ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

জাবিতে রণজিৎ-মেহেদী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৪৮ ব্যাচ


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ১৩-১-২০২২ রাত ৯:৫৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে রণজিৎ-মেহেদী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ৪৮ ব্যাচ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১২টায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ৪৬ ব্যাচকে হারিয়ে তারা এ বিজয় অর্জন করেন।
ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য ট্যুর্নামেন্ট হয়েছে ৪৮ ব্যাচের শিক্ষার্থী সাদমান আপন, সেরা গোলকিপার মেরাজ হাসান এবং সেরা গোলদাতা নির্বাচিত হয়েছে আরাফ। টুর্নামেন্টের সেরা গোলদাতা হয়েছে ৪৬ ব্যাচের মোনাজাত হোসেন মুন্না।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ টিমের হাতে পুরষ্কার তুলে দেন বিভাগের সভাপতি অধ্যাপক নাসরীন সুলতানা, অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক শামছুল আলম, সহযোগী অধ্যাপক মোছা. তমালিকা সুলতানা, সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম, ছাত্রকল্যাণ উপদেষ্টা সহকারী অধ্যাপক মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া ও সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান।
টুর্নামেন্টের আয়োজন সম্পর্কে অধ্যাপক নাসরীন সুলতানা বলেন, ‘বিভাগের দুই প্রয়াত শিক্ষার্থীর স্মরণে যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তার মাধ্যমে একদিকে যেমন তাদেরকে স্মরণ করা হয়েছে, অন্যদিকে তেমনই নতুন মুখ খুঁজে আনা সম্ভব হয়েছে। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে বলে আশা রাখি। যেকোন ধরণের সহায়তার জন্য বিভাগ সর্বদা পাশে থাকবে।’
 
এসময় তিনি টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।আয়োজক কমিটির সদস্য মাসুদ রানা বলেন, "আজকের প্রোগ্রামের সমাপ্তির মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের পূর্ণতা পেলো। সকলের সম্মিলিত প্রচেষ্টা না থাকলে এমন আয়োজন সম্ভব হতো না। সামনের দিনগুলোয় আমাদের জুনিয়ররাও যেন এমন আয়োজনের মধ্য দিয়ে বিভাগকে উৎসবমুখর রাখে সে প্রত্যাশা রইলো।"
 
প্রসঙ্গত, প্রয়াত রনজিৎ দাস চৌহান ও মেহেদী হাসান উভয়েই সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী। গত ২০২০ সালের ১৬ নভেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন রণজিৎ দাস। আর গত বছরের ১৩ এপ্রিল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন মেহেদী হাসান। প্রয়াত দুই শিক্ষার্থীর স্মৃতি স্মরণে আয়োজিত হয় এই টুর্নামেন্ট।

এমএসএম / এমএসএম

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি