ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

রাবিতে বিপিএসসির নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনের দাবি


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ৯-১-২০২২ দুপুর ৪:১৭

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে মৎস্য স্নাতকদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার (৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মাৎস্যবিজ্ঞান বিভাগের আয়োজনে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। 

এ সময় একুয়াকালচার বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আতিক উজ জামান বলেন, ফিশারিজ বিভাগ থেকে ৬ থেকে ৭ বছর পড়ে এ বিষয়ে যে জ্ঞানাের্জন করা হয়, অন্য বিভাগে পড়ে তা সম্ভব নয়। প্রাণিসম্পদ প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী এবং ডিপ্লোমা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের নেয়া হলে অদক্ষতার কারণে দেশের মৎস্য খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি যোগ্যরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে।

তিনি আরো বলেন, বিপিএসসির চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা শুধু ডিপ্লোমা করেছে তারা সুযোগ পাচ্ছে আর আমরা যারা ফিশারিশ বিভাগের স্নাতক, মাস্টার্স কমপ্লিট করছি তারা সুযোগ পাচ্ছি না। প্রতি বছর সারাদেশে এক হাজার শিক্ষার্থী এই বিভাগে ভর্তি হই কিন্তু আমাদের নিয়োগ না হয়ে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাচ্ছে। এছাড়া বিসিএসে এ বিভাগের পদ দিন দিন কমে যাচ্ছে। বিসিএসে গত বছরও আমাদের পদ ছিল ৫০টি, এ বছর তা দা‍ঁড়িয়েছে ১৫-তে। এর কারণ হচ্ছে এই অনিয়ম বিধিমালা। আমারা এটার বাতিল চাই।

ফিশারিজ তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোহাগ বলেন, মৎস অধিদপ্তরের নিয়োগে ফিশারিজ গ্রাজুয়েটরা আবেদন করতে পারবে না, এর থেকে অপমানজনক আর কিছু হয়ে পারে না। চলমান মৎস অধিদপ্তরের নিয়োগে ফিশারিজ গ্রাজুয়েটদের আবেদন করার কোনো সুযোগ রাখা হয়নি। এটা আমাদের সাথে চরম বৈষম্যের। কারণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আমাদের কৃষি সেক্টরকে এত গুরুত্ব দিয়েছিলেন, সে জায়গাতেও আজ আমারা বৈষম্যের শিকার।

এ সময় প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শাফিন / জামান

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা