ঢাকা বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

পঞ্চগড়ে বিচারকের বিরুদ্ধে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ভেঙ্গে জমি দখলের অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৯-১২-২০২১ দুপুর ৩:৫৮

পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের উপস্থিতিতে বিচারকের (জজ) বিরুদ্ধে বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও শ্রেনীকক্ষ ভেঙে দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে। বগুড়ার প্রশাসনিক ট্রাইবুন্যালের জজ শরনিম আকতার পাপড়ি ও আটোয়ারী থানা পুলিশের উপস্থিতিতে রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের দখলে থাকা জমির উপর নির্মিত সীমানা প্রাচীর ও একটি শ্রেনীকক্ষের চার ফিট ওয়াল ভেঙ্গে দিয়ে দখল করে নেয়। অদৃশ্য কারণে এ সময় পুলিশও ছিল নির্বিকার।

তিনি তার প্রশাসনিক কর্মকতার খায়রুল ইসলাম স্বাক্ষরিত একটি নোটিশ দিয়েছেন প্রধান শিক্ষককে। এই নোটিশে উল্লেখ ছিল ১৫ দিনের মধ্যে স্থাপনা অপসারণের জন্য বলা হয়। এই নোটিশে কোন দিন তারিখ উল্লেখ ও আইনগত ভিত্তি নেই বলে এলাকাবাসীর অভিযোগ। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা শনিবার সকালে মানববন্ধন করতে বিদ্যালয়ে আসে কিন্তু প্রধান শিক্ষক মানববন্ধন করতে দেয়নি।

শনিবার সরেজমিনে গিয়ে জানা যায়, ১৯৯১ সালে ওই জজের পিতা তসলিমউদ্দিন প্রধান ও মাহাবুব রহমানের দানকৃত জমিতে বিদ্যালয়টি স্থাপিত হয়। তসলিমউদ্দিন প্রধান বিদ্যালয়ের নামে জমি রেজিস্ট্রশন করে না দিলে, তার মেয়ে সুকৌশলে ২০১৪ সালে তার ও ভাইদের নামে দানপত্র রেজিষ্ট্রি করে নেন। গত ২৫ মার্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৎকালীন পরিচালনা কমিটির সভাপতি ২৮ শতক জমির মধ্যে ২০.৫ শতক বদল করে বাকী ৪.৫ শতক জমি বিদ্যালয়ের প্রাচীর ঘেষে দিতে সমঝোতা হয়। বাকী তিন শতক জমি বিদ্যালয়ের নামে দান করার কথা স্বীকার করেন জজ শরনিম আকতার। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমি দিতে না চাইলে শুক্রবার দুপুরে বগুড়ার প্রশাসনিক ট্রাইবুন্যালের জজ শরনিম আকতার পাপড়ি প্রধান শিক্ষককে তার বাড়িতে ডেকে নিয়ে বসিয়ে রাখেন। এদিকে আটোয়ারী থানা পুলিশের নিরাপত্তা নিয়ে বিদ্যালয়ের সীমানা প্রাচীরসহ নবম শ্রেনীর কক্ষটির কয়েক ফিট ভেঙ্গে ফেলেন। তবে পুলিশের চোখের সামনে অন্যায় হলেও কোন কিছু বলেননি তারা। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের বিরাজ করছে। বিদ্যালয়টির পাশে প্রধানপাড়ায় তার গ্রামের বাড়ি। বর্তমানে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায় বসবাসকারী তসলিম উদ্দিনের মেয়ে বগুড়ার প্রশাসনিক ট্রাইবুনালের জজ ও আটোয়ারী পুলিশের উপর শিক্ষার্থী ও অভিভাবকদের চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তবে অবৈধভাবে প্রাচীরসহ শ্রেনীকক্ষ ভেঙ্গে জমি দখলের বিষয়ে প্রধান শিক্ষক কোথাও কোন লিখিত অভিযোগ করেননি। তবে শনিবার এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন করার প্রস্তুতি থাকলেও দুইদিন সময় চেয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলামকে ওই জজের পিতা তসলিমউদ্দিন মুঠোফোনে বিষয়টি বড় না করার জন্য বলেন। এজন্যই অপেক্ষা করছি বলে জানান বিদ্যালয় পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব হোসেন বলেন, একটা সমঝোতা হয়েছে ঠিক। কিন্তু উনি নিজের জমি দাবি করে বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও একটি শেণিকক্ষের দেয়াল ভেঙ্গে ফেলেন পুলিশের উপস্থিতিতে। উনার বাবা এই জমিটি বিদ্যালয়কে দান করেছিলেন কিন্তু রেজিস্ট্রি করা হয়নি। উনার নামে নাকি এই জমিটা দানপত্র করা হয়েছে। এটার সুযোগ নিয়ে তিনি এটা করেছেন। তবে দুই দিনের মধ্যে সমঝোতা হওয়ার কথা থাকায় মানববন্ধন করতে দেওয়া হয়নি বলে তিনি স্বীকার করেন।

