পাইকগাছায় খোলা আকাশের নিচে শতাধিক কোমলমতি শিশুকে পাঠদান
ভবনের অভাবে পাইকগাছার দীপবেষ্টিত লতায় খোলা আকাশের নিচে শতাধিক কোমলমতি শিশুকে নিয়ে চলছে পাঠদান। উপজেলার লতা ইউনিয়নর ছয় গ্রামের কোমলমতি শিশুদের শিক্ষাদানের জন্য মাত্র দুটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। হাড়িয়া গ্রাম থেকে একটির দূরত্ব ৩ কিলোমিটার এবং অন্যটির ২ কিলোমিটার। এ কারণে কোমলমতি শিশুরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে পারে না। সে কারণে শিবসা নদীর উত্তর পাড়ে অবস্থিত হাড়িয়ায় শিক্ষিত যুবকরা মিলে শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে গড়ে তোলেন একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর শেফালী স্মৃতি বিদ্যানিকেতন নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন। নিজেদের পকেটের টাকা খরচ করে এ পাঠশালাটি মাটির দেয়াল ও টিনের ছাউনি দেয়া হয়। বর্তমানে অর্থাভাবের কারণে প্রতিষ্ঠানটি পাকাকরণ করা সম্ভব হয়নি।
প্রতিষ্ঠানে কর্মরত ও প্রতিষ্ঠতা গৌরহরি রায় (প্রিতম) জানান, তিল তিল করে চার বছর ধরে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। বর্তমানে অর্থাভাবের কারণে ভাঙ্গা ঘরে শিক্ষার গুণগতমান রক্ষা করা খুব কঠিন হয়ে পড়েছে। আমাদের উদ্দেশ্য ছিল এ অবহেলিত এলাকার কোমলমতি শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করা। এ এলাকা থেকে প্রাথমিক বিদ্যালয় প্রায় ৩ কিলোমিটার দূরে হওয়ার কারণে এবং যোগাযোগ ব্যবন্থা ও রাস্তাঘাট কর্দমাক্ত থাকায় অভিভাবকদের পক্ষে বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ে। শিশুদের সুশিক্ষিত করার লক্ষ্যে তিনি সরকারের কাছে একটি আধুনিক ভবণের দাবি জানান।
ওই পাঠশালার শিক্ষক নিত্যানন্দ রায়, নয়ন রায় ও অমিত রায় জানান, হাড়িয়া, ধলায়, সচিয়ারবন্ধ, পুতলাখালীসহ ৬ গ্রামের দুটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সে কারনে আমরা কয়েক বন্ধু মিলে চার বছর ধরে নিজেদর অর্থায়নে শতাধিক ছাত্র-ছাত্রীকে শিক্ষাদান করে আসছি। বর্তমানে পাঠশালাটি একটি কক্ষ নিয়ে শতাধিক ছেলে-মেয়েকে পাঠদান করানো খুব কঠিন হয়ে পড়েছে। উপজেলাসহ শিক্ষাসংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটাই দাবি জানাচ্ছি একটি আধুনিক শিক্ষা সহায়ক ভবণ নির্মাণের জন্য।
উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা বলেন, এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। এখানে সরকারিভাবে প্রতিষ্ঠান গড়ার সুযোগ নেই। সেহেতু আমি ভবনের বিষয়ে কোনো কিছু বলতে পারছি না। তবে শিশুদের স্কুলমুখী করার জন্য ভালো উদ্যোগ।
পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু জানান, বিষটি শুনলাম, আগামী মাসে সমন্নয় সভায় উত্থাপন করে পাঠশালাটির উন্নয়ন করার জন্য যা যা প্রয়োজন তা করা হবে।
এমএসএম / জামান
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান