বাঘার ব্লাড ব্যাংক মাসুদ এ হাসান
রাজশাহীর বাঘা উপজেলায় মাত্র ২৫ বছর বয়সেই ব্লাড ব্যাংক হয়ে উঠেছেন মাসুদ এ হাসান। তিনি বাঘা পৌর এলাকার গাওপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা লোকমান হোসেন ও মাকসুদা বেগম ছেলে।
বাংলা বিভাগের অনার্স ফাইলাল ইয়ারে পড়াশোনার পাশাপাশি মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন উপজেলা শহরসহ মুঠোফোনে দেশব্যাপী। কখনো নিজে রক্ত দেন আবার কখনো রক্তদাতা নিয়ে পৌঁছে যান হাডপাতাল ও ক্লিনিকে জীবন-মৃত্যুপথের রোগীর কাছে।
মাসুদ এ হাসান বাঘা উপজেলাজুড়ে অনন্য একটি নজির সৃষ্টি করেছেন। কয়েক বছর আগেও রক্তের প্রয়োজনে এলাকাবাসী দ্বারস্থ হতেন পেশাদার রক্তদাতাদের কাছে। মূল্য পরিশোধ করে রক্ত সংগ্রহ করতেন। বেশি বিপাকে পড়তের গরিব-দুস্থ ও অসহায় মা-বোনের সন্তান প্রসবে অতিরিক্ত রক্তের জন্য। মাসুদের ঐকান্তিক প্রচেষ্টায় এখন বিনামূল্যে এবং সহজেই রক্ত পাচ্ছেন তারা। জীবন বেঁচে হাসি ফুটছে শত শত মানুষের মুখে।
এক সময় রক্ত দিতে ভয় পেতেন মাসুদ। কেউ রক্ত দেয়ার কথা বললে নানা অজুুহাতে এড়িয়ে যেতেন। কিন্তু প্রথমবার রক্ত দেয়ার পর ভালো লাগা শুরু হয় তার। অসহায় পরিবারের মুখে অমলিন হাসি দেখে রক্ত দিতে উদ্বুদ্ধ হন।
মানবসেবায় ২০২০ সালের ১৪ আগস্ট বাঘা ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করে মাসুদ। বর্তমানে সদস্য সংখ্যা ৫ হাজার ৪০০ জন। ওই দিন থেকেই পুরুদমে কাজ করে চলেছেন। এখন এক ব্যাগ রক্তের জন্য মাসুদের মুঠোফোনে একটা কলই যথেষ্ট।
‘একে অপরের পাশে থাকি, অসহায় মানুষের মুখে ফোটাবো হাসি। হাসবে রোগী বাঁচবে প্রাণ, স্বেচ্ছায় করি রক্তদান’ এই মূলমন্ত্র হৃদয়ে ধারণ করে এগিয়ে যাচ্ছেন মাসুদ। বাঘা ব্লাড ব্যাংকের সদস্যদের সহযোগিতায় এ পর্যন্ত প্রায় ১ হাজার ১৮১ জন রোগীর জন্য রক্ত সংগ্রহ করেছেন। নিজে রক্ত দিয়েছেন বেশ কয়েকবার। অনেকেই এখন তাকে রক্তের ফেরিওয়ালা মাসুদ বলেও সংবোধন করে থাকেন।
রক্তদান ছাড়াও স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারণা, মাস্ক বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, এতিম শিশুদের জন্য রমজান মাসে ইফতারির আয়োজন, স্বেচ্ছায় রক্ত দিতে উদ্বুদ্ধ করতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিংসহ নানা সামাজিক কাজ করে চলেছেন তিনি। কারো রক্ত সংগ্রহ করে দেয়ার পর রক্তগ্রহীতার ভালোবাসা আর হাসি তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার মনে হয়। ফিরে পান নতুন উদ্যম। নিজেকে কল্পনা করেন সবচেয়ে সুখী ও সার্থক মানুষের তালিকায়। জীবনের শেষদিন পর্যন্ত রক্ত নিয়ে কাজ করতে চান রক্তের ফেরিওয়ালা মাসুদ।
