ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

ফুলছড়িতে কৃষকের স্বপ্ন বোনা শুরু হয়েছে কাদামাটিতে


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৩-১-২০২২ দুপুর ২:১৪
শস্যভাণ্ডার হিসেবে পরিচিত গাইবান্ধা জেলা। এ জেলার অধিকাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। তাদের প্রধান ফসল বোরো ধান। এই ধান দিয়েই তাদের বেঁচে থাকা ও জীবন গড়ার স্বপ্ন দেখেন। আর সেই স্বপ্ন পূরণ করতে এবার বীজতলা থেকে চারা সংগ্রহ করে রোপণ করছেন ফুলছড়ির কৃষকরা।
 
ফুলছড়ির প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইতোমধ্যে কাদামাটিতে বুনতে শুরু করেছেন কৃষকের স্বপ্ন। পৌষের শীতকে উপেক্ষা করে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক-কৃষাণিরা। সম্প্রতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সার, বীজ ও চারা নিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন তারা। বিরামহীন গতিতে চলছে বোরো রোপণের কাজ।
 
চলতি মৌসুমে বোরো ধান রোপণে চারা সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। বিশেষ করে বর্গাচাষিদের মধ্যে চারার সংকট থাকায় বিভিন্ন হাট-বাজারে গিয়ে গুণগতমান যাচাই-বাছাই করে চারা ক্রয় করতে দেখা গেছে তাদের।
 
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দিগন্ত মাঠে হেমন্তের আমন ধানের ম ম গন্ধে নবান্নের উৎসবের ইতি না হতেই কৃষকরা বোরো ধান চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। উপজেলার পশ্চিম ছালুয়া গ্রামের মাঠে সবুর উদ্দিন নামে এক কৃষককে বোরো ধান রোপণ করতে দেখা গেছে। তিনি জানান, এবার আমন ধানে ভালো দাম পাওয়া গেছে। তাই এবার বেশি করে বোরো ধান চাষ করছি। তিনি ইতোমধ্যে ব্রি-২৮(উফশী), বাসমতি, জাতের ৩ বিঘা জমিতে বোরো ধান রোপণ শেষ করেছেন।
 
দক্ষিণ বুড়াইল গ্রামের কৃষক মোজাম্মেল মিয়া জানান, চার বিঘা জমিতে ব্রিধান ৮১ ও  হিরা ২ জাতের আমন ধান চাষ করে ফলন পেয়েছেন ১৮ মণ করে। ধান বিক্রি করেছেন ১ হাজার ২০ টাকা মণ। তিনি জানান, এ বছর ধানের ন্যায্য দাম পেয়েছি। আমি আরো ৮ বিঘা জমিতে বোরো ধান চাষের জন্য বীজতলা দিয়েছি।
 
চাষিরা বলছেন, এ মৌসুমে ভালো ফলন পেয়ে তারা খুশি। কিন্তু কিছুটা বেড়েছে উৎপাদন ব্যয়। বিঘাপ্রতি অতিরিক্ত খরচ গুনতে হয়েছে তাদের। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাওয়া নিয়েও কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাদের।
 
উদাখালী ইউনিয়নের কাঠুর ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি অফিসার মেসকাতুর রহমান জানান, চারা রোপণে লাইন, লগো করার কয়েক দিনের মধ্যে জমিতে পাচিং বসানোর পরামর্শ দেয়া হচ্ছে কৃষকদের। সেই সঙ্গে অধিক ফলনের কলাকৌশলও শেখানো হচ্ছে তাদের।
 
ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিন্টু মিয়া জানান, এ বছর ফুলছড়ি উপজেলার ৬৭০০ হেক্টর জমিতে বোরো ধান রোপণ করা হবে। এ পর্যন্ত প্রায় ১৪৫ হেক্টর জমিতে রোপণ করা হয়েছে। কৃষকরা যাতে ভালো ফলন পান সেজন্য কৃষকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কৃষকদের সার্বিক সহযোগিতায় মাঠপর্যায়ে কাজ করা হচ্ছে।

শাফিন / জামান

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

দোহার-নবাবগঞ্জে পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত