ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ঘূর্ণিঝড় জোয়াদ এর প্রভাবে দিশেহারা কৃষক শহিদুল ইসলাম


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ৮-১২-২০২১ দুপুর ৪:১৪
আকস্মিক ঘূর্ণিঝড় জোয়াদের কারনে আলু চাষিদের পরতে হয়েছে বিপাকে। জমিতে পানি জমে পচঁন ধরেছে আলু বীজের মূল অংশে। ফলে উপজেলার সদর ইউনিয়নের মুরাদ নগর এলাকার প্রায় শতাধিক প্রান্তিক আলু চাষিরা লাখ লাখ টাকার লোকসানে পরে এখন দিশেহারা।
 
সরেজমিন গিয়ে দেখা যায়, জোয়াদের প্রভাবে  বৃষ্টিতে আলু চাষের জমিতে আলু চাষিদের কষ্টার্জিত আলু চাষের জমিতে জমে থাকা কাদাঁপানি সেচ দিয়ে তাদের রোপণ কৃত আলু বীজ গুলো রক্ষা করার আপ্রাণ ব্যার্থ চেষ্টা করছেন। চরখালী গ্রামের আলু চাষি মোঃ শহীদুল ইসলাম এর,  কাছ থেকে জানা যায়, প্রতিবছরের মতো এবছর তিনি অন্নের প্রায় পাঁচ(৫) একর জমি এক বছরের লিজ নিয়ে বীজ, সার, কিটনাশক এবং দিনমুজরী নিয়ে প্রায় চার (৫) লাখ টাকা ব্যায় করেন, গনমাধ্যম কর্মী এবং কৃষি প্রেমী ফরহাদ হোসেন বাবুল, তিনি প্রায় আড়াই একর জমিতে প্রায় তিন (৩) লাখ টাকা ব্যায় করেন, আরও এক গনমাধ্যম কর্মী ও কৃষি প্রেমী মিঠুন পাল ৪ একর জমিতে সোয়া তিন (৩) লাখ টাকা ব্যায় করে প্রতি বছরে নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যেই তারা আলু বীজ রোপণ করেন।
 
এর ফলে সঠিক সময়ে অনেক পরিমানের আলুর বাম্পার  ফলন ফলিয়ে দঃক্ষিনাঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করে লাভবানের মুখ দেখলেও এবছর তারা পাহার পরিমান লোকসানের বোঝাঁ মাথায় নিয়ে দিশেহারা।
 
 এবিষয়ে গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা আর্জু আকতার  গণকন্ঠ, বর্তমান সময়, জবস টিভি'কে জানানা, আমি সরেজমিনে খোঁজখবর নিয়ে দেখেছি, গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের মুরাদ নগর এলাকায় প্রান্তিক আলু চাষিরা অক্লান্ত পরিশ্রম করেন, এবং বাম্পার ফলন উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে কিছু লাভের মূখ দেখলেও, এবারের আকস্মিক ঝড় বৃষ্টি আলু এবং তরমুজ চাষিদের অপুরোনীয় ক্ষি হয়েছে। যদিও এ মুহূর্তে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের বিষয়ে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত আসেনি। তবে আশা করছি যেহেতু  কৃষি বান্ধব সরকার, অবশ্যই প্রান্তিক কৃষকের বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ একটি সুন্দর  সিদ্ধান্ত দিবেন।

এমএসএম / এমএসএম

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ বশির