উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ টিমের মাদারীপুরের শিবচরের বিভিন্ন স্থান পরিদর্শন
![](/storage/2021/December/TB4Z3OjJ8HuIKUOQ3ccC7nptEjgdSmU4NK9rg8l5.jpg)
সায়েন্স সিটিসহ নতুন নভোথিয়েটারের জায়গা নির্ধারণে শনিবার (১১ ডিসেম্বর) মাদারীপুরের শিবচরের বিভিন্ন স্থান পরিদর্শন করেছে দেশের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ টিম। চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে নভোথিয়েটারের মহাপরিচালক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলটি পদ্মা সেতুসংলগ্ন জেলার শিবচরের ভৌগলিক গুরুত্ব তুলে ধরে এ এলাকায় সায়েন্স সিটি স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। প্রতিনিধি দলটি শনিবার সকাল থেকে ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়েসংলগ্ন মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচরসহ বিভিন্ন এলাকায় সায়েন্স সিটি নির্মাণের লক্ষ্যে জায়গা পরিদর্শন করেন।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের মহাপরিচালক ড. মো. আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মেজবাহ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক এসএম মাহবুব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুস সাত্তার, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. সমীরন মিস্ত্রী, স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি ড. আবু আশরাফ দেওয়ান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের পরিচালক (চলতি দায়িত্ব) ড. নায়মা ইয়াসমীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের উপ-পরিচালক ড. শফিকুল ইসলাম সরকার, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন তোতা খান, শিবচর প্রেসক্লাবের সভাপতি একেএম নাসিরুল হক, সাধারণ সম্পাদক শংকর ঘোষ, যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, সাধারণ সম্পাদক মো. খায়রুজ্জামান খান প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিন চীফ হুইপ ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়ে সংলগ এলাকায় বঙ্গবন্ধু নভোথিয়েটার এর সম্ভাব্য জায়গা পরিদর্শনসহ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড- লিটন চৌধূরী স্কায়ার, ইলিয়াস আহমেদ স্মৃতি পাঠাগারের স্থান, শিবচর ডায়াবেটিস হাসপাতালের স্থান, রবীন্দ্র সরেবর, লালন মঞ্চ, চৌধূরী ফিরোজা বেগম অডিটরিয়ামসহ গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। পরে দ্বিতীয়খন্ড ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো: রেজাউল করিম তালুকদার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ও বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরন অনুষ্ঠানে যোগদান করেন। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অপরদিকে এন আর বি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, শিবচর উপ-শাখার পক্ষ থেকে শিবচর ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া চৌধূরীর (মিতা চৌধূরী) কাছে এন আরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ফরিদপুরের ভাঙ্গা শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল হালিম শিবচর ডায়াবেটিস হাসপাতালে জন্য ১০.০০ (দশ) লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। এ-সময় উপস্থিত ছিলেন শিবচর উপশাখার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলামসহ সাংবাদিক বৃন্দ।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, সায়েন্স সিটিসহ নতুন নভোথিয়েটারের জন্য জায়গা নির্ধারনের কাজ শুরু হয়েছে।
দেশের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ টিম শনিবার দুপুরে শিবচরের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন।
