ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

সীতাকুণ্ডে ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১২-২০২১ দুপুর ১১:৪৫

সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নে মনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১ ইউপি সদস্যসহ ৪ জনকে আসামি করে চট্টগ্রাম আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন আইনে  মামলা দায়ের করেছে। ২৭ ডিসেম্বর সোমবার রাতে মামলাটি সীতাকুণ্ড মডেল থানায় সংযুক্ত করা হয়। মামলায় আসামীরা হলেন কুমিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড নিউ রাজাপুরের মৃত এবাদুক হক সোহানীর ছেলে আব্দুল মতিন (৪২), একই এলাকার মৃত সোলতান আহম্মদের ছেলে মো. আলাউদ্দিন (৪৫), মৃত সৈয়দ আহমদের ছেলে মহিউদ্দিন মনি (৪২), মৃত শফি উল্লাহর ছেলে দেলোয়ার হোসেন স্টার (৪৫)।  মো. আলাউদ্দিন স্থানীয় ইউপি সদস্য বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশি হওয়ার সুবাদে মামলার ১ নং আসামী আব্দুল মতিন ভুক্তভোগী নারী মনোয়ারা বেগমের বাড়িতে প্রায় যাতায়াত করত। একসময় আব্দুল মতিন মনোয়ারা বেগমের উপর লোলুপ দৃষ্টি দেয় এবং পরিবারের অন্য সদস্যদের অগোচরে তাকে কু-প্রস্তাব দেয়। প্রস্তাবে সাড়া না দেয়ায় আব্দুল মতিন মনোয়ারা বেগমকে এসিড ছুড়ে মারা, দেখে নেয়া, জোরপূর্বক ধর্ষণ করাসহ প্রাণনাশের হুমকি দিতে থাকে। একপর্যায়ে  গত ২৭ নভেম্বর সন্ধ্যা ৬টা নাগাদ আব্দুল মতিন মামলার ২ নং আসামী মোঃ আলাউদ্দিন, মহিউদ্দিন মনি ও দেলোয়ার হোসেন স্টারকে নিয়ে মনোয়ারা বেগমের ঘরে ঢুকে পড়ে। বাড়িতে কেউ না থাকার সুবাদে আব্দুল মতিন মনোয়ারা বেগমকে শ্লীলতাহানি করে। এ সময় বিাবদীরা মনোয়ার বেগমকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে মনোয়ারা বেগম চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা এগিয়ে আসলে অভিযুক্তরা মনোয়ার বেগমকে চড়-থাপ্পড দিয়ে শারীরিকভাবে আহত করে ঘটনা প্রকাশ না করার হুমকি দিয়ে পালিয়ে যায়। 

এ ব্য‍াপারে বাদীর ছেলে ইব্রাহিম খলিল নিশান বলেন, আসামীরা লম্পট ও দুশ্চরিত্রের। আমি তাদের শাস্তি চাই। আমরা থানায় মামলা দায়ের করেছি। 

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক বলেন,আদালতের আদেশে মামলাটি এফআইআর হিসেবে নেয়া হয়েছে,আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।

এ বিষয়ে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই নাছির উদ্দীন ভূঁইয়া বলেন, গতকাল রাতে মামলাটি পেয়েছি। ভুক্তভোগী নারী মনোয়ারা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।

এমএসএম / জামান

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ বশির