পঞ্চম ধাপে ফুলছড়ির ৬টি ও সাঘাটার ৯ ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচিতদের মধ্যে অধিকাংশরাই হলেন নৌকার প্রার্থী। অবাধ, সুষ্ঠু ও নিরেপেক্ষভাবে ভোট গ্রহন হওয়ায় নিজ নিজ ভোট দিয়ে খুশি ভোটারগণ।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জান গেছে, উপজেলার ৬টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বেসরকারি ভাবে ৪টিতে বিজয়ী হয়েছেন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে বিজয়ী হয়েছেন ১আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন ১টি ইউনিয়নে। বিজয়ীরা হলেন-
১ নং কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে সোহল রানা সালু নৌকা প্রতীক নিয়ে ৫,৯৪৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান লিটন চশমা প্রতীকে পেয়েছেন ৩,৭৭২ ভোট।
২নং উড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা কামাল পাশা নৌকা প্রতীক নিয়ে ৩,২০৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকে মোসলেম উদ্দিন মাসুম পেয়েছেন ৩,১২৬ভোট।
৩নং উদাখালি ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলামিন আহম্মেদ নাঙ্গল প্রতীকে ৬,৭৪৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ শহিদুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪,২৬০ভোট,আসাদুজ্জামান বাদশা নৌকা প্রতীকে পেয়েছেন ৪৪০ ভোট।এ ইউনিয়নে কোন কেন্দ্রেই নৌকা প্রতীকের প্রার্থী সর্বোচ্চ ভোট পায়নি
৪ নং গজারিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলী খুশু চশমা প্রতীক নিয়ে ৪,১২৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো.ইউনুস আলী নৌকা প্রতীকে পেয়েছেন ২,২০০ভোট।
৫নং ফুলছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ হান্নান মণ্ডল নৌকা প্রতীক নিয়ে ৫,৯৬৬ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর মন্ডল মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪,৭২২ ভোট।
৬নং এরেন্ডাবাড়ী ইউনিয়নে মো. আব্দুল মান্নান আকন্দ নৌকা প্রতীক নিয়ে ৭,১০২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন মন্ডল চশমা প্রতীকে পেয়েছেন ৪,৯১২ ভোট।
অন্যদিকে জেলার সাঘাটা উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে
চেয়ারম্যান নির্বাচিতরা হলেন
১নং পদুম শহর ইউনিয়নে মফিজুল হক (আনারস প্রতীক), ২নং ভরতখালী ফারুক হোসেন মন্ডল (আনারস), ৩নং সাঘাটা ইউনিয়নে মোশাররফ হোসেন সুইট (নৌকা প্রতীক), ৪নং মুক্তি নগর ইউনিয়নে আহসান হাবিব লায়ন (ঘোড়া প্রতীক), ৫নং কচুয়া ইউনিয়নে লিয়াকত আলী (মোটরসাইকেল প্রতীক), ৭নং হলদিয়া ইউনিয়নে রফিকুল ইসলাম (নৌকা প্রতীক), ৮নং জুমারবাড়ী ইউনিয়নে আমিরুল ইসলাম (চশমা প্রতীক), ৯নং কামালের পাড়া ইউনিয়নে শাহিনুর ইসলাম সাজু (আনারস প্রতীক), ১০নং নাছিরুল আলম স্বপন (নৌকা প্রতীক) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ৭জন নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন; আর বাকি ৮টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
নির্বাচনের সকল কার্যক্রম নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করায় রিটার্নিং অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব সদস্য (র্যাব-১৪), পুলিশ বিভাগ, পুরুষ ও মহিলা আনসার-বিডিপি সদস্য, স্টাইকিং ফোর্স ও ব্যাটেলিয়ান, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্টসহ নির্বাচক মন্ডলীদের স্বচ্ছাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন সুধী মহলসহ সাধারণ ভোটারগন।
শাফিন / জামান

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত

চৌগাছা সরকারী হাসপাতালে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা ব্যহত
Link Copied