মাদারীপুরে আগুনে ৫ টি দোকান ভস্মীভূত, প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি

মাদারীপুরে আগুনে ৫ টি দোকান ভস্মীভূত হয়েছে।এসময় আগুন পুড়ে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর ) দিবাগত রাত ৯টার দিকে মাদারীপুর শহরের ঐতিহ্যবাহী পুরান বাজার এলাকার তোশক পট্টিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এতে খোকন ফকির, মহিদ খলিফা,ছত্তর আকনের মালিকানাধীন লেপ তোষকের দোকান, আশরাফ মিয়ার মাইক ও ব্যাটারির দোকান ও সেরজন হাওলাদার নামে এক ব্যক্তির সেনেটারীর দোকানসহ পাশে অবস্হিত মুক্তনগর মাদ্রসার দুটি রুম পুড়ে যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, রাতে পুরান বাজার এলাকায় আশরাফ মিয়ার মালিকানাধীন সুমন মাইক সার্ভিস নামক একটি দোকানের এর শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়।কিছুক্ষণের মধ্যই আগুনের লেলিহান শিখা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।তখন উপস্থিত লোকজন ও ব্যবসায়ীরা জরুরী সেবা নম্বর ৯৯৯ এ কল দেন।
খবর পেয়ে , মাদারীপুর ও শরিয়তপুরের ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং রাত ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষনে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। এসময় আশপাশের বেশ কয়েকটি দোকানের মালামাল নিরাপদ স্থানে সরাতে গিয়েও বেশ ক্ষয়ক্ষতি হয়।
আবদুল লতিফ নামে এক প্রত্যক্ষদোষী জানান,রাতে আমি বাজারে আসি।পরে দেখি কয়েকজন ব্যবসায়ী চিৎকার করছে। তখন আমরা এগিয়ে দেখি দোকানের মধ্য থেকে আগুন বের হচ্ছে। তখন আমি ৯৯৯ এ কল দেই।"
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোফাজ্জেল হোসেন জানান,"আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ২ টি ইউনিট এখানে চলে আসি।পরে বেশি আগুন দেখে আমরা শরিয়তপুর ও রাজৈর ফায়ার সার্ভিসকে খবর দেই।রাজৈর ফায়ার সার্ভিসের আসতে দেরি হওয়ায় ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসলে আমরা তাদের পথে থেকেই ফিরিয়ে দেই। এখন আগুন নিয়ন্ত্রণে। কোন সমস্যা নেই।"
মাদারীপুর সদর মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম জানান, রাত ১১ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।এখনো পুরোপুরি ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।কার কি পরিমান ক্ষতি হইছে তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কমিটি গঠন ও ত্রাণ বিতরণ

দাউ দাউ করে জ্বলছে আগুন, ভবন ধসে পড়ার আশঙ্কা

দুর্গাপুরের দুর্জয়, পেলেন জাতীয় পর্যায়ে স্বর্নপদক

তারাগঞ্জে সরকারি ওষুধ পচারের সময় ফার্মাসিস্টসহ আটক -২

দাবি আদায় না হলে শিক্ষকরা ঘরে ফিরবে না

এইচএসসি পরীক্ষায় একই বাড়ির ৩ শিক্ষার্থীর সাফল্য

নন্দীগ্রামে ইঁদুর মারার বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

বেনাপোল ঘুষের টাকাসহ আটক রাজস্ব কর্মকর্তা শামীমা বরখাস্ত

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জোড়া মৃত্যু লাশ এসেছে এলাকায় শোকের ছায়া

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জনসভা অনুষ্ঠিত

গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শ্যামনগরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন

পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষরোপণ
Link Copied