জাবিতে বঙ্গবন্ধুর অবদান ও কৃতিত্ব শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার অবদান ও কৃতিত্ত্ব নিয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এন্ড হিজ লিগ্যাসি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামে উপস্থিত অতিথিদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান এমপি।
এসময় ড. ফারজানা ইসলাম বলেন, "এই বছরটি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, আমাদের স্বাধীনতার পঞ্চাশবর্ষ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরও পঞ্চাশতম বর্ষ। বঙ্গবন্ধু তার এই ক্ষুদ্র জীবনে কি করেননি? একটি দেশ, একটি জাতিকে স্বাধীনতা দিয়ে গেছেন, সংবিধান দিয়ে গেছেন। তিনি আজ আমাদের মাঝে না থাকলেও, তাকে কাজে কর্মে আমরা স্মরণ করছি। আমরা নারীরা মুজিব কোট হয়তো পরি না, কিন্তু বঙ্গবন্ধুকে, তার আদর্শকে অন্তরে ধারণ করি।"
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী আব্দুল মান্নান বলেন, ‘বাংলা, বাঙালী, বাংলার ইতিহাস এবং সর্বশ্রেষ্ঠ চরিত্র বঙ্গবন্ধুকে নিয়ে জানতে ও শুনতে আগ্রহী আমি। বাংলাদেশ এমন একটি পর্যায়ে এসেছে, এখন আমাদের সময় এসেছে কাজ করার, নির্জীব নিষ্প্রাণ হয়ে বসে থাকার সময় এটি নয়। আর এই সুযোগ যিনি করে দিয়েছেন, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের স্বপ্নদ্রষ্টা।’
সম্মেলনে ভারতের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার দাস বলেন, "আমি এই দুদিনব্যাপী আলোচনাচক্রে ভারত থেকে আসতে পেরে এবং অংশগ্রহণ করতে পেরে আনন্দবোধ করছি। আমি এমন একজন ব্যক্তির জন্য এখানে এসেছি, যিনি শুধু বাংলাদেশের স্রষ্টায় নন, একই সাথে একজন আন্তর্জাতিক মানের রাজনৈতিক নেতা ছিলেন। একটি দেশ ও জাতির স্রষ্টা হিসেবে বঙ্গবন্ধুকে নিয়ে খুব কমই গবেষণা হয়েছে। আমি মনে করি, আন্তর্জাতিক অঙ্গনে নব্যসৃষ্ট বাংলাদেশকে পরিচিত করতে বঙ্গবন্ধুর যে অবদান, তা প্রচারে খামতি রয়ে গেছে। এসব বিষয়ে ভাবার প্রয়োজন আছে।"
উক্ত কনফারেন্সে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. পবিত্র সরকার, সাবেক উপ-উপাচার্য, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ভারত।
এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীম রেজা, ইতিহাস বিভাগের সভাপতি ড. মোঃ মুজাহিদুল ইসলাম, প্রত্নতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. জয়ন্ত সিংহ রায় উপস্থিত ছিলেন।
দুইদিনব্যাপী কনফারেন্সটি ১৩ ডিসেম্বর সোমবারে সমাপ্ত হবে। এ কনফারেন্সে বঙ্গবন্ধুর উপর ১০২ টি গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে। এতে অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, কানাডা, জার্মানি ও সুইডেনের খ্যাতিমান গবেষকগণ।
এমএসএম / এমএসএম

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ
