ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

রাবিতে কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১২-২০২১ রাত ৮:১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক গুণমানে উৎকর্ষ বৃদ্ধি ও প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতার লক্ষ্যে কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)। প্রাতিষ্ঠানিক গুণমানে উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে শেষ হয়েছে কর্মকর্তাদের আট দিনব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি।

এর আগে গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার কর্মসূচিটির উদ্বোধন করেন। চারটি ব্যাচে  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, বিভাগ ও হলের প্রায় ২০০ কর্মকর্তারা অংশ নেন আট দিনব্যাপী এ প্রশিক্ষণে। অফিস ব্যবস্থাপনা, চাকরিবিধি, ছুটিবিধি, আর্থিক বিধিবিধান, শিষ্টাচার ও জাতীয় শুদ্ধাচার কৌশল এবং তথ্য অধিকার সম্পর্কে প্রশিক্ষণ অধিবেশন পরিচালনা করেন সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ অধ্যাপক এবং সরকারি ও বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্বমান অর্জনে সর্বোতভাবে চেষ্টা করে যাচ্ছে। এ লক্ষ্যে পঠন-পাঠনে উন্নতি ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আইকিউএসি বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে। এজন্য প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি অংশগ্রহণকারীদের এখান থেকে সবকিছু গ্রহণ করে কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ কর্মসূচিতে  চারটি ব্যাচে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, বিভাগ ও হলের মোট ২০০ কর্মকর্তা অংশ নিয়েছেন। অফিস ব্যবস্থাপনা, চাকরিবিধি, ছুটিবিধি, আর্থিক বিধিবিধান, শিষ্টাচার ও জাতীয় শুদ্ধাচার কৌশল এবং তথ্য অধিকার সম্পর্কে প্রশিক্ষণ অধিবেশন পরিচালনা করেন সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ অধ্যাপক এবং সরকারি ও বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়। এর আগে ৪০০ কর্মকর্তাকে এ ধরনের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

প্রফেসর আব্দুর রশিদ সরকারের সঞ্চালনায় আইকিউএসির পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম। এতে স্বাগত বক্তৃতা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. মশিহুর রহমান।

শাফিন / জামান

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা