মুজিব ১০০ আইডিয়া প্রতিযোগিতায় স্থান পেয়েছে বশেমুরবিপ্রবির দুই টিম
‘মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা’য় সেরা ১০০ তে স্থান পেয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই টিম। বিজয়ী দুই টিমের মধ্যে কৃষি ক্যাটাগরিতে সিলেক্টেড টিমে ছিলেন সিএসই বিভাগের শিক্ষার্থী রাফসান জানি আরমান, সিফাত শিকদার, উম্মে সুমাইয়া সূচনা। টিম ইন্সট্রাক্টর সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো: মনোয়ার হোসেন ও চুয়েটের সহকারী অধ্যাপক মো: সাবিল হোসেন।
'আধুনিক শহর ও গ্রাম' ক্যাটাগরিতে সিলেক্টেড টিমে ছিলেন সিএসই বিভাগের শিক্ষার্থী মৃদুল রহমান, ইয়াসিন আরাফাত, অনিক বাকালি ও ইইই বিভাগের শিক্ষার্থী সুদেব মন্ডল। ইন্সট্রাক্টর হিসেবে ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মর্তুজা আহম্মেদ।
আইডিয়ার বিষয়ে টিম লিডার রাফসান জানি আরমান বলেন, আমাদের আইডিয়াটি 'কৃষি'ক্যাটাগরিতে সিলেক্টেড হয়। আমরা তিনটি কাস্টমার বেইস টার্গেট করি যেমন সমুদ্র বিজ্ঞান গবেষক, জেলে, ও ফিশ প্রসেসিং কোম্পানির সমন্বয় সাধন করে এমন একটি মডিউল ডিজাইন করা যা এই তিনটির সমস্যা সমাধান একইসাথে করবে। যেমন ফিস প্রসেসিং এ মাছের প্রজাতি,ওজন, উচ্চতা, পুষ্টিগুণ ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অটোমেটিক মডিউলে নিয়ে গেলে স্বল্প সময়ে কাজ সম্পাদন করা যাবে। এই পদ্ধতি পানির নিচে সাবমেরিনের মাধ্যমেও করা যাবে। এটি গবেষকদের গবেষণায়ও সহযোগিতা করবে।
আবার একজন জেলে পুকুরের মধ্যে ১ লাখ পোনা চাষ করলেন কিন্তু ছয়মাস পর ৮০ হাজার টিকে থাকলো। বাকি ২০ হাজার কেনো মারা গেল জানার উপায় নাই কারণ পুকুরের মনিটরিং সিস্টেম নেই। এক্ষেত্রে মডিউলটি পুকুরের নিচের প্রকৃতি, সেন্সরি ডাটা সবকিছু পর্যবেক্ষণ করবে। ফলশ্রুতিতে ছয়মাস পর যা জানতে পারছেন তা প্রতিদিন পর্যবেক্ষণ করতে পারবেন।
এ বিষয়ে টিম লিডার মৃদুল রহমান বলেন, আমার আইডিয়াটি ছিলো আধুনিক শহর গড়ার জন্যে যানজট সমস্যা সমাধান। এক্ষেত্রে আমাদের শহরের সকল পার্কিংব্যাবস্থা একটি ওয়েবসাইটের অথবা এ্যাপের মধ্যে নিয়ে আসলে যানজট সমস্যা কমানো যাবে। এটি 'আধুনিক শহর ও গ্রাম' ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছে।
প্রসঙ্গত, 'স্থানীয় উদ্ভাবন, বিশ্বব্যাপী পদার্পণ' প্রতিপাদ্যকে সামনে রেখে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় 'মুজিব শতবর্ষ আইডিয়া' প্রতিযোগিতার আয়োজন করে। মোট ১০টি ক্ষেত্রে সারা দেশ থেকে প্রায় ১২০০ আইডিয়ার ভিতর যাচাই করে প্রথম ধাপে ৩৫৬ টি আইডিয়া সিলেক্ট হয়। পরবর্তীতে আবারও বিভিন্ন তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে সেরা ১০০ সিলেক্ট করা হয়। সেরা ১০ টিমকে ১০ লক্ষ ও বাকি ৯০টি টিমকে ২০ হাজার টাকা করে পুরস্কার দেয়া হবে।
এমএসএম / এমএসএম
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
Link Copied