কর্ণফুলীতে নির্মাণাধীন ভবনে চাঁদাবাজি
চট্টগ্রামের কর্ণফুলীর জুলদা এলাকায় পাকা ভবন নির্মাণ করতে গিয়ে ভবনের মালিকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানায়, পাকা ঘর নির্মাণের সময় স্থানীয় বদরুল হক ও আবুল হাশেমসহ একটি সন্ত্রাসী গ্রুপ কয়েক দফা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা নির্মাণাধীন ভবনের মালিকসহ কয়েকজনের ওপর হামলা চালায়। এ ঘটনায় থানায় চাঁদাবাজির মামলা করা হয়েছে। উক্ত জায়গা নিয়ে এডিএম কোর্টে মামলা দায়ের করা হলে আদালতে প্রতিবেদন দেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা।
নির্মাণাধীন গৃহ ও জায়গায় প্রায় ৬৫ থেকে ৭০ বছর যাবৎ ভোগদখলে আছেন জায়গার মালিক মো. ফোরকান। আদালতের নির্দেশে কর্ণফুলী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. মহিউদ্দিন পলাশকে সুষ্ঠু তদন্ত ও সরেজমিন গিয়ে প্রতিবেদন তৈরি করে দাখিল করার আদেশ দেয়।
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. মহিউদ্দিন পলাশের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে উক্ত জায়গার তদন্ত করে সরেজমিন প্রতিবেদন দেয়ার কথা স্বীকার করেন।
নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির বিষয়ে জুলধা ইউপির ৬নং ওয়ার্ড সদস্য মো. ওসমান বলেন, গৃহ নির্মাণে বাধা সৃষ্টিকারীরা নির্মাণাধীন ভবনের ভেতরে জায়গা পাবে দাবি করলে আমরা বৈঠকে আসার জন্য ডাকলে বৈঠকে আসেনি।
এ ব্যাপারে জুলধা ইউপি চেয়ারম্যান রফিক আহম্মদ বলেন, আমার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মো. ওসমান সবাইকে নিয়ে বৈঠকের ব্যবস্থা করেন। বৈঠকে লাঠিসোটা নিয়ে বহিরাগত সন্ত্রাসীরা ফোরকানসহ কয়েকজনের ওপর হামলা চালায়।
এ বিষয়ে মোহাম্মদ ফোরকান বলেন, আমরা জায়গাটি যুগ যুগ ধরে দখলে আছি। পাকা ঘর নির্মাণ করতে গেলে তারা আমাদের বাধা দেয় এবং চাঁদা দাবি করে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও তারা বৈঠকের সিদ্ধান্ত মানছে না।
চাঁদাবাজির অভিযোগের বিষয়ে আবুল কাশেম বলেন, ফোরকান আমাদের ৩০ লাখ টাকার জায়গা জোর করে দখল করে ঘর বাঁধার চেষ্টা করছে। বিষয়টি নিয়ে আমার প্রতিবাদ করলে আমাদের ওপর বিভিন্নভাবে মিথ্যা মামলায় ফাঁসনোর হুমকি দিচ্ছে। উল্টা তারা হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন।
এমএসএম / জামান
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি
রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন
বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা
দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন
কেশবপুরে কালিয়ারই এস.বি.এল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ
জনজীবন চরম দুর্ভোগ: তাপমাত্রা নেমেছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে
তাড়াশে বেগম জিয়ার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা
তারাগঞ্জে আলহাজ্ব আতিয়ার রহমানের জানাজা অনুষ্ঠিত
কুতুবদিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন বিএনপি ও জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম নাগিব হোসেন
ভূরুঙ্গামারীতে বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সপ্তাহব্যাপী কর্মসূচি
তানোর ও গোদাগাড়ীতে টমেটোর ফলন বিপর্যয়, কৃষকের মাথায় হাত