ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

বিজয় দিবসে সাটুরিয়ার মুক্তিযোদ্ধাদের আক্ষেপ!


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৬-১২-২০২১ দুপুর ৪:১৫
বামে  ইউএনও অফিসের পিয়ন শওকত হোসেন ও ভূমি অফিসের লাইটগার্ড সোহরাব হোসেন। ডানে মাস্কপড়া মুক্তিযোদ্ধা
বামে ইউএনও অফিসের পিয়ন শওকত হোসেন ও ভূমি অফিসের লাইটগার্ড সোহরাব হোসেন। ডানে মাস্কপড়া মুক্তিযোদ্ধা
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূর্বণজয়ন্তী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী যখন লাল সবুজের পোষাকে শহিদ বেদিতে ঘুরছিল তখন মুক্তিযোদ্ধারা আক্ষেপ করে বলেন, হায়রে দেশ!স্বাধীন করেছি আমরা আর লাল সবুজের পোষাক পরে কারা। আমাদের নামে টাকা উত্তোলন করে ওই টাকার পোষাক পরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অথচ আমরা পাইনা! বিষয়টি নিয়ে শহিদ বেদিতে আসা মানুষের সমালোচনার মুখে পরে প্রশাসন।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এমন ঘটনা ঘটেছে। এর আগে সকাল ৭ টায় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা ও উপজেলা পরিষদ শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে সাটুরিয়া থানা পুলিশ, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও সাটুরিয়া প্রেসক্লাব সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।এসময় প্রশাসন প্রধানদের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীর গায়ে লাল সবুজ পাঞ্জাবী ও নারী কর্মকর্তাদের লাল সবুজের শাড়ী পড়া দেখে আক্ষেপ করেন মুক্তিযোদ্ধারা। সমালোচনার ঝড় উঠে সাধারণ মানুষের মুখে।
 
সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা মোঃ হাছান মিলিটারি বলেন, দেশ স্বাধীন করেছি আমরা। উপজেলা প্রশাসন ওই লাল সবুজের পাঞ্জাবী ও শাড়ী দিবে মুক্তিযোদ্ধাদের। এখানে এসে দেখে মনে হয় প্রশাসনের তারাই দেশ স্বাধীন করেছে। আমরা এখন আমজনতার কাতারে। আমরা কোন দেশে বাস করি। স্বাধীনতার সূর্বণ জয়ন্তীতে এ দৃশ্য দেখে আমরা লজ্জিত।
 
সাটুরিয়া উপজেলা সাবেক কমান্ডার আ.খ.ম নূরুল হক বলেন, বাংলাদেশ চত্তরে যখন ভোরে শহিদ বেদিতে ফুল দিতে আসি তখন প্রশাসনের গায়ে লাল সবুজের দৃশ্য দেখে খুব সুন্দর লাগছিল। কিন্তু ওই পোষাকতো আমাদের টাকায়। তাহলে কেন একজন মুক্তিযোদ্ধাকে ওই লাল সবুজের পোষাক দেওয়া হল না। দেশতো আমরা স্বাধীন করেছি। আমাদের নামে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলে তারা। ওই চাঁদার টাকা থেকে প্রতি বছর মুক্তিযোদ্ধাদের নামমাত্র উপঢৌকন দেওয়া হয়। তবে এরপর থেকে কোন মুক্তিযোদ্ধা আর কোন উপঢৌকন নেবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
 
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা বলেন, সাটুরিয়া অফিসার্স ক্লাবের পক্ষ থেকে এসব লাল সবুজের পাঞ্জাবী ও শাড়ী কেনা হয়েছে। মুক্তিযোদ্ধাদের আক্ষেপের কথা জানতে চাইলে তিনি বলেন, তাদের জন্য ক্রেষ্ট ও চাদর দিয়েছি। মুক্তিযোদ্ধাদেরকেও সম্মানিত করা হয়েছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান