ঢাকা মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

শীতে লেপ তোষকের কদর


মহেশপুর প্রতিনিধি photo মহেশপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮-১-২০২২ দুপুর ১:৫২

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্রই লক্ষ্য করা গেছে। পৌষে শীতের প্রকোপ বাড়ায় মানুষের কাছে লেপ তোষকের কদর বাড়ছে। বিকাল-সন্ধ্যা নামতেই হার কাপুনি দিয়ে জেঁকে বসছে শীত। গরম উষ্ণতার প্রলেপের সন্ধানে মানুষ লেপ তোষকের দোকানে ছুটছেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী লেপ, তোষক, জাজিম, বালিশ তৈরী করে ব্যস্তসময় পাড় করছেন দোকানীরা। সাধারণ মানুষ লেপ তোষকের পাশাপাশি গরম পোষাক কিনতে বিভিন্ন মার্কেট ও ফুটপাতের বস্ত্র দোকানগুলোতে প্রচুর ভিড় জমাচ্ছেন। 
উপজেলার বিভিন্ন হাটবাজারে শীত মৌসুমে লেপ তোষক তৈরীর অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব দোকনে লেপ তোষক তৈরীর অর্ডাও দিতে ভিড় করেন ক্রেতারা। এছাড়াও শীতকে সামনে রেখে গ্রামের বাড়িতে, মহল্লায় ও পাড়ায় ঘুরে অসংখ্য লেপ তোষক তৈরী করতে দেখা যায়। এ সময় এক ক্রেতা জানান, হঠাৎ করে শীতের প্রকোপ বাড়ছে। নতুন বাসা ভাড়া করেছি। এই শীতে পরিবারকে সংরক্ষা রাখতে লেপ তোষকসহ প্রয়োজনীয় জিনিসপত্র বানিয়ে নিচ্ছি। মহেশপুর দোকানী মো. আরিফ হোসেন বলেন, শীতের সিজনে লেপ ও তোষকের কদর বাড়ে। তাই দোকানে কাজের চাপ বেশী। শ্রমিক ছাড়া একাই প্রতিদিন ৩-৪টি লেপ/তোষক প্রস্তুত করছি। এই সিজনে তোষক থেকে লেপের অর্ডার অনেকাংশে বেশী আসছে।
খোঁজ খবর নিয়ে জানা যায়, ক্রেতারা তুলা, কাপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে দিলে এসব দোকান থেকে শুধু মজুরী দিয়ে লেপ তোষক বানানো যাচ্ছে। আকার ও সাইজের ওপর ভিত্তি করে মজুরী ধরা হয়। এছাড়া এসব দোকানে রেডিমেটভাবেও লেপ, তোষক, বালিশ ইত্যাদি বিক্রি করা হচ্ছে। ৩-৪ হাত একটি লেপের শুধু মজুরী ধরা হয় ৩০০ টাকা। এই সাইজের একটি রেডিমেট লেপের দাম ধরা হচ্ছে ১০০০ থেকে ১৫০০ টাকা। চাহিদা অনুসারে এসব লেপ, তোষক ও বালিশ তৈরীর কাজে জুট, উইল ও শিমুল ৩ ধরনের তুলার ব্যবহার করা হয়। প্রতি কেজি শিমুল তুলার (দানা বিহীন) দাম ধরা হচ্ছে প্রায় ৬০০ টাকা। একাজে তুলা-কাপড়ের মান এবং সাইজ ও আকার অনুযায়ী দামদর ঠিক করা হয়ে থাকে।

শাফিন / শাফিন

মধুখালীতে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে তারা মেম্বারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নোয়াখালীতে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান

শালিখায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

আত্রাইয়ে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পাবিপ্রবিতে ৫৮ জন গবেষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দর্শনার বিভিন্ন মহল্লায় দাড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচারনা

দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে গণসংযোগকালে বাবু খান

শ্রীমঙ্গলে নতুন ওসির যোগদান

শীতের শুরুতেই বারহাট্টায় চিতই-ভাঁপায় মজেছে পিঠাপ্রেমীরা

পীরগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

দাউদকান্দির চন্দ্রশেখরদীতে ভূমিদস্যূর কবলে শাহজালাল : পৈত্রিক ভিটে রক্ষায় যুদ্ধ করছেন বৃদ্ধ কৃষক