ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

মানিকগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৮-১-২০২২ বিকাল ৭:৫৫
মানিকগঞ্জের দৌলতপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার চক মিরপুর এলাকার মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামানের বাড়িতে ডাকাতির ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন-জেলার দৌলতপুর উপজেলার মীরহাটাইল এলাকার মৃত কুদ্দুসের ছেলে রুস্তম (৫০), ওয়াইল এলাকার মৃত আমজাদের ছেলে ইমন (৪০), চরকাটারী এলাকার নুরু শেখের ছেলে মো. আরিফ শেখ (২৬) ও একই এলাকার মোহাম্মদ আব্দুল শেখের ছেলে মোঃ রুবেল (২৬), জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার ইউসুফ আলী শেখের ছেলে সানোয়ার হোসেন ছানু (২৬), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার রতনদিয়া এলাকার বহুত আলী বেপারীর ছেলে মোঃ বাবুল হোসেন (৩৬) ও একই জেলার চৌহালী থানার চর পাচুরিয়া এলাকার মোহাম্মদ শফিকুল ইসলামের ছেলে মোস্তফা কামাল (৩৭)।মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। 
 
তিনি জানান, গত ৮ ই জানুয়ারি জেলার দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামানের বাসায় ১০/১২ জনের একটি ডাকাত দল ঘরের বারান্দার গ্রিল কেটে বাড়িতে ঢুকে বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার দৌলতপুর থানায় মামলা হলে পুলিশের একটি বিশেষ টিম প্রযুক্তি ব্যবহার করে মানিকগঞ্জ, সিরাজগঞ্জ এবং রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পর্যায়ক্রমে ওই ডাকাতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাদের দেয়া তথ্যানুসারে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেট কার, লুন্ঠিত টাকার মধ্যে হইতে নগদ ২১ হাজার টাকা, দুইটি স্বর্নের চেইন, একজোড়া কানের দুল এবং বিভিন্ন কোম্পানীর ০৮ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি আরো জানান,গ্রেপ্তারের পর ডাকাতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হবে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান