রায়গঞ্জে স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের শীত বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। ডুমরাই বাঐখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৮ ডিসেম্বর শনিবার ১১ টায় শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভার আলোচনা করা হয়।
স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের প্রতিষ্ঠা এস এম বাহাদুর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আলহাজ নুরুল ইসলাম উজ্জল, সাংবাদিক এম. আবদুল্লাহ সরকার, স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান, সাংবাদিক আব্দুল আলিম, প্রধান শিক্ষিকা মাজেদা বেগম,আসাদুজ্জামান মাখন, জেলার ব্লাড ডোনার সোসাইটির সভাপতি শুভ সরকার, জাহানারা তোজাম্মেল ফাউন্ডেশনের মডারেটর মোঃ ইউসুব আলী, আব্দুল হালিম খাঁন, ফারুক খাঁন, প্রমুখ অনুষ্ঠানে অসহায় দুঃস্থদের মাঝে কে.আর ফ্যামিলি উল্লাপাড়া সিরাজগঞ্জ এর অর্থায়নে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম