ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

পর্যটক বাড়ছে কুতুবদিয়া দ্বীপে


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২-১-২০২২ বিকাল ৫:১২
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় দিন দিন বাড়ছে পর্যটকের আগমন। গত এক সপ্তাহে কয়েক হাজার পর্যটকের আগমন ঘটেছে দ্বীপে। শীতের সময়ে দ্বীপটি অসাধারণ মায়াবী হয়ে ওঠে। সাগরের অশান্ত ঢেউগুলো হয়ে যায় শীতল। দ্বীপের চারপাশে হেসে-খেলে ভেসে বেড়ায় শতশত গাংচিল। এখানে দেখা যায় ভোরের আলোকরশ্মি আর সন্ধ্যার গোধূলিবেলা। 
 
এখানে দেখার মতো রয়েছে আরো অনেক কিছু। ভ্রমণ পিপাসুদের তৃষ্ণা মেটাতে দ্বীপের দক্ষিণ প্রান্তে রয়েছে দর্শনীয় বায়ু বিদ্যুৎ কেন্দ্র ঘেঁষে তরমুজ ক্ষেত। দর্শনার্থীরা ক্ষেতে বসেই খেতে পারেন স্বল্পমূল্যে তরতাজা তরমুজ, বাঙ্গি ও শসা, যা ভ্রমণকে দেবে অনন্য এক অনুভূতি। 
 
চট্টগ্রামের পটিয়া থেকে বেড়াতে আসা একদল পর্যটক সকালের সময়কে জানিয়েছেন, দ্বীপে রাতযাপন করার জন্য পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা না থাকায় অনেক পর্যটক সকালে এসে বিকেলে দ্বীপ ছেড়ে গেছেন। 
 
কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান তুহিন সকালের সময়কে জানান, প্রতিদিন কুতুবদিয়া সমুদ্র সৈকতে বাড়ছে দেশীয় পর্যটকদের ভিড়। মাঝে মাঝে বিদেশি পর্যটকও বেড়াতে আসেন এই দ্বীপে। স্থানীয়দের সহযোগিতা ও সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রশাসনের নিরবচ্ছিন্ন নিরাপত্তা জোরদার করা হলে কুতুবদিয়া সৈকতে পর্যটকদের পদচারণা আরো প্রাণবন্ত হবে। এক্ষেত্রে স্থানীয় নেতৃবৃন্দদের এগিয়ে আসতে হবে বলে মনে করেন সচেতন মহল। 
 
কুতুবদিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মনিরুজ্জামান দেওয়ানজি জানান, প্রাকৃতিক সৌন্দর্যে কুতুবদিয়া অনন্য। দ্বীপের প্রাকৃতিক পরিবেশ নির্মল। পশ্চিমে সৈকতে বসে সাগরের বিশালতা দেখা যায়। রাতে গভীর সমুদ্রে নোঙর করা জাহাজের মিটিমিটি আলো সাগরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। রাতের সেই অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে যে কেউ আসতে পারেন এই দ্বীপে। কিন্তু এখনো পর্যটনের তেমন কিছু গড়ে ওঠেনি কুতুবদিয়া দ্বীপে। 
 
গত কয়েক সপ্তাহ আগে দ্বীপের ঝাউবিথিতে তাঁবু করে মোমবাতি জ্বালিয়ে অনবদ্য একটি রাত কাটিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশকিছু শিক্ষার্থী। ঘুরেছেন দ্বীপের এই থেকে সেই প্রান্ত। নিজেরাই রান্না করে খেয়েছেন দ্বীপে পাওয়া যতসব তরতাজা সামুদ্রিক মাছ। পরবর্তীতে তারা তাদের এই ভ্রমণ নিয়ে ডকুমেন্টারিও করেছেন। 
 
দেশের বিভিন্ন প্রান্ত থেকে দ্বীপে ঘুরতে আসা বেশকিছু পর্যটক অভিযোগ জানিয়ে বলেছেন, যাতায়াতে ডাবল ভাড়া গুনতে হয়েছে তাদের। দ্বীপে আবাসন ও খাবারের দামও বেশি । ন্যায্য গাড়ি ভাড়া, স্বল্পমূল্যে খাবার ও থাকার ব্যবস্থা নেয়া হলে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দিন দিন পর্যটক বাড়বে বলে মনে করেন তারা।
 
এদিকে, গত কয়েক দিন ধরে ঝাউবিথি এলাকায় স্থানীয় ও বহিরাগত কিছু দুষ্কৃতকারী দ্বীপে ঘুরতে আসা প্রেমিক-প্রেমিকাদের দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে মোবাইলসহ বিভিন্ন মূলবান জিনিসপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। 
 
সচেতন মহল মনে করেন, পর্যটকদের নেগেটিভ রিভিউ কুতুবদিয়া দ্বীপে পর্যটক বসা বাধাগ্রস্ত করবে। তাই ওই সব স্থানে স্থানীয় পুলিশ প্রশাসনের নিয়মিত টহল জোরদার থাকলে বখাটেপনাসহ দুষ্কৃতকারীদের আনাগোনা বন্ধ হবে। পর্যটকদের সুযোগ-সুবিধাসহ নিরাপত্তা নিশ্চিত করা গেলে কুতুবদিয়া পর্যটনের অন্যতম শীর্ষ নগরীতে পরিণত হবে।

শাফিন / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত