রায়গঞ্জে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
‘শিক্ষা, শান্তি, প্রগতি, ছাত্রলীগের মূলনীতি, এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নে অবস্থিত হাজী ওয়াহেদ মরিয়ম কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সঞ্চালনা করেন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলন শেখ।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের রায়গঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শিহাব, বাংলাদেশ আওয়ামী লীগ রায়গঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি দুলাল খান, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, কলেজ শাখা ছাত্রলীগের সকল সদস্যসহ কলেজের শিক্ষার্থীবৃন্দ।
জামান / জামান