বশেমুরবিপ্রবির সমস্যা নিরসনে ইউজিসির নির্দেশনা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগ খোলার অনুমোদনসহ বিদ্যমান সমস্যাবলী সমাধানের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তথ্যটি পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।
ইতিহাস বিভাগের অনুমোদন: ইউজিসির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ হতে মানবিকী অনুষদের অধীনে ইতিহাস বিভাগ খোলার ভূতাপেক্ষ লিখিতভাবে অনুমোদন প্রদান করা হয়।
বিভাগ একীভূতকরণ: চলমান
শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউট-এর অধীনে সিএসই, ইইই ও ইটিই বিভাগ এবং ইনস্টিটিউটির অধ্যয়নরত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে একই বিভাগের সাথে একীভূত করার অনুমোদন প্রদান করা হয়।
প্রস্তাবিত কৃষি অনুষদের অনুমোদন: কৃষি অনুষদের অনুমোদনসহ শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউট-এর অধীনে কৃষি, লাইভস্টক সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন এবং ফিশারিজ এন্ড বায়োসায়েন্স বিভাগ কৃষি অনুষদের অধীনস্থ হিসেবে গণ্য করা হয়।
স্নাতক ডিগ্রী নয়, গবেষণায় ব্যবহৃত হবে ইন্সটিটিউট: এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট অর্থাৎ বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজ (বিলওয়াবস), শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউট ও শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউট শুধু মাত্র গবেষণা কার্যে ব্যবহৃত হবে। এ সকল ইনস্টিটিউট হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা যাবে না। শুধুমাত্র এমফিল, পিএইচডি, সার্টিফিকেট এবং ডিপ্লোমা প্রদান করা যাবে।
শিক্ষার্থীদের আসনসংখ্যা কমবে: স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কলা মানবিক, সামাজিক বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ অনুষদের ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ জন এবং বিজ্ঞান, জীব বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী ভর্তি করার নির্দেশনা দেয়া হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৩৪ টি বিভাগের শিক্ষাকার্যক্রম চলমান রয়েছে। ইউজিসি অনুমতি ব্যতীত নতুন বিভাগ না খোলার নির্দেশ দেয়া হয়েছে।
কোটা বাতিলের নির্দেশনা: স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে আদিবাসি ও প্রতিবন্ধী কোটা ব্যতীত উপাচার্য কোটাসহ সকল কোটা রহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সমস্যা পর্যবেক্ষণ ও সমাধানকল্পে গঠিত কমিটির অনুষ্ঠিত সভায় (ভার্চুয়াল) সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
এমএসএম / এমএসএম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন
Link Copied