ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

পাইকগাছায় খোলা আকাশের নিচে শতাধিক কোমলমতি শিশুকে পাঠদান


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৩-১১-২০২১ দুপুর ১:৫৭

ভবনের অভাবে পাইকগাছার দীপবেষ্টিত লতায় খোলা আকাশের নিচে শতাধিক কোমলমতি শিশুকে নিয়ে চলছে পাঠদান। উপজেলার লতা ইউনিয়নর ছয় গ্রামের কোমলমতি শিশুদের শিক্ষাদানের জন্য মাত্র দুটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। হাড়িয়া গ্রাম থেকে একটির দূরত্ব ৩ কিলোমিটার ‍এবং অন্যটির ২ কিলোমিটার। ‍এ কারণে কোমলমতি শিশুরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে পারে না। সে কারণে শিবসা নদীর উত্তর পাড়ে অবস্থিত হাড়িয়ায় শিক্ষিত যুবকরা মিলে শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে গড়ে তোলেন একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর শেফালী স্মৃতি বিদ্যানিকেতন নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন। নিজেদের পকেটের টাকা খরচ করে এ পাঠশালাটি মাটির দেয়াল ও টিনের ছাউনি দেয়া হয়। বর্তমানে অর্থাভাবের কারণে প্রতিষ্ঠানটি পাকাকরণ করা সম্ভব হয়নি।

প্রতিষ্ঠানে কর্মরত ও প্রতিষ্ঠতা গৌরহরি রায় (প্রিতম) জানান, তিল তিল করে চার বছর ধরে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। বর্তমানে অর্থ‍াভাবের কারণে ভাঙ্গা ঘরে শিক্ষার গুণগতমান রক্ষা করা খুব কঠিন হয়ে পড়েছে। আমাদের উদ্দেশ্য ছিল এ অবহেলিত এলাকার কোমলমতি শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করা। এ এলাকা থেকে প্রাথমিক বিদ্যালয় প্রায় ৩ কিলোমিটার দূরে হওয়ার কারণে এবং যোগাযোগ ব্যবন্থা ও রাস্তাঘাট কর্দমাক্ত থাকায় অভিভাবকদের পক্ষে বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ে। শিশুদের সুশিক্ষিত করার লক্ষ্যে তিনি সরকারের কাছে একটি আধুনিক ভবণের দাবি জানান।

ওই পাঠশালার শিক্ষক নিত্যানন্দ রায়, নয়ন রায় ও অমিত রায় জানান, হাড়িয়া, ধলায়, সচিয়ারবন্ধ, পুতলাখালীসহ ৬ গ্রামের দুটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সে কারনে আমরা কয়েক বন্ধু মিলে চার বছর ধরে নিজেদর অর্থায়নে শতাধিক ছাত্র-ছাত্রীকে শিক্ষাদান করে আসছি। বর্তমানে পাঠশালাটি একটি কক্ষ নিয়ে শতাধিক ছেলে-মেয়েকে পাঠদান করানো খুব কঠিন হয়ে পড়েছে। উপজেলাসহ শিক্ষাসংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটাই দাবি জানাচ্ছি একটি আধুনিক শিক্ষা সহায়ক ভবণ নির্মাণের জন্য।

উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা বলেন, এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। এখানে সরকারিভাবে প্রতিষ্ঠান গড়ার সুযোগ নেই। সেহেতু আমি ভবনের বিষয়ে কোনো কিছু বলতে পারছি না। তবে শিশুদের স্কুলমুখী করার জন্য ভালো উদ্যোগ।

পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু জানান, বিষটি শুনলাম, আগামী মাসে সমন্নয় সভায় উত্থাপন করে পাঠশালাটির উন্নয়ন করার জন্য যা যা প্রয়োজন তা করা হবে।

এমএসএম / জামান

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা সেলিম রেজা ইউসুফের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

চট্টগ্রামে তৃণমূলে জনপ্রিয়তা বাড়ছে বিএনপির

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সভাপতি রেজাউল, সম্পাদক শামসুল

রায়পুরে বেশি দামে সার বিক্রি করায় কোনঠাসা কৃষকরা

চন্দনাইশ উপজেলা ইয়ূথ ক্যাডেট ফোরাম পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

এনসিপির নেত্রী শেলীকে সব দায়িত্ব থেকে অব্যাহতি

নাসিরনগরে ১৪০ বস্তা খাদ্য বান্ধব চাউল উদ্ধার

কুতুবদিয়ায় ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক

সুবর্ণচরে চরজব্বর ডিগ্রি কলেজে নবীন বরণ ও আলোচনা সভা

পঞ্চগড় জেলার গুণী শিক্ষক মিজানুর রহমান

নরসিংদীতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জের গ্রামীণ নারী উদ্যোক্তা শরিফা খাতুনের সাফল্যের গল্প

বাকেরগঞ্জে পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এম খান ফিলিং স্টেশনকে জরিমানা