পুলিশের উপস্থিতিতে বিদ্যালয়ের শ্রেনীকক্ষসহ প্রাচীর ভাঙ্গার বিষয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান মুঠোফোনে জানান, আমাদের কাছে চিঠি আছে ওই জেলা জজকে নিরাপত্তা দেয়ার। এ জন্যই পুলিশ সেখানে ছিল। দেয়াল ভেঙ্গে বিদ্যালয়ের জমি দখলের জন্য পুলিশ জড়িত নয়। তবে ক্যামেরায় কোন বক্তব্য দিতে রাজি হননি তিনি।

বিদ্যালয়ের প্রাচীরসহ শ্রেনীকক্ষ ভেঙ্গে জমি দখলের বিষয়ে বগুড়ার প্রশাসনিক ট্রাইবুন্যালের জজ শরনিম আকতার এক কর্মচারীর মুঠোফোনের মাধ্যমে ওটা নিজের জমি দাবি করে জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সমঝোতা করার পর প্রাচীরসহ শ্রেনীকক্ষের চারফিট ভাঙ্গা হয়েছে। নতুন করে সীমানা প্রাচীর নিমার্ণের জন্য আমি ২৫ হাজার টাকাও দিতে চেয়েছি। পরে তিনি রবিবার সকালে মুঠোফোনে একই কথা বলেন।

তসলিমউদ্দিন প্রধানের স্ত্রী আক্তারা বানুর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এখন তাঁর (তসলিমউদ্দিন) স্মৃতিভ্রম হয়েছে। তিনি কথা বলতে পারেন না। এই মুঠোফোনে তার মেয়ে শরনিম আকতার আবার একই কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির আহবায়ক ও আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম জানায়, বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক, আইনের মানুষ হয়ে কিভাবে তিনি বিদ্যালয়ের প্রাচীরসহ শ্রেনীকক্ষ ভেঙ্গে ৪ ফিট জমি নেয়? উনি যে প্রক্রিয়ায় গেছেন। এটি আসলে ঠিক হয়নি। আশা করছি দুই দিনের মধ্যে বিষয়টির সমাধান করা হবে। 

এমএসএম / প্রীতি

চুরি করে আনা প্রাইভেট কারে ছিল বিপুল পরিমান মাদক

বিগত সরকারের শাসনামলের ১৫ বছর আতঙ্কের ভিতর কাটিয়েছিঃ অভি

ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা খোকন গ্রেফতার

মেডিক্যাল চান্স পাওয়া পাবনার শিক্ষার্থী মেঘলার সব দায়িত্ব নিলেন পাবনার জেলা প্রশাসক

উলিপুরে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

গলাচিপায় নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মান্দায় ভারতীয় জাল রুপিসহ আ.লীগ নেতা আটক

সিলেটে ২ দিনে ১ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ

চন্দনাইশে আটককৃত পাহাড়ি সন্ত্রাসীদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে দ্রুত পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণ ও চিকিৎসায় ভোগান্তি বন্ধে মানব বন্ধন

আপনারা নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে, যারা পারবে তাদের পথ সুগম করেন: দুদু

খানসামায় নদীর বালু হরিলুট করছে ইউপি সদস্য