ঢাকা বৃহষ্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

বগুড়ার শেরপুরে কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে মামলা দেয়ায় হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯-৬-২০২১ দুপুর ৪:৮
বগুড়ার শেরপুরে কিশোর গ্যাং সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা দেয়ায় বাদীকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (৯ জুন) দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মামলার বাদী যমুনা ইলেকট্রনিক্সের অথরাইজড ডিলার মানিক শেখ।
 
লিখিত বক্তব্যে মানিক শেখ বলেন, গত ৩১ মে বিকেল ৩টার দিকে পৌর শহরের ২নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববির ছেলে কিশোর গ্যাং লিডার আবির আহম্মেদ বনিসহ কয়েকজন আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে এসে শহরের দ্বারকীপাড়া এলাকার জলিলের ছেলে হাসানের ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করতে থাকে। এ সময় শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম শিরুর সামনে আমরা কয়েকজন উভয়পক্ষকে সরিয়ে দিয়ে পরিবেশ শান্ত করি। ঘটনার আধাঘণ্টা পর কাউন্সিলরের ছেলে আবির আহম্মেদ বনির নেতৃতে ৮-৯ জনের একটি কিশোর গ্যাং দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে পুনরায় আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকে আমাকেই উল্টো মারধর করাকালে শহর ছাত্রলীগ নেতা সৌরভ আহম্মেদ সুমন ও শোরুমের কর্মচারী ফেরদৌস হাসান বাবুসহ কয়েকজন বাধা দেয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে সবাইকে বেধড়ক মারধর করে। এতে আমিসহ ছাত্রলীগ নেতা সুমন, শোরুমের কর্মচারী বাবুকে গুরুতর আহত ও রক্তাক্ত জখম করে। সন্ত্রাসীদের এ ধরনের তাণ্ডব চালাকালীন শোরুম ভাংচুর ও ক্যাশে থাকা প্রায় ২ লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাণ্ডব দেখে আশপাশের ব্যবসায়ীরা প্রতিরোধ গড়ে তুললে কিশোর গ্যংয়ের সন্ত্রাসীরা দ্রুত পলায়ন করে।
 
তিনি ‍আরো বলেন, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি ওই কিশোর গ্যাং সন্ত্রাসীদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করি। মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি ও তার ছেলে বনিসহ অন্যরা অজ্ঞাত স্থান থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকেসহ আমার পরিবারকে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
 
তিনি আরো বলেন, সন্ত্রাসী বনির সাথে শহরের দ্বারকীপাড়ার জলিলের ছেলে হাসানের সাথে পূর্বশত্রুতা ছিল। তাদের মধ্যে এর আগেও কিছু মারপিট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটে, যার অংশ হিসেবে প্রায় দেড় মাস আগে সন্ত্রাসী বনি তার সাঙ্গোপাঙ্গ নিয়ে শালফা কলেজের শিক্ষক হারুনের উপশহর এলাকার বাড়িতে হামলা করে এবং তার মোটরসাইকেল ভাংচুর করে।
 
অত্যন্ত দুঃখের সাথে মানিক শেখ আরো বলেন, ক্ষমতাসীন দলের শেরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববির কর্মকাণ্ড দেখে আমি হতবাক হয়েছি। পুলিশি তৎপরতার কারণে ইতোমধ্যে তিনি সংবাদ সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এছাড়াও তিনি ঘটনার ভিডিও কাটিং করে ফেসবুকে আপলোড করে এবং আমাদের বিরুদ্ধে মামলা নেয়ার জন্য ওসিকে অনৈতিকভাবে চাপ প্রয়োগ করেন। এমনকি তিনি আমার বন্ধু মিলনকে হুমকি দেন যে, মিলনের ফেসবুকে আপলোড করা ভিডিও ডিলিট না করলে কিশোর গ্যাং তার আরো ক্ষতি করবে। তার ছেলে ইতিপূর্বে যতগুলো ঘটনা ঘটিয়েছিল তার সুষ্ঠ বিচার করলে আজ সে এতবড় ঘটনা ঘটানোর সাহস পেত না। ববি তার ছেলেকে শাসন না করে উল্টো আমাদের আসামি বানোর চেষ্টা করছেন। তিনি তার ক্ষমতার অপব্যবহার করে ঘটনা অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছেন। পুরো ঘটনার ভিডিও ফুটেজ থাকার পরও তিনি তার পদের অপব্যবহার করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহ করে আবারো আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটানোর পাঁয়তারায় লিপ্ত আছেন। তিনি এরকম দায়িত্বশীল পদে থেকে কেন ভিডিও কাটিং করে ফেসবুকে আপলোড দিলেন? এছাড়া যারা এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন তাদের হুমকি-ধমকি অব্যাহত রেখেছেন।
 
মানিক শেখ বলেন, কিশোর গ্যাং সন্ত্রাসী হৃদয় মঙ্গলবার (৮ জুন) আদালত থেকে জামিন পায়। জামিনের পর সে আমার ব্যবসা প্রতিষ্ঠান ও আমার এলাকার মধ্যে ঘোরাফেরা করছে এবং তাদের ভেতর থাকা দাম্ভিকতার শক্তি প্রয়োগ করছে। এতে আমি শঙ্কিত। যে কোনো সময় আমার বড় ধরনের ক্ষতির সম্ভবনা রয়েছে। তাই শেরপুরের উঠতি বয়সের কিশোর গ্যাং সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাছি।
 
এ সময় উপস্থিত ছিলেন- শেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জাকারিয়া মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম সফিক, মোটর শ্রমিক ইউনিয়নের মতিউর রহমান মতি, শ্রমিক লীগ নেতা কারিমুল ইসলাম, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকসহ অর্ধশতাধিক ব্যক্তি।

এমএসএম / জামান

ঘোড়াঘাটে পুলিশ-ও র‌্যাবের জালে আটক আসামি সাগর দাস

আনন্দ-উৎসবের সাথে দুর্গোৎসব উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা- পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন

কুমিল্লা মেডিকেল কলেজে ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানববন্ধন

কুতুবদিয়ায় কঠোর নিরাপত্তার মধ্যে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

রায়গঞ্জে ‘গ্রীণ ফেয়ারের’ উদ্যোগে গাছের চারা রোপণ

বাকেরগঞ্জে বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, মামলা আতঙ্কে গ্রাম ছাড়া পুরুষ

মানবতার সেতুবন্ধন: বাঘার কৃতি সন্তান রথীন্দ্রনাথের উদ্যোগে সম্প্রীতির উৎসব

অভয়নগরে পানের বাম্পার ফলন, দাম কমে দুশ্চিন্তায় চাষিরা

অভয়নগরে একই সময় দুই ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা- আহত ৩

শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

অসুরের মুখে ছাই দিয়ে শুভশক্তির জয়লাভহবেঃ নাসিমুল গনি

নাগরপুরে শারদীয় দুর্গোৎসবের পূজা মন্ডপ পরিদর্শন করলেন ব্যারিস্টার গোলাম নবী

গাজীপুরে মুখে ঘামছা বেধে শিশু ধর্ষণ, পূজামন্ডপের সহসভাপতি গ্রেফতার