবং ছাত্রীদের জন্যও ১৬০। ‘ডি’ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৬৯ হাজার ২২৬ জন। এ বছর মোট ৯টি ইউনিটে ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে অংশগগ্রহণ করবে ৩ লাখ ৮ হাজার ৬০৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১৬৩ জন।  মোট ১০০ নম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর থাকছে ২০ নম্বর । ভর্তিচ্ছুদের ৪৫ মিনিটে ৬০টি প্রশ্নের উত্তর দিতে হবে।

এমএসএম / জামান

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন