ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

পটুয়াখালীর মাদ্রাসা সুপারসহ তিনজনের বিরুদ্ধে জালিয়াতির মামলা


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ৩:২৩
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নেছারিয়া দাখিল মাদ্রাসা সুপার এবিএম আ. গনির শিক্ষানবিস জীবনের মাদ্রাসা সার্টিফিকেট ও নিয়োগ নিয়ে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করার প্রতিবাদে 'ক' তফসিল মাদ্রাসার 'খ' তফসিল পরিচয়ে পদসমূহের নিয়োগ বেআইনি, বে-ধারাভুক্ত ম্যালাফাইডি সাব্যস্তে বাতিলের ডিক্রীদানের প্রার্থনায় দেওয়ানি কার্যবিধি আইনের ১ আদেশের ৮ নিয়ম ও ১৫১ ধারা বিধান মোতাবেক গত ২৮ অক্টোবর ২০২১ গলাচিপা সহকারী জজ আদালতে মামলা য়েয়ের করেন মো. ওয়াদুদ মুন্সী নামে এক ব্যক্তি।
 
মামলা সূত্রে জানা যায়, যুগির হাওলা এলাকার নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার ‍এবিএম আ. গনি ' ক' তফসিল পরিচয়ের মাদ্রাসাটির প্রতিষ্ঠালগ্ন হতে বর্তমান অবধি কর্মরত। সুপার আ. গনি ০১/০১/১৯৬২ সালে জন্মগ্রহণ করে ১৯৭১ সালে দাখিল পাস করেছেন বলে সরকারের কাছে অসত্য শিক্ষানবিসকালের নথিপ্রত্র জমা দেন, যেখানে মাত্র ৯ বছরে দাখিল, ১৯৭৩ সালে ১১ বছর বয়সে আলীম, ১৯৭৫ সালে ১৩ বছর বয়সে ফাজিল এবং ১৯৭৭ সালে কামিল পাস করে ১৯৮০ সালে অত্র মাদ্রাসায় যোগদান করেন। শুধু তাই নয়, একইভাবে সহকারী শিক্ষক বর্তমান (অবসরপ্রাপ্ত) আবু বকর ছিদ্দিক ১/০৩/১৯৬১ সালে জন্মগ্রহণ করে ১৯৭০ সালে মাত্র ৯ বছর বয়সে দাখিল, ১৯৭২ সালে আলিম এবং ১৯৭৪ সালে ফাজিল পাস দেখিয়ে  ১৯৮০ সালে মাদ্রাসায় যোগদান করে এমপিওভুক্ত হয়ে সরকারি বেতন ভোগ করেন। 
 
অপরদিকে একই মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আ. ছালাম ০১/০৩/১৯৬১ সালে জন্মগ্রহণ করে ০১/০১/১৯৮৮ সালে দাখিল পাস করে পুনোরায় ০১/০১/১৯৮০ সালে যোগদান করেন, যাতে সুপার আ. গনি  ৯ বছরে দাখিল এবং ১৫ বছর বয়সে কামিল পাস, আবু বকর ৯ বছরে দাখিল এবং আ. ছালাম ১৯৮৮ সালে এবতেদায়ী ক্বারি হিসেবে যোগদান করেন। অর্থাৎ ১৯৮০ সালে যোগদান এবং ১৯৮৮ সালে দাখিল পাস করেন, যা আশ্চয্যজনক ও কাল্পনিক।
 
সূত্রে আরে জানা যায়, বর্তমান সুপার আ. গনিসহ (আবস) আবু বকর এবং আ. ছালাম নিতান্ত অন্যায়ভাবে জাল-জালিয়াতি করে কাগজপত্র দাখিল করে সরকারের নিকট হতে বেতন-ভাতাদিসহ অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করে আসছেন, যাতে সরকারের লাখ লাখ টাকার ক্ষতিসাধিত হয়। 
 
প্রকৃতপক্ষে বর্তমান সুপার আ. গনি এবং অবসরপ্রাপ্ত দুজনের কোনো শিক্ষাগত যোগ্যতার সনদপত্র না থাকা সত্বেও ভুয়া ও জাল কাগজপত্র দেখিয়ে বেআইনি কাগজপত্রের ভিত্তিতে স্ব স্ব পদে কর্মরত থেকে সরকার হতে বেতন-ভাতাদিসহ যাবতীয় সুবিধা ভোগ করেছেন।
 
মামলায় আরো উল্লেখ করা হয়, পরিচালক মাদ্রাসা শিক্ষা বোর্ডের Manthly Payment Order (MPO)-তে স্পষ্ট  উল্লেখ করা আছে যে,  শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ প্রতি আদেশ ভুলক্রমে বেশি প্রদত্ত টাকার স্ট্যাম্প প্যাটানের অতিরিক্ত বরাদ্দকৃত ও দুই বছর ফলাফল নেই এমন শিক্ষাপ্রতিষ্ঠান অর্থ বিতরণ করা হলে প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবে।
 
ভুয়া কাগজপত্র এবং জাল-জালিয়াতির বিষয়ে সরেজমিন নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার এবিএম আ. গনির মতামত জানতে চাইলে গনমাধ্যমের উপস্থিতি টের পেয়ে গা-ঢাকা দেন। পরে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশ না করার ব্যর্থ চেষ্টা করেন। এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে একই মাদ্রাসার সহ-সুপার মকবুল মৌলানা, সিনিয়র শিক্ষক মাওলানা জাহাঙ্গীর হোসেনসহ অনেকের মতামত, সুপার আ. গনি এবং অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের শিক্ষানবিসের কাগজপত্র অনুযায়ী যথেষ্ট সন্দেহ মনে হচ্ছে। তবে এ ব্যাপারে মাদ্রাসা বোর্ড এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ভালো বলতে পারবেন।
 
এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা ‍একাডেমী শিক্ষা অফিসার এবং ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনাদী কুমার বাহাদুর বলেন, সুপার আ. গনিসহ অবসরপ্রাপ্ত আবু বকর সিদ্দিক ও আ. ছালামকে বহুবার কল করার পরও তাদের প্রয়োজনীয় কোনো সার্টিফিকেট দেখাতে পারেননি। এছাড়া তার নথিপত্র দেখে যেটা মনে হচ্ছে, মাত্র 'নয়' বছর বয়সে দাখিলসহ দুই বছর পরপর আলিম, ফাজিল ও কামিল পাস করা কোভাবেই সম্ভব নয়। তাছাড়া উপরোক্ত বিষয়ে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ বশির