রাবিতে বিপিএসসির নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনের দাবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে মৎস্য স্নাতকদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার (৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মাৎস্যবিজ্ঞান বিভাগের আয়োজনে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
এ সময় একুয়াকালচার বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আতিক উজ জামান বলেন, ফিশারিজ বিভাগ থেকে ৬ থেকে ৭ বছর পড়ে এ বিষয়ে যে জ্ঞানাের্জন করা হয়, অন্য বিভাগে পড়ে তা সম্ভব নয়। প্রাণিসম্পদ প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী এবং ডিপ্লোমা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের নেয়া হলে অদক্ষতার কারণে দেশের মৎস্য খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি যোগ্যরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে।
তিনি আরো বলেন, বিপিএসসির চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা শুধু ডিপ্লোমা করেছে তারা সুযোগ পাচ্ছে আর আমরা যারা ফিশারিশ বিভাগের স্নাতক, মাস্টার্স কমপ্লিট করছি তারা সুযোগ পাচ্ছি না। প্রতি বছর সারাদেশে এক হাজার শিক্ষার্থী এই বিভাগে ভর্তি হই কিন্তু আমাদের নিয়োগ না হয়ে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাচ্ছে। এছাড়া বিসিএসে এ বিভাগের পদ দিন দিন কমে যাচ্ছে। বিসিএসে গত বছরও আমাদের পদ ছিল ৫০টি, এ বছর তা দাঁড়িয়েছে ১৫-তে। এর কারণ হচ্ছে এই অনিয়ম বিধিমালা। আমারা এটার বাতিল চাই।
ফিশারিজ তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোহাগ বলেন, মৎস অধিদপ্তরের নিয়োগে ফিশারিজ গ্রাজুয়েটরা আবেদন করতে পারবে না, এর থেকে অপমানজনক আর কিছু হয়ে পারে না। চলমান মৎস অধিদপ্তরের নিয়োগে ফিশারিজ গ্রাজুয়েটদের আবেদন করার কোনো সুযোগ রাখা হয়নি। এটা আমাদের সাথে চরম বৈষম্যের। কারণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আমাদের কৃষি সেক্টরকে এত গুরুত্ব দিয়েছিলেন, সে জায়গাতেও আজ আমারা বৈষম্যের শিকার।
এ সময় প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শাফিন / জামান

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’
