ফুলছড়িতে কৃষকের স্বপ্ন বোনা শুরু হয়েছে কাদামাটিতে
শস্যভাণ্ডার হিসেবে পরিচিত গাইবান্ধা জেলা। এ জেলার অধিকাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। তাদের প্রধান ফসল বোরো ধান। এই ধান দিয়েই তাদের বেঁচে থাকা ও জীবন গড়ার স্বপ্ন দেখেন। আর সেই স্বপ্ন পূরণ করতে এবার বীজতলা থেকে চারা সংগ্রহ করে রোপণ করছেন ফুলছড়ির কৃষকরা।
ফুলছড়ির প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইতোমধ্যে কাদামাটিতে বুনতে শুরু করেছেন কৃষকের স্বপ্ন। পৌষের শীতকে উপেক্ষা করে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক-কৃষাণিরা। সম্প্রতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সার, বীজ ও চারা নিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন তারা। বিরামহীন গতিতে চলছে বোরো রোপণের কাজ।
চলতি মৌসুমে বোরো ধান রোপণে চারা সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। বিশেষ করে বর্গাচাষিদের মধ্যে চারার সংকট থাকায় বিভিন্ন হাট-বাজারে গিয়ে গুণগতমান যাচাই-বাছাই করে চারা ক্রয় করতে দেখা গেছে তাদের।
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দিগন্ত মাঠে হেমন্তের আমন ধানের ম ম গন্ধে নবান্নের উৎসবের ইতি না হতেই কৃষকরা বোরো ধান চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। উপজেলার পশ্চিম ছালুয়া গ্রামের মাঠে সবুর উদ্দিন নামে এক কৃষককে বোরো ধান রোপণ করতে দেখা গেছে। তিনি জানান, এবার আমন ধানে ভালো দাম পাওয়া গেছে। তাই এবার বেশি করে বোরো ধান চাষ করছি। তিনি ইতোমধ্যে ব্রি-২৮(উফশী), বাসমতি, জাতের ৩ বিঘা জমিতে বোরো ধান রোপণ শেষ করেছেন।
দক্ষিণ বুড়াইল গ্রামের কৃষক মোজাম্মেল মিয়া জানান, চার বিঘা জমিতে ব্রিধান ৮১ ও হিরা ২ জাতের আমন ধান চাষ করে ফলন পেয়েছেন ১৮ মণ করে। ধান বিক্রি করেছেন ১ হাজার ২০ টাকা মণ। তিনি জানান, এ বছর ধানের ন্যায্য দাম পেয়েছি। আমি আরো ৮ বিঘা জমিতে বোরো ধান চাষের জন্য বীজতলা দিয়েছি।
চাষিরা বলছেন, এ মৌসুমে ভালো ফলন পেয়ে তারা খুশি। কিন্তু কিছুটা বেড়েছে উৎপাদন ব্যয়। বিঘাপ্রতি অতিরিক্ত খরচ গুনতে হয়েছে তাদের। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাওয়া নিয়েও কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাদের।
উদাখালী ইউনিয়নের কাঠুর ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি অফিসার মেসকাতুর রহমান জানান, চারা রোপণে লাইন, লগো করার কয়েক দিনের মধ্যে জমিতে পাচিং বসানোর পরামর্শ দেয়া হচ্ছে কৃষকদের। সেই সঙ্গে অধিক ফলনের কলাকৌশলও শেখানো হচ্ছে তাদের।
ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিন্টু মিয়া জানান, এ বছর ফুলছড়ি উপজেলার ৬৭০০ হেক্টর জমিতে বোরো ধান রোপণ করা হবে। এ পর্যন্ত প্রায় ১৪৫ হেক্টর জমিতে রোপণ করা হয়েছে। কৃষকরা যাতে ভালো ফলন পান সেজন্য কৃষকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কৃষকদের সার্বিক সহযোগিতায় মাঠপর্যায়ে কাজ করা হচ্ছে।
শাফিন / জামান
চাঁদপুরে সেচ প্রকল্পের সাড়ে ৩শ’ কিলোমিটার খাল বেদখল, ক্ষতিগ্রস্ত কৃষকরা
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
রাণীনগরে পাঁচ দিনব্যাপী কাব-ক্যাম্পুরীর সমাপনি
রাজস্থলীতে পেশাদার সাংবাদিক সাথে নবাগত ইউএনওর সৌজন্যে মতবিনিময়
গোয়ালঘরে কৃষকের দুটি গরু জবাই করে রেখে গেল দুর্বৃত্তরা
মধুখালীতে নির্বাচনী ব্যানার–ফেস্টুন অপসারণে প্রশাসনের অভিযান
নরসিংদীতে ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেত্রকোনায় জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা বর্জন মুক্তিযোদ্ধাদের
লাকসামে পৌরসভা ৬নং ওয়ার্ডে বিএনপি’র মহিলা সমাবেশ অনুষ্ঠিত
শ্রমিক অসন্তোষঃ ৭ দিন পর কাজে ফিরেছেন পি.এন.কম্পোজিট লিঃ কারখানার শ্রমিকরা
চুয়াডাঙ্গায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আনোয়ারায় বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ৬ দফা দাবিতে কর্মবিরতি
বাঘা থানা কর্তৃক মাদকসহ বিভিন্ন অপরাধে আটক ৩,
Link Copied