ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

রাবিতে স্বাধীনতা কাপ ক্রিকেট টুনার্মেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১-২০২২ রাত ৮:৪০

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) আয়োজনে ‘স্বাধীনতা কাপ ক্রিকেট টুনার্মেন্ট-২০২১' এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে পুরষ্কার বিতরণ করা হয়।

টুনার্মেন্টের ফাইনালে জয় লাভ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং ১৮ রানে পরাজিত হয় শিক্ষক সমিতি৷ ফাইনালে ম্যান-অব-দ্যা ম্যাচ নির্বাচিত হন খালিদ হাসান এবং পুরো টুর্নামেন্টে সবোর্চ্চ রান সংগ্রহ করে ম্যান-অব-দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন আশিক ইসলাম। অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা৷ 

মুঠোফোনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এসময় তিনি ছাত্র-শিক্ষক সম্প্রীতি লক্ষ্যে ভবিষ্যতেও এমন আয়োজনের জন্য প্রত্যাশা ব্যক্ত করেন৷ 

এসময় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। করোনা সংকট কাটিয়ে, আমরা একজন আরেকজনের কাছে গিয়েছি। সম্পর্ক উন্নয়নে এ ধরনের আয়োজন অনেক সহায়তা করে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক মহল থেকে এমন সাংবাদিক আসবে যারা বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়িয়ে, নিজেকে মহান করে তুলবে। এ খেলার‌ মাধ্যমে আমরা সকলের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছি।  এছাড়া তিনি এমন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷ 

রাবিসাসের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহীন আলম। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পান্ডে, ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে 'স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট' এ মোট ছয়টি দল অংশ নেয়। সেগুলো হলো- রাবি শিক্ষক সমিতি, রাবি সাংবাদিক সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি অফিসার সমিতি এবং রাবি ছাত্রলীগ। 

এমএসএম / এমএসএম

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা