আওয়ামী লীগের উন্নয়ন বৃথা যেতে দেব না : এমপি জ্যাকব

যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, অবহেলিত, বঞ্চিত ও অনুন্নত এই চরফ্যাশনে হাজারো কোটি টাকার উন্নয়ন বৃথা যেতে পারে না। বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় চরফ্যাশনের ফ্যাশন স্কয়ারে আয়োজিত ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, এক সময়ে দক্ষিণ আইচা থেকে ভোলা পর্যন্ত ভাঙা রাস্তার কারণে মানুষ চলাচল করতে পারত না। আজকে আধুনিক বাসস্ট্যান্ড নির্মাণের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ওবায়েদুল কাদের চরফ্যাশনে আগমন করেন এবং ভোলা-চরফ্যাশন-বাবুরহাট ৯৪ কিলোমিটারের আঞ্চলিক মাহাসড়কটি ৩০ ফুট প্রসস্তের উন্নয়নমূলক কাজ একনেকে অনুমোদন করা হয়। আজকে এ চরফ্যাশন ও মনপুরায় ৫টি নতুন কলেজ প্রতিষ্ঠা ও একাডেমিক ভবন নির্মাণসহ ২টি কলেজ এবং ২টি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে। অথচ বেগম জিয়া চরফ্যাশনে এসেও একটি কলেজ সরকারি করতে পারেননি। তৎকালীন সরকারের আমলে চরফ্যাশনের জনগণ ধর্মঘট করেও একটি লঞ্চ আনতে পারেনি। আজকে বেতুয়াসহ ঘোসেরহাটে ঢাকা-চরফ্যাশনে লঞ্চ চলাচলের পাশাপাশি বেতুয়ায় নৌবন্দর স্থাপন করা হচ্ছে।
তিনি বলেন, এই সরকারের আমলে চরফ্যাশন পৌরসভাকে আমি ‘এ‘ গ্রেডে রূপান্তর করেছি। আজকে এ পৌরসভার অভ্যন্তরীণ ৩২টি সড়ক উন্নয়ন হচ্ছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমপি জ্যাকব আরো বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধাণমন্ত্রী শেখ হাসিনা অতন্দ্র প্রহরীর ন্যায় বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৩ বছর ধরে চরফ্যাশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। যেখানে বিগত জোট সরকারের আমলে এই অঞ্চলে খুন, জখম, অত্যাচার, নির্যাতনসহ লুটের রাজনীতি কায়েম হয়েছিল। আজকে এই অঞ্চলের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, ব্রিজ ও রাস্তাঘাটসহ পর্যটন ব্যবস্থার দৃষ্টিনন্দন উন্নয়নের ওপর দিয়ে কিভাবে বিএনপি ভোট চাইবে?
তিনি আরো বলেন, চরফ্যাশন ও মনপুরার হাজার হাজার কোটি টাকার উন্নয়ন বৃথা যেতে পারে না। এর জবাব এ দেশের মানুষ ব্যালটের মাধ্যমে দেবে।
ছাত্রলীগের ইতিহাস তুলে ধরে এমপি জ্যাকব বলেন, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে পশ্চিম পাকিস্তানের শোষকদের শোষণমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১৯৫২ সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন তথা স্বাধিকার সংগ্রাম-আন্দোলনে এই ছাত্রলীগ বুকের তাজা রক্ত উজাড় করে দিয়ে সারাবাংলার মানুষের ভাতের অধিকার এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে লড়াই করেছে। এই ছাত্রলীগ সেই নেতার সংগঠন, যিনি ’৭১-এর ২৬ মার্চ গ্রেপ্তারের পরে পাকিস্তানি বাহিনী যখন পাকিস্তানের কারাগারের মধ্যে ফাঁসির মঞ্চ তৈরি করে বন্দি বঙ্গবন্ধু মুজিবকে বলেছিল- তোমাকে স্বাধীনতার প্রশ্নে আপস করতে হবে, তোমাকে মাথানত করতে হবে আর না হয় তোমাকে ফাঁসির দড়ি গলায় পরতে হবে। তখন জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমি ক্ষুদিরামের বাংলার মুজিব, আমি সূর্য সেনের বাংলার মুজিব’ ক্ষুদিরাম ও সূর্য সেন যদি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে পারে তাহলে আমিও হাসতে হাসতে ওই ফাঁসির মঞ্চে যাব। তবুও বাংলার মানুষের সঙ্গে বেইমানি করতে পারব না। বাংলার স্বাধীনতার প্রশ্নে আমি আপস করতে পারব না। আমাদের ছাত্রলীগ সেই নেতার হাতে গড়া সংগঠন, যে ছাত্রলীগের প্রতিটা কর্মী আজকে আপসহীন ও সংগ্রামী; যারা অন্যায়ের কাছে মাথানত করে না।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নুরুল ইসলাম, পৌর মেয়র মোরশেদ, অধ্যক্ষ্য মনির আহমেদ শুভ্র প্রমুখ।
শাফিন / জামান

লোহাগড়ায় সরকারি রাস্তা দখলে ঘরবন্দি শিরিনা খাতুন, চলাচলে দুর্ভোগ শতাধিক পরিবারের

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন নিয়ে গোলক ধাধা

দর্শনা কেরুজ আমতলাপাড়ায় দিনে-দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি

সাঘাটার মডেল মসজিদ: ছয় মাস ধরে নির্মাণ কাজ বন্ধ

বগুড়ায় বাসের ভেতর তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসাবে পাবে ৪২০০ কৃষক

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত

কুড়িগ্রামে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গোপালগঞ্জে ৫৬তম বিশ্ব মান দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে থানা বিএনপির বর্ধিত সভায় মির্জা,ফখরুল ইসলাম আলমগীর

বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন.
