ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

চট্টগ্রামে হুইপ সামশুল হক চৌধুরীর পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি সমাবেশ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৯-৬-২০২১ রাত ৮:৫১

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপির পক্ষে-বিপক্ষে চট্টগ্রাম নগরীতে পাল্টাপাল্টি সমাবেশে করেছে। বুধবার (৯ জুন) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা সম্মান সংরক্ষণ পরিষদের ব্যানারে হুইপ শাসশুল হক চৌধুরী ও তার পরিবারের শাস্তির দাবিতে সমাবেশের আয়োজন করলে প্রেসক্লাবের বাইরে উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ব্যানারে হুইপ সামশুল হক চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেন হুইপের অনুসারীরা। পুলিশ উভয়পক্ষের মধ্যে করো কর্মসূচি পালন করতে না দিলে নির্ধারিত স্থান প্রেসক্লাবের বাইরে গিয়ে জামাল খান চত্বরে সমাবেশের আয়োজন করে হুইপের পক্ষের গ্রুপ। অন্যদিকে হুইপের বিপক্ষে নগরীর লালখালবাজার মোড়ে অপরপক্ষ সমাবেশের আয়োজন করে।

বীর মুক্তিযোদ্ধা শামশুদ্দিন আহম্মদকে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে হুইপ সামশুল হক চৌধুরী এমপির বিপক্ষে সমাবেশে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধার সম্মান সংরক্ষণ পরিষদের মহাসচিব ও মরহুম জননেতা জহুর আহম্মদ চৌধুরীর ছেলে জসিম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা মাহফুজ আলম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এমএ আজিজের সন্তান ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দীন খালেদ বাহার, বীর মুক্তিযোদ্ধার সন্তান নওশাদ মাহমুদ চৌধুরী রানা, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার শওগত আনোয়ার খান, সংগঠনের  মহাসচিব উত্তম কুমার বড়ুয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দ আলম, অর্থ সম্পাদক সওকত মাসুম, দপ্তর সম্পাদক মো. মনজু, মো. নাসির খান, উজ্জ্বল চৌধুরী, চট্টগ্রাম  মহানগর সভাপতি নওশাদ সেলিম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি চৈতী বসু, চট্টগ্রাম প্রজন্ম সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গোলাম রসুল নিশান, যুগ্ম-সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর হোসেন দুলাল, পরেশ চন্দ্র দেবনাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক দিদার প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফয়সাল ও সংগঠনের চট্টগ্রাম মহানগর ও থানা কমিটির মো. ওসমান গনি, গাজী শোহেন, বাবলু মিয়া, মো. আবাস, আমিনুল, মো. গোলাম নবী, মো. ওসমান গনি, মো. হাবিবুর রহমান, পিমলু, নাঈম উদদীন, আবু তাহের রিপন, জয়নাল আবেদীন, মো. বাহার, জমির উদ্দিন, জসীম উদ্দীন চৌধুরী, মো. ইসমাইল, মো. নাছির উদ্দিন, সমীরণ খাস্তগীর, বিএম জসীম উদ্দিন প্রমুখ।

তারা বলেন, হুইপ সামশুল হক চৌধুরীর পরিবারের অত্যাচার-নির্যাতনে পটিয়াবাসী অতীষ্ট। প্রধানমন্ত্রীর কাছে মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে হুইপ ও তার পরিবারের সদস্যদের বিচার দাবি জানান। 

অন্যদিকে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ব্যানারে বক্তব্য রাখেন- পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম শামশুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এমএ রহিম ও গোলাম ছরওয়ার চৌধুরী মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মাজেদা বেগম শিরু, দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি মর্তুজা কামাল মুন্সি, দক্ষিণ জেলা শ্রমিক লীগের সভাপতি নুর হাকিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্ত্তী, পটিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএন নাছির, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সেলিম চেয়ারম্যান, উপজেলা মেম্বার সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জবেদ ছরওয়ার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খালেক চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক এজাজ চৌধুরী, আওয়ামী লীগ নেতা বদিউল আলম তুষার, আব্দুল্লাহ আল হারুন, ছাত্রলীগ নেতা নাজমুল শাকের ছিদ্দিকী, আরাফত শাকিল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, হুইপ সামশুল হক চৌধুরীর জনপ্রিয়তা দেখে একটি শিল্প গ্রুপ তাদের নিয়ন্ত্রিত মিডিয়াগুলো দিয়ে হুইপের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। পটিয়াবাসী এর পেছনে কে জড়িত, কারা কলকাঠি নাড়ছে সব জেনে গেছে। পটিয়াবাসী সকল অপপ্রচার ও অপবাদের জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন তারা।  

এমএসএম / জামান

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত

চৌগাছা সরকারী হাসপাতালে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা ব্যহত