শেরপুরে দলিল লেখক সমিতির অফিসে তালা : অনিয়মের প্রতিবাদে সোচ্চার সাধারণ দলিল লেখকরা
বগুড়ার শেরপুরের সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা, অতিরিক্ত অর্থ আদায় এবং অনিয়মের প্রতিবাদে সাধারণ দলিল লেখকদের তোপের মুখে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই শেরপুরে সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির কমিটি বিলুপ্ত করা নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল হট্টগোল, সশস্ত্র মহড়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে সমিতির সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন সরকারদলীয় নেতাকর্মীরা। সেই সঙ্গে সমিতির কার্যালয়ের প্রধান ফটকে তালাও ঝুলিয়ে দিয়েছেন তারা। সোমবার (১৪ জুন) দুপুরের দিকে শহরের খন্দকারপাড়াস্থ সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এদিকে, এসব ঘটনার পর থেকেই ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। সেখানে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে।
সরেজমিন দলিল লেখক সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৯ সালের ২৭ জুনে বাংলাদেশ দলিল লেখক (মোহরার) সমিতির শেরপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয় সিলেকশনের মাধ্যমে। দুই বছরের জন্য গঠিত এই কার্যনিবাহী কমিটি সমিতির কার্যক্রম পরিচালনা করে আসছে। মেয়াদ পূর্ণ হতে আরো এক বছর বাকি রয়েছে। কিন্তু সমিতির কর্মকর্তারা নিজেরাই রেজুলেশন করে কমিটির মেয়াদ এক বছর বাড়িয়ে তিন বছর করে নেন, যার কারণে সাধারণ দলিল লেখকদের পক্ষ থেকে সমিতির কার্যনির্বাহী কমিটি ভেঙে দেয়ার দাবি ওঠে।
নাম প্রকাশে অনিচ্ছুক দলিল লেখক সমিতির সদস্যরা বলেন, সরকারি ফি পৌরসভার বাইরে সাড়ে ৬ পার্সেন্ট এবং পৌরসভার ভেতরে সাড়ে ৭ পার্সেন্ট। অথচ সমিতির পক্ষ থেকে কখনো কখনো জমি ক্রেতাদের কাছ থেকে ৯-১৩ পার্সেন্ট হারে পর্যন্ত টাকা আদায় করা হয়ে থাকে। এসব দলিল লেখকরা সাধারণ মানুষের কথা ভেবে সমিতির বিলুপ্তি চান। রেজিস্ট্রি অফিসের সমিতির মাধ্যমে আদায়কৃত অতিরিক্ত অর্থের অংশ প্রভাবশালী অনেকের পকেটেই যায় বলে স্থানীয় সুধীজনরা মনে করেন।
পূর্বঘোষণা ও সাধারণ সভার আয়োজন ছাড়াই রবিবার (১৩ জুন) দুপুরে সমিতির কার্যনির্বাহী কমিটি ভেঙে দেয়ার ঘোষণা দেন সমিতির সভাপতি এসএম ফেরদৌস। সেই সঙ্গে দীলিপ বসাককে আহ্বায়ক ও আতাউর রহমানকে যুগ্ম-আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে এই আহ্বায়ক কমিটি গঠন ও ঘোষণাকে অবৈধ আখ্যায়িত করে তীব্র প্রতিবাদ জানান সরকার সমর্থক দলিল লেখকদের একটি অংশ। এ সময় উপস্থিত দলিল লেখকরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। পরে তাদের মধ্যে তুমুল হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। আর এ ঘটনার জের ধরে সোমবার সকাল থেকেই সমিতির দখল নিতে শুরু হয় সশস্ত্র মহড়া। একপর্যায়ে সরকার সমর্থক দলিল লেখকদের পক্ষে অবস্থান নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিবের নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে সমিতির সব কার্যক্রম বন্ধ করে দেয়াসহ সমিতির কার্যালয়ের প্রধান ফটকে তালা মেরে দেন বলেও জানান তারা।
এ সম্পর্কে দলিল লেখক সমিতির সাবেক সভাপতি এসএম ফেরদৌস বলেন, সাধারণ দলিল লেখকদের জোরালো দাবির পরিপ্রেক্ষিতেই মেয়াদ পূর্ণ না হলেও কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠিত হবে। এছাড়া সমিতির সব কার্যক্রম বন্ধসহ কার্যালয়ে তালা দেয়ার ঘটনাটি শুনেছি। তখন আমি সেখানে উপস্থিত ছিলাম না, তাই ঘটনাটি সম্পর্কে বেশিকিছু জানি না।
দলিল লেখক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আতাউর রহমান বলেন, শতকরা ৯৫ ভাগ সদস্যের মতামতের ভিত্তিতে তাদের আহ্বায়ক কমিটির দায়িত্ব দেয়া হয়। তাই দায়িত্ব নিয়ে সুষ্ঠু-সুন্দরভাবে সমিতি পরিচালনা ও আগামীতে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের কার্যক্রম শুরু করা হয়। এরই মধ্যে সোমবার দুপুরের দিকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সমিতির সব কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। এমনকি তাদের সেখান থেকে বের করে দিয়ে সমিতির কার্যালয়ে তালা দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির নামে সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল। তাই সমিতির সব কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে বলে স্বীকার করেন তিনি।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, কমিটি গঠন নিয়ে দুপক্ষের বিরোধ তৈরি হয়েছে। এরই জের ধরে গত দুদিন যাবৎ সেখানে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলার যেন অবনতি না ঘটে, সেজন্যই সেখানে পুলিশ রয়েছে বলে জানান তিনি।
এমএসএম / জামান
মধুখালীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী সৌরভ গ্রেফতার
রায়গঞ্জের চান্দাইকোনায় পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন
বেনাপোল ঘিবা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার
নির্বাচন ঘিরে রাজনীতিতে বাড়ছে বসন্তের কোকিলের আনাগোনা
বড়লেখায় প্রাথমিকে পাঠদানের অনুমিত পেল শিশু শিক্ষা একাডেমি
জামালপুরে কার্ভাড ভ্যানের চাপায় নিহত ৫, আহত ৩
মাগুরায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রামে কচাকাটা থানাকে উপজেলা বাস্তবায়ন করার দাবীতে গণস্বাক্ষর অনুষ্ঠিত
ঠাকুরগাঁও সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার
নওগাঁয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তারুণ্যের উৎসব ২০২৫: সন্দ্বীপে অনুষ্ঠিত হলো সমৃদ্ধি কর্মসূচির সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
পটুয়াখালীর জনদুর্ভোগ নিয়ে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন
সুবর্ণচরে বয়সের তথ্য গোপন করে গ্রাম পুলিশে চাকরি করছেন আওয়ামিলীগ নেতা
Link Copied