রাবি ক্যাম্পাসের সর্বত্র নিরাপত্তা নিশ্চিতের দাবি

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে পরপর তিনটি ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদ এবং সর্বত্র নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধন থেকে দাবি জানিয়েছেন তারা।
'দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরের পদত্যাগ চাই', 'ক্যাম্পাসে নিরাপত্তা নাই কেন? প্রশাসন জবাব চাই', 'নিরাপত্তার অজুহাতে নারী শিক্ষার্থীদের হয়রানি বন্ধ কর', 'সিসি ক্যামেরার কাজ কী? প্রশাসন জবাব চাই'- এসব লেখাসংবলিত প্ল্যাকার্ড শিক্ষার্থীদের হাতে দেখা যায়।
কর্মসূচিতে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় হলো একজন শিক্ষার্থীর দ্বিতীয় আবাসস্থল। নিজের আবাসস্থলে যখন একজন শিক্ষার্থীর অজানা আতঙ্কে বসবাস করতে হয়, সেখানে কিভাবে তারা পড়াশোনায় মনোযোগী হবে? বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারে তাহলে শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিজেরাই করে নেবে।
রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, ক্যাম্পাসে সিসি ক্যামেরা, প্রক্টোরিয়াল বডি, পুলিশ প্রশাসনের কাজ কী? তারা কি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারছেন? সম্প্রতি ক্যাম্পাসে দুটি ছিনতাইয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো পদক্ষেপ নিতে দেখিনি। আমার মনে হয় এই ছিনতাই চক্রের সাথে প্রক্টর নিজেই জড়িয়ে। প্রক্টর যদি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনি অনতিবিলম্বে পদত্যাগ করুন।
বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহমুদ সাকীর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন- ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ খান, শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র মহোন্থ প্রমুখ।
প্রসঙ্গত, গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ও তার দুদিন আগে প্যারিস রোডে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
শাফিন / জামান

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন
Link Copied