প্রতিনিধি দলের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মেজবাহ উদ্দিন বলেন, পদ্মাসেতু হওয়ার কারনে বর্তমানে শিবচর একটি গুরুত্বপূর্ন স্থান। এ অঞ্চলে ধীরে ধীরে মানুষের আনাগোনা বাড়বে। মানুষের সুস্থ্য বিনোদন ও শিক্ষনীয় বিষয়গুলি চিন্তা করে সাইন্স সিটি ও বঙ্গবন্ধু নভোথিয়েটারের জন্য আমরা এ এলাকা দেখতে এসেছি। এখানে দেশের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞরা এসেছেন। অতিরিক্ত সচিব ড. মেজবাহ উদ্দিন আরো বলেন, সায়েন্স সিটিসহ নতুন নভোথিয়েটারের জায়গা নির্ধারনে আমরা আজ শনিবার মাদারীপুরের শিবচরের বিভিন্ন স্থান পরিদর্শন করেছি। এ ব্যাপারে শিঘ্রই পদক্ষেপ গ্রহ করা হবে।
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রতিনিধি দলটিকে স্বাগত জানিয়ে ও পদ্মা সেতুকে ঘিরে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরে বলেন, আশাকরি পদ্মা সেতুর পাড়ে এখানে সাইন্স সিটি গড়ে উঠবে। একই সাথে স্বাস্থ্য ও শিক্ষাকে সামনে নিয়ে আমরা পদ্মা সেতুর পাড়ে শিবচরসহ এ এলাকায় বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। এখানে দক্ষিনাঞ্চলের শিক্ষার্থীরাসহ সারাদেশের শিক্ষার্থীরা যুগোপযোগী শিক্ষার সুযোগ পাবে।
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি আরো বলেন শেখ হাসিনা নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির উপর নির্ভর করে দেশের আগামী প্রজন্ম এগিয়ে যাবে। পদ্মা সেতু চালু হওয়ার পর মাদারীপুরের শিবচর হবে দেশের মধ্যে একটি শিক্ষা ও স্বাস্থ্য নগরীর আধুনিক শহর। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা আজ পদ্মা সেতু সংলগ্ন জেলার শিবচরের ভৌগলিক গুরুত্ব তুলে ধরেন। শিবচর এলাকায় সাইন্স সিটি স্থাপনের উপর গুরুত্বারোপ করেন। তাই পদ্মাসেতু সংযোগ ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়ে সংলগ্ন শিবচর উপজেলার সন্নাসীরচরসহ বিভিন্ন এলাকায় সাইন্স সিটি নির্মানের লক্ষে জায়গা পরিদর্শন করেন।
এমএসএম / জামান
![](/storage/2025/February/rOBnZDqLZvlrMBpjLYmkxzCx4JTS5ZBLaUqphUw9.jpg)
বাবার শেষ চিহ্ন টুকু ফিরিয়ে দেয়ার আকুঁতি আজীম অননের
![](/storage/2025/February/mtinsDiENoroMzS4uj93FA0BVyMIBIh7jr67Qvpn.jpg)
ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা থেকে মিলল ২লাখ২০হাজার ইয়াবা
![](/storage/2025/February/HcCUCJZE1Carcb6iAhfUQiBsmB1o7K92MCNSBYoT.jpg)
চট্টগ্রামে কেজিডিসিএল'র তিন শতাধিক অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
![](/storage/2025/February/5yV8x4wxIHQYjyvXUcufUNIu58AAzzfn6reqMElX.jpg)
তিলকপুরের সেই মাঠেই ফুটবল খেললো নারীরা
![](/storage/2025/February/KjOTwbDRlucv8EYSKoYGpgFC6eAHRR8OejTYBIoU.jpg)
মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
![](/storage/2025/February/bhBkr62KMvrMdQrb74uCjE06tCEOIkeykywMa44u.jpg)
২৪ গণবিপ্লবের চেতনা বিরোধী ধারায় দেশকে নিয়ে যাবার ষড়যন্ত্র রুখে দিতে হবে : মুহাম্মদ শাহজাহান
![](/storage/2025/February/b3qQ72hejkMjmx79E9g6SzoUe6LnWWFcXjNFSJ1L.jpg)
মোবাইল কোর্টের অভিযান
![](/storage/2025/February/A4OZ1xIqmFNHPFJ1o4CjxfsDQH2qqxuWpMRu2J2l.jpg)
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে যখম অতঃপর থানায় মামলা
![](/storage/2025/February/byOGmsOVjIexyirk1rkkIZypICcjLbXHAj3cMBQw.jpg)
রায়পুরে পাবলিক লাইব্রেরীর দ্বিতীয়তলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান খাঁন
![](/storage/2025/February/z1a12AuBEzHEySV20dpfJ85Dzan6zrJADu7LDtvO.jpg)
গোদাগাড়ীতে বাঁশঝারের নিচ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
![](/storage/2025/February/WLBAaVa6mmwYCLNKXFQMTnRHktBfaCp26e7GyLH2.jpg)
দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে উদযাপন
![](/storage/2025/February/fJgji2IuMAXmxEMFuIFVRrJ7OxcMr0E6sfPk1mBe.jpg)
বকশীগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
![](/storage/2025/February/SrYKB6PzFsSxJu7EMVrzwBM6bvxMsmEyuVA6ZDlQ.jpg)
পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকদের সমস্যা একইঃ পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহাম্মেদ মারুফ
Link Copied