ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

পাইকগাছায় খোলা আকাশের নিচে শতাধিক কোমলমতি শিশুকে পাঠদান


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৩-১১-২০২১ দুপুর ১:৫৭

ভবনের অভাবে পাইকগাছার দীপবেষ্টিত লতায় খোলা আকাশের নিচে শতাধিক কোমলমতি শিশুকে নিয়ে চলছে পাঠদান। উপজেলার লতা ইউনিয়নর ছয় গ্রামের কোমলমতি শিশুদের শিক্ষাদানের জন্য মাত্র দুটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। হাড়িয়া গ্রাম থেকে একটির দূরত্ব ৩ কিলোমিটার ‍এবং অন্যটির ২ কিলোমিটার। ‍এ কারণে কোমলমতি শিশুরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে পারে না। সে কারণে শিবসা নদীর উত্তর পাড়ে অবস্থিত হাড়িয়ায় শিক্ষিত যুবকরা মিলে শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে গড়ে তোলেন একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর শেফালী স্মৃতি বিদ্যানিকেতন নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন। নিজেদের পকেটের টাকা খরচ করে এ পাঠশালাটি মাটির দেয়াল ও টিনের ছাউনি দেয়া হয়। বর্তমানে অর্থাভাবের কারণে প্রতিষ্ঠানটি পাকাকরণ করা সম্ভব হয়নি।

প্রতিষ্ঠানে কর্মরত ও প্রতিষ্ঠতা গৌরহরি রায় (প্রিতম) জানান, তিল তিল করে চার বছর ধরে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। বর্তমানে অর্থ‍াভাবের কারণে ভাঙ্গা ঘরে শিক্ষার গুণগতমান রক্ষা করা খুব কঠিন হয়ে পড়েছে। আমাদের উদ্দেশ্য ছিল এ অবহেলিত এলাকার কোমলমতি শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করা। এ এলাকা থেকে প্রাথমিক বিদ্যালয় প্রায় ৩ কিলোমিটার দূরে হওয়ার কারণে এবং যোগাযোগ ব্যবন্থা ও রাস্তাঘাট কর্দমাক্ত থাকায় অভিভাবকদের পক্ষে বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ে। শিশুদের সুশিক্ষিত করার লক্ষ্যে তিনি সরকারের কাছে একটি আধুনিক ভবণের দাবি জানান।

ওই পাঠশালার শিক্ষক নিত্যানন্দ রায়, নয়ন রায় ও অমিত রায় জানান, হাড়িয়া, ধলায়, সচিয়ারবন্ধ, পুতলাখালীসহ ৬ গ্রামের দুটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সে কারনে আমরা কয়েক বন্ধু মিলে চার বছর ধরে নিজেদর অর্থায়নে শতাধিক ছাত্র-ছাত্রীকে শিক্ষাদান করে আসছি। বর্তমানে পাঠশালাটি একটি কক্ষ নিয়ে শতাধিক ছেলে-মেয়েকে পাঠদান করানো খুব কঠিন হয়ে পড়েছে। উপজেলাসহ শিক্ষাসংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটাই দাবি জানাচ্ছি একটি আধুনিক শিক্ষা সহায়ক ভবণ নির্মাণের জন্য।

উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা বলেন, এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। এখানে সরকারিভাবে প্রতিষ্ঠান গড়ার সুযোগ নেই। সেহেতু আমি ভবনের বিষয়ে কোনো কিছু বলতে পারছি না। তবে শিশুদের স্কুলমুখী করার জন্য ভালো উদ্যোগ।

পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু জানান, বিষটি শুনলাম, আগামী মাসে সমন্নয় সভায় উত্থাপন করে পাঠশালাটির উন্নয়ন করার জন্য যা যা প্রয়োজন তা করা হবে।

এমএসএম / জামান

লাকসামে লুটপাট-সহিংসতার জুলুম নির্যাতনের বিপক্ষে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

নরসিংদীর শিবপুরে অফিস সহকারীর বাসা থেকে ৫২ লাখ টাকা উদ্ধার

অনলাইন প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, খালাস-২

দুমকীতে মুক্তিযোদ্ধার বাসায় দুর্ধর্ষ ডাকাতি

টাকার অভাবে অপারেশন করতে পারছেন না ঠাকুরগাঁওয়ের আখতারী বেগম: সহায়তার আবেদন

ঠাকুরগাঁও জেলা কৃষকদলের সভাপতি আনোয়ারুল হকের ইন্তেকাল

রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

সোনারগাঁয়ে বিএনপি নেতা মান্নানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

শালিখায় ২৪টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

বরগুনায় হাতুড়ে চিকিৎসায় শিশুর মৃত্যু, অভিযানে ধরা পড়লেন ভুয়া চিকিৎসক

রায়গঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরে শহীদদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

মেহেরপুরের সন্তান ইমরান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপ-কমিটির সদস্য