শীতে লেপ তোষকের কদর
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্রই লক্ষ্য করা গেছে। পৌষে শীতের প্রকোপ বাড়ায় মানুষের কাছে লেপ তোষকের কদর বাড়ছে। বিকাল-সন্ধ্যা নামতেই হার কাপুনি দিয়ে জেঁকে বসছে শীত। গরম উষ্ণতার প্রলেপের সন্ধানে মানুষ লেপ তোষকের দোকানে ছুটছেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী লেপ, তোষক, জাজিম, বালিশ তৈরী করে ব্যস্তসময় পাড় করছেন দোকানীরা। সাধারণ মানুষ লেপ তোষকের পাশাপাশি গরম পোষাক কিনতে বিভিন্ন মার্কেট ও ফুটপাতের বস্ত্র দোকানগুলোতে প্রচুর ভিড় জমাচ্ছেন।
উপজেলার বিভিন্ন হাটবাজারে শীত মৌসুমে লেপ তোষক তৈরীর অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব দোকনে লেপ তোষক তৈরীর অর্ডাও দিতে ভিড় করেন ক্রেতারা। এছাড়াও শীতকে সামনে রেখে গ্রামের বাড়িতে, মহল্লায় ও পাড়ায় ঘুরে অসংখ্য লেপ তোষক তৈরী করতে দেখা যায়। এ সময় এক ক্রেতা জানান, হঠাৎ করে শীতের প্রকোপ বাড়ছে। নতুন বাসা ভাড়া করেছি। এই শীতে পরিবারকে সংরক্ষা রাখতে লেপ তোষকসহ প্রয়োজনীয় জিনিসপত্র বানিয়ে নিচ্ছি। মহেশপুর দোকানী মো. আরিফ হোসেন বলেন, শীতের সিজনে লেপ ও তোষকের কদর বাড়ে। তাই দোকানে কাজের চাপ বেশী। শ্রমিক ছাড়া একাই প্রতিদিন ৩-৪টি লেপ/তোষক প্রস্তুত করছি। এই সিজনে তোষক থেকে লেপের অর্ডার অনেকাংশে বেশী আসছে।
খোঁজ খবর নিয়ে জানা যায়, ক্রেতারা তুলা, কাপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে দিলে এসব দোকান থেকে শুধু মজুরী দিয়ে লেপ তোষক বানানো যাচ্ছে। আকার ও সাইজের ওপর ভিত্তি করে মজুরী ধরা হয়। এছাড়া এসব দোকানে রেডিমেটভাবেও লেপ, তোষক, বালিশ ইত্যাদি বিক্রি করা হচ্ছে। ৩-৪ হাত একটি লেপের শুধু মজুরী ধরা হয় ৩০০ টাকা। এই সাইজের একটি রেডিমেট লেপের দাম ধরা হচ্ছে ১০০০ থেকে ১৫০০ টাকা। চাহিদা অনুসারে এসব লেপ, তোষক ও বালিশ তৈরীর কাজে জুট, উইল ও শিমুল ৩ ধরনের তুলার ব্যবহার করা হয়। প্রতি কেজি শিমুল তুলার (দানা বিহীন) দাম ধরা হচ্ছে প্রায় ৬০০ টাকা। একাজে তুলা-কাপড়ের মান এবং সাইজ ও আকার অনুযায়ী দামদর ঠিক করা হয়ে থাকে।
শাফিন / শাফিন
বেড়া'য় বিএডিসি'র ডিলারের বিপক্ষে অতিরিক্ত মুল্যে সার বিক্রয়ের অভিযোগ
মিরসরাই সীমান্তে গাঁজা উদ্ধার করলো বিজিবি
মহেশপুর সীমান্তে দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশী আটক
নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে ‘ওয়াহিদ এন্টারপ্রাইজ’কে ৩ লাখ টাকা জরিমানা
কুতুবদিয়ায় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে নেভী
শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়ায় জয়পুরহাটে জেলা বিএনপির আনন্দ মিছিল
গোদাগাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সিংগাইরে ইসলামী ব্যাংক শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ড
নেত্রকোণায় বাল্যবিবাহ–যৌতুক রোধে সচেতনতামূলক লোকগীতি ও পথনাটক
আনোয়ারায় যৌথবাহিনীর অভিযানে চার লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
হাসিনার ফাঁসির রায়ে কোনাবাড়ীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
রৌমারীতে জমির মামলায় ঘায়েল করতে না পেরে রাজনৈতিক মামলার অভিযোগ