ঢাকা বৃহষ্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

গাইবান্ধার ফুলছড়িতে ইউপি নির্বাচনে সদস্য পদে ফলাফল শীট জালিয়াতির অভিযোগ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১১-১-২০২২ বিকাল ৫:৪৩
গাইবান্ধার ফুলছড়িতে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে এরেন্ডাবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের ফলাফল শীট জালিয়াতি করে পরাজিত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার অভিযোগ পাওয়া গেছে।
 
অভিযোগে জানা যায়, গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে ভোটার সংখ্যা ২ হাজার ৪৮৬ জন। নদীভাঙনের কারণে বিচ্ছিন্ন হওয়ায় ওই ওয়ার্ডের আনন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ২৬৭ জন ও চরচৌমহন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ২১৯ জন ভোটারের ভোট প্রদানের ব্যবস্থা করে নির্বাচন কমিশন। ৫ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
 
আনন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসীন আলী পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা শেষে ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণা করেন এবং পোলিং এজেন্টদের ফলাফল শীট সরবরাহ করেন। সেখানে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আবু বক্কর টিউবওয়েল প্রতীকে পান ৮৫০ ভোট এবং মোমিনুল ইসলাম মোরগ প্রতীকে পান ৪১ ভোট।
 
এর আগেই চরচৌমহন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রভাষক সুনীল কুমার বর্মণ তার কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। সেখানে টিউবওয়েল প্রতীক পায় ৩৩ ভোট ও মোরগ প্রতীক পায় ৪৯৫ ভোট। দুই ভোটকেন্দ্রে একত্রে টিউবওয়েল প্রতীক পায় ৮৮৩ ভোট ও মোরগ প্রতীক পায় ৫৩৬ ভোট। সে হিসাবে টিউবওয়েল প্রতীকের প্রার্থী আবু বক্কর নির্বাচনে জয়লাভ করেন। ভোটের ফলাফল হিসাব করে পরাজিত মোরগ প্রতীকের প্রার্থী মোমিনুল ইসলাম ও তার লোকজন নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে আনন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে। একপর্যায়ে উত্তেজিত লোকজন ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী ছিনিয়ে নেয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রিসাইডিং কর্মকর্তাসহ ভোটগ্রহণের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা গভীর রাতে নিরাপদে ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলে আসেন।
 
আনন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মহসীন আলী রাতেই কেন্দ্রে ঘোষিত ও পোলিং এজেন্টদের নিকট সরবরাহ করা ফলাফল শীট পাল্টে রিটার্নিং কর্মকর্তার কাছে অন্য একটি ফলাফল শীট দাখিল করেন। সেখানে ফলাফল পাল্টে আবু বক্করের টিউবওয়েল প্রতীকের প্রাপ্ত ভোটের সংখ্যা ৮৫০ ভোটের স্থলে ৪৪৭ ভোট, আহের আলীর আপেল প্রতীকের ৬৪ ভোটের স্থলে ১৯০ ভোট, জাহাঙ্গীর আলমের তালা প্রতীকের ১০৫ ভোটের স্থলে ৩৬৭ ভোট সাইফুল ইসলামের ভ্যানগাড়ী প্রতীকের ১০ ভোটের স্থলে ২৫ ভোট দেখানো হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়া ফলাফল অনুযায়ী মোরগ প্রতীকের প্রার্থী মোমিনুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়। টিউবওয়েল প্রতীকের প্রার্থী আবু বক্কর বিষয়টি তদন্তসাপেক্ষে সঠিক ফলাফলের দাবি করে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
 
টিউবওয়েল প্রতীকের প্রার্থী আবু বক্কর বলেন, ফলাফল শীট জালিয়াতির বিষয়ে আমি প্রিসাইডিং অফিসার মহসীন আলীর সাথে যোগাযোগ করলে তিনি আমাকে মামলাসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখান। আমি যেন এ বিষয়ে কোথাও কোনো অভিযোগ না করতে পারি সেজন্য ভোটের পরদিন আমিসহ ১৩ জনের নাম উল্লেখ ও ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা মিথ্যা আসামি করে ফুলছড়ি থানায় নির্বাচনী সামগ্রী ছিনতাইয়ের একটি মামলা দায়ের করেছেন।
 
আনন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসীন আলী তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলেন, আমি ভোটকেন্দ্রে যে ফলাফল ঘোষণা করেছি, তাই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করেছি। ফলাফল জালিয়াতি করা হয়নি।
 
এরেন্ডাবাড়ী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মিজানুর রহমান বলেন, প্রিসাইডিং কর্মকর্তার দাখিলকৃত ফলাফল শীটের ভিত্তিতে মোমিনুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি কোনো অনিয়ম করেছেন কি-না এটা আমার জানা নেই। তবে নির্বাচন সংক্রান্ত সংক্ষুব্ধ যে কেউ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করতে পারেন। এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

শাফিন / জামান

শালিখায় তিলাওয়াতুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বীজ কিনে প্রতারণার শিকার কৃষক শফিকুলের ১০ বিঘার ধানে চিটা

শিবচরে হত্যা মামলার প্রধান আসামি শাহাদাত গ্রেফতার

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় চার শ্রমিক নিহত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

শাজাহানপুরে বাসের ধাক্কায় যুবক নিহত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ব্রহ্মপুত্র তীরের কাশফুলের খর: অর্থনৈতিক উৎসে পরিণত

ধামইরহাটে জর্ডানে নারী কর্মী পাঠাতে প্রশাসনের উদ্যোগে কর্মশালা ও জব ফেয়ার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশে ৭৮ লাখ চক্ষু পরীক্ষা ও ৪৫ লাখ লোকের চিকিৎসা করেছে অরবিস