ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

‘ইয়াস’ মোকাবেলায় কেসিসির প্রস্তুতি সভা


খুলনা ব্যুরো photo খুলনা ব্যুরো
প্রকাশিত: ২৫-৫-২০২১ বিকাল ৬:১২

খুলনা মহানগরী এলাকায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর সম্ভাব্য প্রভাব মোকাবেলার লক্ষ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে করণীয় নির্ধারণের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এ সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, প্রাকৃতিক দুর্যোগ যতই ভায়বহ হোক না কেন, পূর্ব সতর্কতা গ্রহণের মাধ্যমে ক্ষয়-ক্ষতির মাত্রা কমিয়ে আনা সম্ভব। সে কারণে আশংকামুক্ত না হওয়া পর্যন্ত তিনি কেসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন এবং পূর্ব সতর্কতামূলক গৃহীত কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেন।

সভায় ঘূর্ণিঝড় বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর বস্তি এলাকাসহ অপেক্ষাকৃত অনুন্নত এলাকার নাগরিকদের স্কুল, কলেজ এবং অন্যান্য নিরাপদ স্থানে আশ্রয় নিতে মাইকিং করার পাশাপাশি মেডিকেল টিম প্রস্তুত রাখা এবং কঞ্জারভেন্সি বিভাগ ও বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে কয়েকটি টিম প্রস্তুত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া জরুরি প্রয়োজনে নগর ভবনের সাথে যোগাযোগের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কোনো প্রয়োজনে নগরবাসীকে কন্ট্রোল রুমের টেলিফোন নম্বরে (০২৪৭৭-৭২৪৪০৪) যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

কেসিসির মেয়র প্যানেলের সদস্য মো. আমিনুল ইসলাম মুন্না, মো. আলী আকবর টিপু, মেমোরী সুফিয়া রহমান শুনু, দুর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, এমডি মাহফুজুর রহমান লিটন, মো. গোলাম মাওলা শানু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা, সচিব মো. আজমুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী মোহাম্মদ এজাজ মোর্শেদ চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আব্দুল্লাহ, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার এমএম হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, চিফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, ভেটেরিনারি অফিসার ডা. মো. রেজাউল করিম, সহকারি প্রকৌশলী মোহাম্মদ হোসেন, এস্টেট অফিসার মো. নুরুজ্জামান তালুকদার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজনীতি

শ্রীমঙ্গলে ‘দৈনিক রূপালী বাংলাদেশ’ এর নবযাত্রার এক বছর পূর্তি উদযাপিত

ঝিনাইদহে সনাতন সম্প্রদায়ের নির্বাচনী ভাবনা শীর্ষক সংবাদ সম্মেলন

নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন

পাহাড়ি ছড়ায় প্রতিমাসে ভুট্টোর কোটি টাকার অবৈধ বালু কারবার