ঢাকা মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

ফুলছড়িতে শীতে কাবু চরাঞ্চলের লক্ষাধিক মানুষ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২০-১-২০২২ দুপুর ১২:৪৯

 ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপাকে পড়েছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের মানুষেরা। উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়ন ব্রহ্মপুত্র নদ বেষ্টিত। এসব ইউনিয়নের বাসিন্দাদের প্রাকৃতিক দুর্যোগ এলেই চরম দুর্ভোগে পড়তে হয়। বর্ষায় বন্যা ও নদী ভাঙনের পর এবার তারা তীব্র শীতের কবলে পড়েছেন। গত কয়েকদিনের ঘন কুয়াশা আর তীব্র শীতে চরাঞ্চলের মানুষ বিপাকে পড়েছে। বিশেষ করে নারী ও শিশুরা শীতে কাবু হয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার এরেন্ডাবাড়ী, ফজলুপুর, ফুলছড়ি, উড়িয়া ও গজারিয়া ইউনিয়নের চরগুলোতে লক্ষাধিক মানুষের বসবাস। এসব ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের করাল গ্রাসে ভিটেমাটি হারিয়ে হাজার হাজার পরিবার অস্থায়ীভাবে ঘর তৈরি করে কোনো রকম বসবাস করছে চরাঞ্চলে। কেউবা অন্যের জমিতে আশ্রয় নিয়ে বসবাস করছেন। চরাঞ্চলের বেশির ভাগ মানুষ কৃষি ও মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে। যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হওয়ার কারণে তারা চিকিৎসাসহ সরকারি অনেক সেবা থেকে বঞ্চিত থাকেন। চরাঞ্চলে গাছপালা কম হওয়ার কারণে রোদ, বৃষ্টি ও শীত সব মৌসুমেই কষ্টে দিনাতিপাত করে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত পরিবারগুলো। তারা অনেকে বিভিন্নভাবে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করে থাকেন। তীব্র শীতের কারণে এদের মধ্যে শ্রমিক, মজুর ও দৈনন্দিন খেটে খাওয়া মানুষের কাজকর্মে ছন্দপতন ঘটেছে। শীতের কারণে অনেকে কাজের জন্য বাহিরে বের হতে পারছেন না। উপজেলা ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারী এলাকার বাসিন্দা আব্দুর রশিদ বলেন,চরাঞ্চলের নিম্নআয়ের  মানুষগুলো শীতে কাবু হয়ে পড়েছে। এখানকার অনেক মানুষ শীত থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন।
উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের বাসিন্দা  জামিরুল ইসলাম সম্রাট  বলেন,হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় মানুষের অনেক কষ্ট হয়েছে। শ্রমজীবী ও পেশাজীবী মানুষেরা শীতের কারণে রাস্তায় বের হচ্ছে পারছেন না। সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম তরান্বিত করা প্রয়োজন।
ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুজ্জামান শামীম বলেন,সরকারিভাবে উপজেলায় পাওয়া ৩ হাজার ২৮৩টি কম্বল প্রতিটি ইউনিয়ন পরিষদে বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ তালিকা করে কম্বল বিতরণ করবে। শীতার্ত কেউ কম্বল না পেলে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলে কম্বলের ব্যবস্থা করা হবে।

শাফিন / শাফিন

রামুর তেচ্ছিপুলে সিএনজি–ডাম্পার সংঘর্ষে শিশু নিহত, আহত ৪

গোবিপ্রবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

লাকসাম ৪নং ওয়ার্ডে বিএনপির জনসভা

কেংড়াছড়িতে আগুনে পুড়ে সব হারালো কাসেম

গোবিপ্রবির সামনে ককটেল বিস্ফোরণ

ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

মহেশখালী-কক্সবাজার নৌ রুটে যাত্রী নিয়ে উল্টে গেল স্পীড বোট, নিহত ১

কালিয়ার প্রতিটি পরিবারের সেবক হিসেবে কাজ করতে চাই-প্রফেসর নাগিব হোসেন

মহম্মদপুরে উপজেলা ছাত্রদলের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লায় প্রবাসী সাংবাদিকের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

রামুতে সরিষা হলুদের আলপনায় গ্রামীণ সৌন্দর্য

গাজীপুরে কলেজে বিনামূল্যের ন্যাপকিন বক্স স্থাপন করলেন ছাত্রদল নেতা সাব্বির

কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকীতে প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