মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নুরুল
অভিনব কৌশলে হত্যার উদ্দেশ্যে হামলা করার অভিযোগ ওঠেছে সাতকানিয়ার উত্তর ঢেমশার ৪নং ওয়ার্ডের মৃত আব্দুস শুক্কুরের ছেলে নুরুল আলমের উপর।
আহত নুরুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথো পাঞ্জা লড়ছে।আজ ২২শে ডিসেম্বর( বুধবার) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলার ২৬নং বেডে সরেজমিনে গিয়ে এই তথ্যের দেখা মিলে।
আহত নুরুল আলমও স্থানীয়সুত্রে জানাযায় গেলো- ১১ই ডিসেম্বর ভোর রাতে পরিকল্পিত ভাবে নুরুল আলমকে তার বসত বাড়ি থেকে ডেকে হত্যা করার কু-মানষে সামাজিক আধিপত্যের নেতৃত্বের রেষ টেনে অমানবিক নির্যাতন চালিয়ে দূর্বৃত্তরা পালিয়ে গেলেও একজনকে স্থানীয়রা হাতে নাতে ধরে পার্শ্ববর্তী পুলিশ তদন্তকেন্দ্রের হেফাজতে দিয়ে দেয়া হয়।
হেফাজতে থাকা ব্যক্তিসহ আব্দুস সালাম,ইমন,হারুন,কায়ছার,ফয়সাল,শাহআলম,আব্দুস সোবানসহ মোট ৭জনের বিরুদ্ধে আহত নুরুল আলম বাদী হয়ে সাতকানিয়া থানায় ঘটনার ২দিন পরে একটি লিখিত অভিযোগ দায়ের করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য চলে আসে।এদিকে আহত নুরুল আলম ক্ষোভের সুরে আরো বলেন ঢেমশা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই নুরুল আলম তাকে(জনতার হাতে ধৃত দূর্বৃত্ত) ছেড়ে দেয়।অন্যদিকে থানায় জমা দেয়া অভিযোগটি এখনো এজাহার হিসেবে রেকর্ডও করা হয়নি।
অপরদিকে সাতকানিয়ার উত্তর ঢেমশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নুরুল আলম বলেন -ছেড়ে দেয়া ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবুও তার গাড়ী রেখে দিলাম পরে তদন্ত সাপেক্ষে ছেড়ে দেয়া ব্যক্তিকে আবার ডাকা হবে সমস্যা নেই।গাড়ী আটক রেখে ব্যক্তি ছেড়ে দেয়ার বিষয়ে পাল্টা প্রশ্ন করা হলে তিনি জানান উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশেই গাড়ী আটকিয়ে তাকে ছেড়ে দিলাম।
আর তাকে আটকও করা হয়নি তবুও গাড়ী রাখলাম যাতে ডাকলে সে আসে।এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যাওয়া নুরুল আলমের ভাই গনমাধ্যকে জানান হত্যার উদ্দেশ্যে হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে উত্তর ঢেমশার নুরুল আলমের জীবন প্রদীপ, আমরা এটার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা চাই।
এমএসএম / এমএসএম
নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা
মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম
নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা
শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক
আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি
সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা