লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচার প্রচারণা তুঙ্গে
নড়াইলের লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারনা এখন তুঙ্গে। নির্বাচন পূর্ব সহিংসতা ও কম নয়। এছাড়া যে কোন মুল্যে নৌকার প্রার্থী বিজয়ী হতে মরিয়া বলে অভীযোগ-স্বতন্ত্র প্রার্থী নাজির এবং নজরুল সিকদারসহ আরো কয়েক জন চেয়ারম্যান প্রার্থীর।
নড়াইলের লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভোটের দিন যতই এগিয়ে আসছে ইউনিয়নগুলোতে উত্তেজনা ততই ছড়াচ্ছে। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ আক্রমণ ও করছেন। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে ভোটারদের নিরাপত্তা দিতে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জেলা প্রশাসকদের এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও চেষ্টা করে যাচ্ছে।
প্রতিদন্দী চেয়ারম্যান পদ প্রার্থী স্থানীয় সূত্র থেকে জানাগেছে, নড়াইলের শালনগর ইউনিয়নে কিছু বিচ্ছিন্ন ঘটনা হলেও এখন শান্তিপুর্ন প্রচার প্রচারনা চলছে। তবে লোহাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সিকদার নজরুল ইসলামের নির্বাচনী কার্যালয়ে হামলা ভাংচুর করার অভিযোগ উঠেছে আওয়ামীলীগের মনোনিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে,এ বিষয়ে বিচার দাবী করে মানববন্ধন ও করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৯ডিসেম্বর রাত ৮টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সিকদার নজরুল ইসলাম তার কর্মীসমর্থকদের নিয়ে কালনা বাজারে নিজের কার্যালয়ে মিটিং করছিলেন। এ সময় ৩০/৪০জনের একটি সন্ত্রাসী বাহিনী ধারালোয়াস্ত্র লাঠিশোঠা নিয়ে স্লোগান দিতে দিতে বিনা উস্কানিতে তাদের উপর চড়াও হয়।এসময় তারা আনারস প্রতিকের কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালায়। ২০/২৫ মিনিটব্যাপি তান্ডব কালে তারা নজরুল সিকদার এর কার্যালয়ের চেয়ারম্যান ও আসবাব গুড়িয়ে দেয়াসহ অন্তত ১০/১২টি মটর সাইকেল ভাংচুর ও ক্ষতি সাধন করে। ছিন্নভিন্ন করে চেয়ার ব্যানার পোষ্টার। হামলাকারিদের লাঠিশোঠার এলোপাথাড়ি আঘাতে এ সময় কমপক্ষে ৫ জন আহত হলে আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। খবরপেয়ে ডিবি ও লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে নলদী ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর হোসেন বিশ্বাস ও আওয়ামী লীগের বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান আবুল কামাল আজাদ পাখির সমর্থকদের মধ্যে মিঠাপুর বাজারে ও সহিংসতার ঘটনা ঘটে। এতে আহতদের নড়াইল সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছেন, নৌকা ও নৌকার বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ভোটের মাঠের আধিপত্য নিয়ে বিরোধ সংঘর্ষে রুপ নেয়। মিঠাপুর বাজারে দেশীয় অস্ত্র নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়ালে উভয়পক্ষে অন্তত ৮জন আহত হয়।আহতদের মধ্যে ৩নজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সময় নৌকার প্রতিপক্ষ আনারস প্রতীকের কয়েকটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
শালনগর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থী মো. হামিদ ফকিরের'৪৫ উপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়। হামলার শিকার হামিদ শালনগর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী। তিনি নওখোলা গ্রামের বাসিন্দা। তাঁকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় সাতটার দিকে উপজেলার শালনগর গ্রামে এ ঘটনা ঘটে। আগামী ২৬ ডিসেম্বর এ ইউপির নির্বাচন।হামিদ ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। হামলায় তাঁর বাম হাতের কবজি ও কনুই থেকে ভেঙে গেছে। হাতে, পায়ে ও পিঠে আঘাত করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, শালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খোকন শেখের চায়ের দোকানে হামিদ ফকিরসহ কয়েকজন বসে চা খাচ্ছিলেন। তখন নৌকা প্রতিকের সমর্থকরা ২৫-৩০ জন রড ও লাঠিসোঁটা নিয়ে হামিদ ফকিরের ওপর অতর্কিত হামলা করে। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরআগে ইতনা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামানকে প্রকাশ্যে দিবালোকে হত্যা প্রচেষ্টা চালায়। এখনও মনিরুজ্জান ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় আছে ।পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি!
লোহাগাড়া উপজেলার ১২ ইউনিয়নের ২টিতে ইতোমধ্যে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে।এ'ইউনিয়ন ২টি হলো জয়পুর ও নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদ।বাকি ১০ টি ইউনিয়নের প্রায় সবকটি কমবেশি ঝুকিপূর্ণ।এরমধ্যে সব থেকে ঝুকিপূর্ণ ইউনিয়ন লোহাগাড়া,লাহুড়িয়া, নলদী, ইতনা।এ'কয়টি ইউনিয়নে যে কোন মুল্যে বিজয়ী হতে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী বাহিনী বেড়েছ। সতন্ত্র প্রার্থী মো নাজির ও আবুল কাশেম এবং কোটাকোল ইউনিয়নে সেলিমুজ্জামান মোল্যা নিয়মিত মটরসাইকেল শোডউন করে চলেছন। বসে নেই মেম্বর ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীরা ও মাঠ চষে বেড়াচ্ছে।
সাধারন জনগনের আশা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে নিজনিজ প্রার্থী বিজয়ী হতে পারবে।
লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ জসিম উদ্দিন বলেন,-আমাদের কাছে বিভিন্ন ইউনিয়নের প্রার্থীরা অভিযোগ করছেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। শান্তিপূর্ণ ভোট গ্রহনের লক্ষে আমরা জেলা প্রশাসন, উপজেলা জেলা প্রশাসন ও আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী যৌথভাবে কাজ করছি। আশা করছি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হবে।
লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন,- কয়েকটি ইউনিয়নে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে বিষয়টি জানার পরই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।পুলিশ সুপার ও ২জন অতিরিক্ত পুলিশ সুপার সার্বক্ষনিক বিষয়টি পর্যবেক্ষন করছেন এবং নিয়মিত খোঁজখবর রাখছেন। থানার পুলিশের সাথে ডিবি পুলিশও কাজ করছে। উপজেলার ১২টি ইউনিয়নে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট গ্রহনের জন্য আমরা নিরলসভাবে কাজ করে চলেছি।
এমএসএম / এমএসএম
নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা
মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম
নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা
শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক
আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি
সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা
শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বাড়াতে দিনব্যাপী গণপ্রচারনা
Link Copied