সাংবাদিক সাজ্জাদ মাহমুদ সুইট রক্তের ফেরিওয়ালা মাসুদ সম্পর্কে জানান, মাসুদ এ হাসান নিয়মিত একজন রক্তদাতা। তিনি প্রথম আমার ছোট বোনকেই রক্ত দিয়েছেন। কারো রক্তের প্রয়োজনের কথা শুনলে তিনি রক্ত জোগাড় করে দিতে পারেন সহজেই। তিনি খুব পরিশ্রমী, বিভিন্নভাবে দক্ষতা ও সফলতা দেখিয়েছেন, মিষ্টভাষী ও ভদ্র। নিজ এলাকায় তাকে সবাই খুব পছন্দ করে। অন্যকে সাহায্য করতে কখনো দ্বিতীয়বার চিন্তা করেন না। শুধু নিজের শরীর থেকে রক্ত দেয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, অন্যের জীবন বাঁচাতে রক্ত সংগ্রহও করে দেন মাসুদ। এ পর্যন্ত অসংখ্য নারী-পুরুষকে রক্ত দিয়ে সহায়তা করেছেন।
বাঘা ছাড়াও ফেসবুক ও মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় রক্ত জোগাড় করে দিয়েছেন বাঘা ব্লাড ব্যাংক সংগঠনের সদস্যরা। এছাড়া গ্রামে গ্রামে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন করেও মানুষের মধ্যে রক্তদানে উৎসাহ তৈরি করেন তারা। এখন গড়ে প্রতিদিন ৪-৫ ব্যাগ রক্ত সংগ্রহ করে দিতে হয়।
মাসুদ এ হাসান প্রতিবেদককে বলেন, আমাদের সমাজে অসংখ্য অভাবগ্রস্ত মানুষ রয়েছে, যাদের টাকা দিয়ে রক্ত কেনার সামর্থ্য নেই। এছাড়া সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে সঠিক গ্রুপের রক্ত জোগাড় করা সম্ভব হয়ে ওঠে না। আমাদের আশপাশের অনেকে নিজের রক্তের গ্রুপ পর্যন্ত জানে না। রক্তদান ও সংগ্রহ করে মানুষের জীবন বাঁচানোতেই আমার তৃপ্তি। আমার সামান্য কষ্টে অসহায়দের মুখে হাসি ফোটে। এই হাসিই আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। যতদিন বেঁচে থাকি মানুষের সেবায় এ কার্যক্রম চালিয়ে যেতে চাই।
তিনি আরো বলেন, ২০২০ সালের ৩০ ডিসেম্বর বাঘা ব্লাড ব্যাংকের অ্যাপ ব্যবহার চালু করা হয়, যা গুগল প্লে-স্টোরে সার্চ দিলে পাওয়া যায়। সকলকেই রক্তদানে ও বাঘা ব্লাড ব্যাংককে সহযোগিতার অনুরোধ করেন তিনি।
এমএসএম / জামান
মধুখালীতে আদালতের আদেশ অমান্য করে লাল পতাকা অপসারণ ও জোরপূর্বক জমি দখল
রায়গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ
ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ
পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব
হাদিকে প্রকাশ্য গুলি করার রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ
ওসমান হাদির উপর গুলি চালানোর প্রতিবাদে বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের আহ্বায়কের ওপর গুলি: সীমান্তে টহল ও চেকপোস্ট জোরদার
সিলেট ডিসি অফিসের কোটিপতি পিয়ন সোহেল
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই : জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান
কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৪৫০ শিক্ষার্থীর হাতে বৃত্তি ও পুরস্কার
বারহাট্টার প্রকৃতিতে জেঁকে বসছে শীত, জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা
টপ সয়েল কাটায় রায়পুর প্রশাসনের অভিযানে ছয় মাসের কারাদণ্ড
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে ইভনিং শিফট চালু
Link Copied