জগন্নাথ বিশ্ববিদ্যালয় : পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় নেই কেন্দ্রীয় পরিকল্পনা

প্রতিষ্ঠার ১৬ বছর পার করে ১৭ বছরে পদার্পণ করলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় নেয়া হয়নি কোনো কেন্দ্রীয় পরিকল্পনা। অপরিচ্ছন্ন ও নোংরা এবং প্রয়োজনের তুলনায় অপ্রতুল টয়লেট দিন দিন দুর্বিষহ করে তুলছে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ। ছাড়ানো-ছিটানো আবর্জনা ও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বিভিন্ন ভবনসহ পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
দীর্ঘদিন ধরে চলে আসা এ অবস্থার জন্য শিক্ষার্থীরা দুষছেন কর্তৃপক্ষের অবহেলা ও চরম অব্যবস্থাপনাকে। অপরিচ্ছন্ন পরিবেশ ও পয়ঃনিষ্কাশনে অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীরা রয়েছেন চরম স্বাস্থ্যঝুঁকিতে। ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত।
সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে পরিসংখ্যান বিভাগে সকল শিক্ষার্থীদের জন্য রয়েছে মাত্র একটি টয়লেট। এমনকি টয়লেটটি সেমিনার রুমের সাথে সংযুক্ত হওয়ায় তা ব্যবহারেও ভোগান্তিতে পরতে হচ্ছে শিক্ষার্থীদের। বিভাগটির শিক্ষার্থীদের অভিযোগ, একটিমাত্র টয়লেট থাকায় অন্যান্য বিভাগের টয়লেট ব্যবহার করে প্রয়োজন মেটাতে হয় তাদের। একটি মাত্র টয়লেট এতজন ব্যবহারের ঘটনা নজিরবিহীন বলে অভিযোগ করছেন তারা।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বেশকিছু বিভাগে নেই মেয়েদের জন্য আলাদা টয়লেট। আয়তনে একদম সংকীর্ণ মাত্র একটি ছাত্রী কমন রুমের স্বল্পসংখ্যক টয়লেট দিয়ে প্রয়োজন মেটানো সম্ভব নয়। এছাড়া জায়গার সংকীর্ণতা আর অতিরিক্ত শিক্ষার্থীর ফলে অল্পতেই অপরিচ্ছন্ন হয়ে যায় কক্ষের পরিবেশ।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী শবনম জানান, কমনরুমটি সব সময় ভরপুর থাকে। পর্যাপ্ত বেসিনের ব্যবস্থা নেই, নেই ওজু করার জায়গা। মসজিদের ওখানে পানি বেধে থাকে, বোরকা অর্ধেক ভিজে যায়, জায়গাটাও পরিচ্ছন্ন নয়। একটা গা খিত খিতে অবস্থা। আমরা বিলাসবহুল ব্যবস্থা চাই না, যেটুকু আছে তা যেন পরিষ্কার-পরিচ্ছন্ন পাই।
বিশ্ববিদ্যালয়ের পাশের ফুটপাতগুলোও মূত্রে সয়লাব। বিশ্ববিদ্যালয়ের ২ নং ফটকের নতুন ভবনের দেওয়ালের পাশে ছিন্নমূল মানুষ, রিক্সাচালক, সাধারণ পথচারীরা মূত্র ত্যাগ করেন প্রতিনিয়ত। ফলে খোলা জায়গায় মূত্র ত্যাগে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ফুটপাত। নিষেধ থাকা শর্তেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না৷ এর ফলে দূষিত হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফাঁকা জায়গায়, নতুন একাডেমিক ভবন, বিজ্ঞান অনুষদের কয়েকটি তলার বারান্দার বিভিন্ন জায়গায় পরে আছে ময়লার ভাগাড়। বিশেষ করে কেন্দ্রীয় অডিটোরিয়ামের পাশে, নতুন ভবনের নিচতলার দক্ষিণ দিকে, বিজ্ঞান ভবনের ব্যাস্কেটবল খেলার কোর্টের পাশে, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাঠের পশ্চিমে গড়ে উঠেছে ময়লার স্তূপ। ফলে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ। ময়লার ভাগাড়ের কারণে মশার বংশবিস্তার সহজতর হওয়ায় ডেঙ্গু ঝুঁকিতে রয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমাণ ডাস্টবিন না থাকায় শিক্ষার্থীরও যত্রতত্র ময়লা ফেলে নোংরা করছেন পরিবেশ। আগে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বোটানিক্যাল গার্ডেনের পাশে বড় ডাস্টবিন থাকলেও এখন নেই। বিভিন্ন জায়গায় ডাস্টবিনের স্বল্পতা ও সঠিক ব্যবহার না থাকার কারণে ময়লা গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন ও পরিচ্ছন্নতা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল কাদের সকালের সময়কে বলেন, কেন্দ্রীয় পরিকল্পনা নিয়ে আমরা ভাবছি। ইতোমধ্যে আমরা ২ জন কর্মী নিয়োগ দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের নিকট প্রস্তাব পাঠিয়েছি। কাজ হচ্ছে, কতোটুকু হবে তা নিয়ে আমি নিশ্চিত নই। আর শিক্ষার্থীদের টয়লেট আমি নিজে ব্যবহার করি যাতে পরিচ্ছন্নকর্মীরা ভয়ে কাজ করে।
ফুটপাতে মূত্র-ত্যাগ নিয়ে তিনি বলেন, 'নিষেধ করা শর্তেও জনসাধারণকে ঠেকানো যাচ্ছে না। সিসি ক্যামেরা লাগানোর পরিকল্পনা আছে আমাদের। আমরা ব্যাংকের সামনে নোংরা পরিষ্কার করে স্লাব বসিয়েছি ওখানে ফুলের বাগান করবো।'
বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লার স্তূপ নিয়ে তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পের বাই-প্রডাক্ট এগুলো ডাস্টবিনে ফেলা যায় না। যাদের কাজ দেওয়া হয় শর্ত থাকে ময়লা পরিষ্কার না করা পর্যন্ত বিল পাবে না। কিন্তু কেউ শতভাগ পরিষ্কার করে না। এর জন্য কারও বিল আটকানো হয়নি। এই বিষয় গুলো প্রকৌশলী দপ্তরের মনিটরিং করা দরকার। ডাস্টবিনের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বাইরে ময়লা ফেলার জন্য নোটিশ দেওয়া হবে। প্রোগোজ স্কুলের কার্নিসের উপর কয়েক বছরের ময়লা জমে বিশ্রী আকার ধারন করেছে তাকানো যায় না। প্রধান শিক্ষককে অনেক বার বলার পরও গুরুত্বই দেয়নি।
প্রকৌশল দপ্তরে যোগাযোগ করা হলে জানানো হয়, পুরাতন ঠিকাদাররা কাজ শেষ করে চলে গেছে, নতুন ঠিকাদারদের কাজ চলমান তাই ময়লা গুলো সরানো হয়নি।
এমএসএম / জামান

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা
