ঘূর্ণিঝড় জোয়াদ এর প্রভাবে দিশেহারা কৃষক শহিদুল ইসলাম

আকস্মিক ঘূর্ণিঝড় জোয়াদের কারনে আলু চাষিদের পরতে হয়েছে বিপাকে। জমিতে পানি জমে পচঁন ধরেছে আলু বীজের মূল অংশে। ফলে উপজেলার সদর ইউনিয়নের মুরাদ নগর এলাকার প্রায় শতাধিক প্রান্তিক আলু চাষিরা লাখ লাখ টাকার লোকসানে পরে এখন দিশেহারা।
সরেজমিন গিয়ে দেখা যায়, জোয়াদের প্রভাবে বৃষ্টিতে আলু চাষের জমিতে আলু চাষিদের কষ্টার্জিত আলু চাষের জমিতে জমে থাকা কাদাঁপানি সেচ দিয়ে তাদের রোপণ কৃত আলু বীজ গুলো রক্ষা করার আপ্রাণ ব্যার্থ চেষ্টা করছেন। চরখালী গ্রামের আলু চাষি মোঃ শহীদুল ইসলাম এর, কাছ থেকে জানা যায়, প্রতিবছরের মতো এবছর তিনি অন্নের প্রায় পাঁচ(৫) একর জমি এক বছরের লিজ নিয়ে বীজ, সার, কিটনাশক এবং দিনমুজরী নিয়ে প্রায় চার (৫) লাখ টাকা ব্যায় করেন, গনমাধ্যম কর্মী এবং কৃষি প্রেমী ফরহাদ হোসেন বাবুল, তিনি প্রায় আড়াই একর জমিতে প্রায় তিন (৩) লাখ টাকা ব্যায় করেন, আরও এক গনমাধ্যম কর্মী ও কৃষি প্রেমী মিঠুন পাল ৪ একর জমিতে সোয়া তিন (৩) লাখ টাকা ব্যায় করে প্রতি বছরে নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যেই তারা আলু বীজ রোপণ করেন।
এর ফলে সঠিক সময়ে অনেক পরিমানের আলুর বাম্পার ফলন ফলিয়ে দঃক্ষিনাঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করে লাভবানের মুখ দেখলেও এবছর তারা পাহার পরিমান লোকসানের বোঝাঁ মাথায় নিয়ে দিশেহারা।
এবিষয়ে গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা আর্জু আকতার গণকন্ঠ, বর্তমান সময়, জবস টিভি'কে জানানা, আমি সরেজমিনে খোঁজখবর নিয়ে দেখেছি, গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের মুরাদ নগর এলাকায় প্রান্তিক আলু চাষিরা অক্লান্ত পরিশ্রম করেন, এবং বাম্পার ফলন উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে কিছু লাভের মূখ দেখলেও, এবারের আকস্মিক ঝড় বৃষ্টি আলু এবং তরমুজ চাষিদের অপুরোনীয় ক্ষি হয়েছে। যদিও এ মুহূর্তে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের বিষয়ে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত আসেনি। তবে আশা করছি যেহেতু কৃষি বান্ধব সরকার, অবশ্যই প্রান্তিক কৃষকের বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ একটি সুন্দর সিদ্ধান্ত দিবেন।
এমএসএম / এমএসএম

যৌতুকের দাবিতে নির্মম নির্যাতন, বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

কুমিল্লায় পূজায় সাইবার টিম সহ বিশেষ নজরদারি ব্যবস্থাঃ পুলিশ সুপার নাজির আহমেদ

সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেনাপোল দিয়ে আগামীকাল আমদানি-রফতানি বন্ধ

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটে যাত্রীদের চরম ভোগান্তি

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন'র উদ্যেগে চারা বিতরন

সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

বাদীর হাতে খুন বিবাদী

বিজয়ী হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেঃ শাহজাহান ইসলামাবাদী

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে পটুয়াখালীতে কারিগরি ছাত্র অধিকার পরিষদের 'লাল অঙ্গীকার' কর্মসূচি পালিত
Link Copied