ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

জাবিতে রণজিৎ-মেহেদী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৪৮ ব্যাচ


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ১৩-১-২০২২ রাত ৯:৫৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে রণজিৎ-মেহেদী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ৪৮ ব্যাচ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১২টায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ৪৬ ব্যাচকে হারিয়ে তারা এ বিজয় অর্জন করেন।
ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য ট্যুর্নামেন্ট হয়েছে ৪৮ ব্যাচের শিক্ষার্থী সাদমান আপন, সেরা গোলকিপার মেরাজ হাসান এবং সেরা গোলদাতা নির্বাচিত হয়েছে আরাফ। টুর্নামেন্টের সেরা গোলদাতা হয়েছে ৪৬ ব্যাচের মোনাজাত হোসেন মুন্না।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ টিমের হাতে পুরষ্কার তুলে দেন বিভাগের সভাপতি অধ্যাপক নাসরীন সুলতানা, অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক শামছুল আলম, সহযোগী অধ্যাপক মোছা. তমালিকা সুলতানা, সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম, ছাত্রকল্যাণ উপদেষ্টা সহকারী অধ্যাপক মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া ও সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান।
টুর্নামেন্টের আয়োজন সম্পর্কে অধ্যাপক নাসরীন সুলতানা বলেন, ‘বিভাগের দুই প্রয়াত শিক্ষার্থীর স্মরণে যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তার মাধ্যমে একদিকে যেমন তাদেরকে স্মরণ করা হয়েছে, অন্যদিকে তেমনই নতুন মুখ খুঁজে আনা সম্ভব হয়েছে। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে বলে আশা রাখি। যেকোন ধরণের সহায়তার জন্য বিভাগ সর্বদা পাশে থাকবে।’
 
এসময় তিনি টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।আয়োজক কমিটির সদস্য মাসুদ রানা বলেন, "আজকের প্রোগ্রামের সমাপ্তির মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের পূর্ণতা পেলো। সকলের সম্মিলিত প্রচেষ্টা না থাকলে এমন আয়োজন সম্ভব হতো না। সামনের দিনগুলোয় আমাদের জুনিয়ররাও যেন এমন আয়োজনের মধ্য দিয়ে বিভাগকে উৎসবমুখর রাখে সে প্রত্যাশা রইলো।"
 
প্রসঙ্গত, প্রয়াত রনজিৎ দাস চৌহান ও মেহেদী হাসান উভয়েই সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী। গত ২০২০ সালের ১৬ নভেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন রণজিৎ দাস। আর গত বছরের ১৩ এপ্রিল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন মেহেদী হাসান। প্রয়াত দুই শিক্ষার্থীর স্মৃতি স্মরণে আয়োজিত হয় এই টুর্নামেন্ট।

এমএসএম / এমএসএম

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন