শিক্ষার্থীবান্ধব ৩ দফা দাবিতে জাবি ছাত্রফ্রন্টের স্মারকলিপি প্রদান
ক্যান্টিন ও ডাইনিংয়ে খাবারের মান বৃদ্ধি, স্বাস্থ্যবীমা ও বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি প্রদান করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সামনে সমবেত হন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।
এ সময় ছাত্রফ্রন্ট নেতা কনোজ কান্তি রায় বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনলাইন-অফলাইন উভয় মাধ্যমে ক্লাস চলমান রয়েছে। এছাড়া অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, গবেষণা কার্যক্রম চালানোর জন্য এই গতিশীল সমাজে টিকে থাকতে চাইলে ইন্টারনেট সেবার বিকল্প নেই। কিন্তু যেহেতু কর্তৃপক্ষ এখনো বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ফ্রি ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি, তাই বাইরে থেকে সংযোগ নেয়া বা অন্যান্য সুবিধাপ্রাপ্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা নানা ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে। এ অবস্থা মেনে নেয়া যায় না।
সমাবেশে জাবি শাখা ছাত্রফ্রন্ট সদস্য সুমাইয়া ফেরদৌস বলেন, পুরুষ ও নারীভেদে আমাদের প্রতিদিনের খাদ্য চাহিদা যথাক্রমে ২৫০০ ও ২২০০ ক্যালরি। হলের ডাইনিংয়ে যে খাবার দেয়, তা কোনোভাবেই ২৫০০ ক্যালরি হতে পারে না। ডাইনিংয়ে মোটা চালের ভাত-ডাল, সাথে ছোট এক টুকরা মাছ বা মুরগি আমাদের দেহের জন্য নির্দিষ্ট পরিমাণ শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন ও মিনারেলস-এর চাহিদা পূরণকারী মোটেও হয় না। সুষম খাবার যদি বিশ্ববিদ্যালয়ের মতো পরিবেশে শিক্ষার্থীদের নিশ্চিত না করা যায়, তাহলে দেশের আর কোথাও এটা নিশ্চিত করা যাবে না।
সমাবেশে স্বাস্থ্যবীমা সম্পর্কে জাবি শাখা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, বিভিন্ন সময়ে আমাদের সহপাঠীরা অসুস্থ হয়ে পড়লে তাদের জন্য হলগুলোতে সাহায্য চাওয়া হয়। একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়ার স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা থাকলে তার এ সাহায্য চাইতে হতো না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে যে কোনো অসুখের জন্য প্যারাসিটামল ধরিয়ে দেয়। এ বিশ্ববিদ্যালয় গত ৫০ বছরেও তার শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারেনি।
এ সময় তারা সকল ডাইনিং ও ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধিপূর্বক দাম কমানো, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা ও হেলথ কার্ড ব্যবস্থা চালু করা এবং প্রত্যেক হলে প্রত্যেক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেটের ব্যবস্থা করার দাবি জানান।
জামান / জামান
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