ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

চট্টগ্রামে আবাসিক গ্রাহকদের গ্যাস সংযোগ দেয়ার দাবি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১০-৬-২০২১ বিকাল ৫:৫

আবাসিকে গ্যাস সংযোগের দাবিতে চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচি ঘোষণার মধ্যদিয়ে গত মঙ্গলবার (৮ জুন) রাত ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত নগরীর মুরাদপুরস্থ একটি রেস্টুরেন্টে কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি  নেছার আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম অলিউল্লা হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভাটি গ্রাহক সমাবেশে পরিণত হয়।

এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের (নাপসা) কেন্দ্রীয়  চেয়ারম্যান এবং চটগ্রাম গ্যাস-বিদ্যুৎ-পানি গ্রাহক ঐক্যজোটের সভাপতি আলমগীর নূর, সংগঠনের সহ-সভাপতি শাহজাহান সুফি, এমএ মান্নান খান, সিনিয়র যুগ্ম-সম্পাদক মনির হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম হোসেন চৌধুরী, আবদুল হাই, নবী  চৌধুরী, আবদুল মালেক শেখ, এসএম শাহীন বাবু, প্রশান্ত বড়ুয়া, শওকত হোসেন হাওলাদার, হায়দার শিকদার, মোশাররফ হোসেন, খোরশেদ খান, আওরঙ্গজেব বাবুল, খোরশেদ আলম, তিতাশ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডেরর ঠিকাদার ও গ্রাহকগণের প্রতিনিধি, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ঠিকাদার ও গ্রাহকগণের প্রতিণিধি,  গ্রাহক প্রকৌশলী মফিজুর রহমান, পরিবেশবিদ ইমতিয়াজ আহমেদসহ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন কয়েকশ গ্রাহক ও ঠিকাদার।

মতবিনিময় সভায় কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের সভাপতি নেছার আহমদ বলেন, আবাসিক গ্রাহকদের গ্যাস সংযোগ থেকে বঞ্চিত করার ক্ষেত্রে এক শ্রেণির দুর্নীতিবাজ সরকারি আমলা জড়িত। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক, সেখানে কতিপয় আমলা চট্টগ্রামের সাথে বিমাতাসুলভ আচরণ করছে। তিনি আরো বলেন, আমরা সরকার ও জাতীয় রাজনীতিতে থাকা চট্টগ্রামের সন্তানদের সাথে এ ব্যাপারে আলাপ করে পরবর্তী পদক্ষেপ নেব।

কেজিডিসিএল ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক একেএম অলিউল্লা হক বলেন, গ্যাস সংযোগ পাওয়া আমাদের অধিকার। সরকার শিল্প-কারখানায় গ্যাস দিচ্ছে ঠিক আছে কিন্তু আবাসিকে বন্ধ করে কেন? ব্যবসায়ী-শিল্পপতিদের গ্যাস পাওয়ার অধিকার আছে, সাধারণ মানুষের অধিকার নেই? গত ৫ বছর আগে টাকা নিয়েও সরকারি গ্যাস কর্তৃপক্ষ আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ রেখেছে। আবাসিকে গ্যাস সংযোগের জন্য ২৫ হাজার গ্রাহক টাকা জমা দেন। কিন্তু বারবার আশ্বাসের পরও গ্যাস সংযোগ দিচ্ছে না কর্তৃপক্ষ। তিনি আরো বলেন, অবিলম্বে আবাসিকে গ্যাস সংযোগ না দিলে মামলা, অনশন, ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়েও গত ৫ বছর ধরে গ্যাস সংযোগ না দেয়ায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান এ সময় সভায় উপস্থিত ক্ষতিগ্রস্ত বিক্ষুব্ধ গ্রাহকরা। 

বিক্ষুব্ধ গ্রাহকদের দাবির পরিপ্রেক্ষিতে উপস্থিত সভার প্রধান বক্তা বাংলাদেশ নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের (নাপসা) কেন্দ্রীয় চেয়ারম্যান এবং চটগ্রাম গ্যাস-বিদ্যুৎ-পানি গ্রাহক ঐক্যজোটের সভাপতি  গ্রাহক আলমগীর নূর গ্রাহক ও ঠিকাদারদের সার্বিক সহযোগিতা করাসহ গ্যাস কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নিয়ে বলেন,  আমরা চট্টগ্রামের ২৫ হাজার গ্রাহকসহ দেশব্যাপী প্রায় ২ লোখ আবেদনকারী গ্যাস গ্রাহক ডিমান্ড নোটসহ সরকারি অন্যান্য সকল খরচাদির টাকা জমা দিয়ে গত ৫ বছর যাবৎ সংযোগ প্রাপ্তির জন্য অপেক্ষমাণ। অথচ সরকারপ্রধান জনগণের প্রতি আন্তরিক হওয়া সত্ত্বেও সরকারের উন্নয়নবিরোধী কুচক্রী মহল অসাধু এলপি গ্যাসের সিন্ডিকেট ব্যবসায়ী এবং জ্বালানি মন্ত্রণালয় ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অনৈতিক যোগসাজশে আবাসিক গ্রাহকদের গ্যাস সংযোগ থেকে বারবার বেআইনিভাবে বঞ্চিত করা হচ্ছে। ফলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে লোখ লাখ আবাসিক পরিবার ও স্থাপনা। অবিলম্বে  আবাসিক গ্যাস সংযোগ প্রদানের দাবি জানিয়ে তিনি আরো বলেন, চট্টগ্রামের ২৫ হাজার গ্রাহকসহ দেশব্যাপী ২ লাখ গ্রাহকের ন্যায্য ও মানবিক অধিকার আদায়ের লক্ষ্যে আইনি লড়াই চালাতে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব। আমরা এদেশের নাগরিক, আমরা সংবিধানসম্মতভাবে আমাদের ন্যায্য দাবি আদায় করে ছাড়ব।

মতবিনিময় সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ঠিকাদার ও গ্রাহক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে গত ৫ বছর আগে টাকা জমাদানকারী গ্রাহকদের হয়রানি বন্ধ করে অবিলম্বে আবাসিকে গ্যাস সংযোগ চালু করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এমএসএম / জামান

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত

চৌগাছা সরকারী হাসপাতালে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা ব্যহত