সীতাকুণ্ডে ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা

সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নে মনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১ ইউপি সদস্যসহ ৪ জনকে আসামি করে চট্টগ্রাম আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। ২৭ ডিসেম্বর সোমবার রাতে মামলাটি সীতাকুণ্ড মডেল থানায় সংযুক্ত করা হয়। মামলায় আসামীরা হলেন কুমিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড নিউ রাজাপুরের মৃত এবাদুক হক সোহানীর ছেলে আব্দুল মতিন (৪২), একই এলাকার মৃত সোলতান আহম্মদের ছেলে মো. আলাউদ্দিন (৪৫), মৃত সৈয়দ আহমদের ছেলে মহিউদ্দিন মনি (৪২), মৃত শফি উল্লাহর ছেলে দেলোয়ার হোসেন স্টার (৪৫)। মো. আলাউদ্দিন স্থানীয় ইউপি সদস্য বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশি হওয়ার সুবাদে মামলার ১ নং আসামী আব্দুল মতিন ভুক্তভোগী নারী মনোয়ারা বেগমের বাড়িতে প্রায় যাতায়াত করত। একসময় আব্দুল মতিন মনোয়ারা বেগমের উপর লোলুপ দৃষ্টি দেয় এবং পরিবারের অন্য সদস্যদের অগোচরে তাকে কু-প্রস্তাব দেয়। প্রস্তাবে সাড়া না দেয়ায় আব্দুল মতিন মনোয়ারা বেগমকে এসিড ছুড়ে মারা, দেখে নেয়া, জোরপূর্বক ধর্ষণ করাসহ প্রাণনাশের হুমকি দিতে থাকে। একপর্যায়ে গত ২৭ নভেম্বর সন্ধ্যা ৬টা নাগাদ আব্দুল মতিন মামলার ২ নং আসামী মোঃ আলাউদ্দিন, মহিউদ্দিন মনি ও দেলোয়ার হোসেন স্টারকে নিয়ে মনোয়ারা বেগমের ঘরে ঢুকে পড়ে। বাড়িতে কেউ না থাকার সুবাদে আব্দুল মতিন মনোয়ারা বেগমকে শ্লীলতাহানি করে। এ সময় বিাবদীরা মনোয়ার বেগমকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে মনোয়ারা বেগম চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা এগিয়ে আসলে অভিযুক্তরা মনোয়ার বেগমকে চড়-থাপ্পড দিয়ে শারীরিকভাবে আহত করে ঘটনা প্রকাশ না করার হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে বাদীর ছেলে ইব্রাহিম খলিল নিশান বলেন, আসামীরা লম্পট ও দুশ্চরিত্রের। আমি তাদের শাস্তি চাই। আমরা থানায় মামলা দায়ের করেছি।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক বলেন,আদালতের আদেশে মামলাটি এফআইআর হিসেবে নেয়া হয়েছে,আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।
এ বিষয়ে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই নাছির উদ্দীন ভূঁইয়া বলেন, গতকাল রাতে মামলাটি পেয়েছি। ভুক্তভোগী নারী মনোয়ারা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।
এমএসএম / জামান

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল শহরের প্রবেশ পথে ময়লার ভাগাড়, দুর্গন্ধে মানুষ অতিষ্ট

গাজীপুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

দুমকিতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

জামালপুরে ওসির অপসারণ দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে বীজ আলুর দাম বৃদ্ধির দাবীতে মানববন্ধন ও সংবাদ

পটুয়াখালীতে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নালিতাবাড়ীতে দুই শিক্ষকের অপসারণ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

মুরাদনগরে শিক্ষার্থীদের জোরপূর্বক রাজনৈতিক মিছিলে নেওয়া বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

তারুণ্যের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধশালী আগামীর বাংলাদেশ:দীপ্তি

বরগুনায় অবৈধ জালে ধ্বংসের মুখে মৎস্য সম্পদ

১৫ বছরেও হয়নি সংস্কার, রাস্তাটি এখন মরণ ফাঁদ
