ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

গুচ্ছ পদ্ধতির আবেদন ফি বাতিলের দাবীতে ছাত্র অধিকারের মানববন্ধন


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ১৬-১১-২০২১ দুপুর ৪:৪৫

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভিত্তিক আবেদন ফি বাতিল এবং মেধাক্রমের ভিত্তিতে ভর্তির দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য জহির ফয়সালের সঞ্চালনায় বক্তারা বলেন, গুচ্ছ পদ্ধতিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভিত্তিক আবার ফি নেয়া হচ্ছে। কিন্তু পূর্বেই প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১২০০ টাকা করে ফি নিয়েছিলো। এটা স্পষ্টই মেধাবী, নিম্নবিত্তদের গলাকাটার পাঁয়তারা। অবিলম্বে গুচ্ছ পদ্ধতির বাড়তি ভর্তি ফি বাতিল করতে হবে। মেধাক্রমের ভিত্তিতে ভর্তির সুযোগ দিতে হবে।
নাজিউল আলম নামের এক ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, গুচ্ছ ভর্তিতে আমাদের কোন মেধাতালিকা প্রকাশ করা হয় নাই। আমরা কিভাবে বুঝব কোথায় আবেদন করতে হবে? আমরা কোথায় যাব? প্রথমে ১২০০ টাকা করে খরচ করে আবেদন করেছি। এখন আবার বিশ্ববিদ্যালয় ভেদে ৬০০ করে টাকা লাগবে। আমাদের ভোগান্তির শেষ কোথায়?
ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের সভাপতি জুবায়ের হোসেন জুম্মান বলেন, উন্নত দেশে বিশ্ববিদ্যালয়গুলো গবেষক তৈরির জন্য কাজ করেছে। আর আমাদের দেশে সব বাণিজ্যিক শিক্ষক পেয়েছি। এরা শিক্ষা ব্যবসায়ের সাথে যুক্ত হয়ে জাতিকে কলঙ্কিত করছে। তাদের এ বৈষম্যের বিরুদ্ধে ছাত্রসমাজ মাঠে নামবে।
বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বলেন, গুচ্ছ পদ্ধতির নামে শিক্ষার্থীদের গলায় ছুরি চালিয়ে টাকা আদায় করা হচ্ছে। এখন আবার দ্বিতীয়বার আবেদন করে পুনর্মূল্যায়নের নামে ভর্তি কমিটি আবার টাকা চাচ্ছে। শিক্ষার্থীদের জীবনের এ গুরুত্বপূর্ণ সময়ে এ ধোঁয়াশা কাটাতে হবে। ভর্তির পদ্ধতি স্পষ্ট করতে হবে। নইলে ছাত্রদের অসন্তোষ দাবানলের মত ছড়িয়ে যাব। মানববন্ধন থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানাচ্ছি।


প্রসঙ্গত, দেশের ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২০-২১ সেশনের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়। গত ২০ অক্টোবর, ২৬ অক্টোবর ও ৩ নভেম্বর যথাক্রমে এ, বি ও সি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়। এরপর ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য ৭ নভেম্বর থেকে ১১ নভেম্বর সময় বেঁধে দেয় কর্তৃপক্ষ। পুনঃনিরীক্ষণের জন্য একজন শিক্ষার্থীকে ২ হাজার টাকা খরচ করতে হবে।

এমএসএম / এমএসএম

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন