ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে বিরূপ মন্তব্যের স্পষ্ট জবাব দিলেন জবি উপাচার্য

২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। নম্বর বণ্টন ও মেধা তালিকা প্রণয়নের ক্ষেত্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে ১০০ নম্বর নিয়ে মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরির শর্ত জুড়ে দিয়েছে বিশ্ববিদ্যালটি। এতেই বেঁধেছে বিপত্তি। ২০০ নম্বরের মধ্যে ১০০ নম্বরই এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে হিসাব করায় ক্ষোভে ফেটে পড়ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমালোচনা করছেন তারা।
এছাড়াও বিভিন্ন কলেজ থেকে পাশ করা শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে বিরুপ মন্তব্য করছেন। তবে এসব সমালোচনার স্পষ্ট জবাব দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
শিক্ষার্থীদের অভিযোগ, গুচ্ছভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। সেই হিসাবে জিপিএ তেও ১০০ নম্বর রাখায় ভর্তি পরীক্ষার মোট নম্বর হিসাবে বৈষম্যের সৃষ্টি হয়েছে। এসএসসি/সমমান থেকে ৪০% ও এইচএসসি/সমমান থেকে ৬০% নম্বর নিয়ে মোট ১০০ নম্বরের জিপিএ হিসাব করা হবে মেধা তালিকা তৈরিতে। অনেক শিক্ষার্থী জিপিএ ভালো থাকায় ১০০ নম্বরের পরীক্ষায় কম নম্বর পেয়েও ভর্তি পরীক্ষায় বেশি নম্বর পাওয়া পরীক্ষার্থীদের থেকেও এগিয়ে থাকছেন। ভর্তি পরীক্ষায় বেশি নম্বর পেয়েও জিপিএ এর কারণে পিছিয়ে পড়ছেন অনেকেই। এতে করে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে মেধা তালিকা তৈরিতে বৈষম্যের সৃষ্টি হচ্ছে।
ঢাকা কলেজের আসিফ ইকবাল নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, আমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৭৫ নম্বর পেয়েছি। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির শর্ত অনুসারে আমার জিপিএ মার্কস ৮০। সেক্ষেত্রে আমার মোট নম্বর হচ্ছে ১৫৫। কিন্তু আরেকজন গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৬০ নম্বর পেয়েও জিপিএ এর হিসাবে ১০০ নম্বর পাওয়ায় সে আমার থেকেও অনেক এগিয়ে যাচ্ছে। এখানে একটা বৈষম্যের সৃষ্টি হচ্ছে। জিপিএতে নম্বর কম হিসাব করা হলে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের মানটা ভালো থাকতো।
রাজশাহী কলেজের সাইমুন হাসান নামের আরেক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, ২০০ নম্বরের মধ্যে জিপিএতেই ১০০ নম্বর হিসাব করা হবে। এবার তো অনেকেই অটোপাস পেয়েছে। সেখানে এইচএসসির ফলাফলেও তো একটা ঝামেলা আছে। এসএসসির ফল অনুযায়ী এইচএসসির ফল প্রকাশ করায় অনেকেই আশানুরূপ ফলাফল পায়নি। এখন জিপিএর নম্বর যদি এতো বেশি হিসাব করে মূল্যায়ন করা হয় তাহলে ভর্তি পরীক্ষা নেওয়ার কি দরকার ছিল?
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের আফসানা রহমান নামের আরেক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করেই একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়। যদি জিপিএটাই মুখ্য হতো তাহলে ভর্তি পরীক্ষার কোনো প্রয়োজনীয়তা দেখছিনা। ভর্তি পরীক্ষা হয়েছে ১০০ নম্বরের মধ্যে আবার জিপিএতেও হিসাব করা হচ্ছে ১০০ নম্বর। সামান্য জিপিএ এর ডিফারেন্সের কারণে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করেও অন্যদের চাইতে পিছিয়ে পড়বে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমন শর্ত অযৌক্তিক৷ জিপিএ তে নম্বর কমানোর অনুরোধ করছি।
এবিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, আমরা জিপিএ তে ১০০ এবং ভর্তি পরীক্ষার নম্বর ১০০ করে সমান সমান করে দিয়েছি। ভর্তির ক্ষেত্রে আপাতত সাবজেক্ট ভিত্তিক নম্বর দেখে মেধাক্রম হবেনা। ২০০ নম্বরের মধ্য থেকেই নম্বরের ভিত্তিতে মেধাক্রম হবে। যদি একই মেধা হয় সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে সেটা আমরা পরে জানাবো।বিষয়টি নিয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, এটা যদি আবার উল্টো হতো তখনও সমালোচনা হতো। আমরা ওভাবে মার্কস অনেক বেশি পেতাম, আমরা পিছিয়ে গেলাম। কোনটা যে কার জন্য ভালো সেটা আমরা বুঝতে পারিনা। যারা বেটার হবে, যারা ক্রাইটেরিয়া ফুলফিল করে ভালো তারা চান্স পাবে। আমাদের সেন্ট্রাল এডমিশন কমিটি, আমাদের সব ডিন এবং আরও যারা সদস্য আছেন যেটা ভালো হবে সেটা তারা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। সমালোচনা হবেই। এটা তো আমরা কাউকে সামনে রেখে সিদ্ধান্ত নেইনি। এটা সবার জন্যই এপ্লিক্যাবল। এটা এময় নয় যে একজন এইচএসসি খারাপ করেছে, আরেকজন ভালো করেছে বলে তার দোষ হয়েছে। সে ফলাফল ভালো করে তো আর দোষ করেনাই।
উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ২০ টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট ৩ টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ভর্তি পরীক্ষায় প্রাপ্ত ফলাফল দিয়েই গুচ্ছভুক্ত ২০ টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। প্রতিটি বিশ্ববিদ্যালয় আলাদা করে নির্দিষ্ট শর্তসহ ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও মানবণ্টন ও নির্দিষ্ট শর্তসহ ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে বুধবার।
এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা
