ঢাকা মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

ফুলছড়ির চরাঞ্চলের মানুষের পণ্য পরিবহনের একমাত্র বাহন ঘোড়ার গাড়ি


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২১-১-২০২২ দুপুর ৪:১১
সম্প্রতি ফুলছড়ি উপজেলার আলগারচর, জিগাবাড়ি, চর বাজে ফুলছড়ি, হরিচন্ডি, ফজলুপুরের বিভিন্ন চরাঞ্চল ঘুরে শত শত ঘোড়ার গাড়িতে করে মালামালসহ পণ্য আনা-নেয়ার এমন চিত্র দেখা গেছে।
 
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চরাঞ্চলের মানুষের মালামাল পরিবহনসহ ব্যবসায়ীদের পণ্য আনা-নেয়ার জন্য বর্তমানে একমাত্র মাধ্যম ঘোড়ার গাড়ি। জেলার বুক চিরে বয়ে গেছে দীর্ঘতম নদ-নদীগুলির একটি ব্রহ্মপুত্র নদ। বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র নদের অববাহিকাসহ চরাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেলে সে সময় যাতায়াতের একমাত্র মাধ্যম হয় নৌকা। তবে শুষ্ক মৌসুমে যাতায়াতের প্রধান মাধ্যম ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি দিয়ে জীবিকা নির্বাহ করছেন ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী, গজারিয়া ফুলছড়ি, ফজলুপুর ইউনিয়নসহ বিভিন্ন চরাঞ্চলের মানুষ।
 
স্থানীয় ব্যবসায়ী ও কৃষকরা জানান, বর্তমানে শুষ্ক মৌসুমে ব্রহ্মপুত্রের বিশাল এলাকাজুড়ে এখন ধু-ধু বালুচর। এ সময় চরাঞ্চলে বসবাসকারী কৃষকদের কৃষিপণ্য ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় মালামাল পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হয়। এসব চরাঞ্চল অন্য কোনো যানবাহন চলাচলের অনুপযোগী হওয়ায় ঘোড়ার গাড়িই একমাত্র মাধ্যম।
 
চরাঞ্চলে উৎপাদিত ফসল এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনে ঘোড়ার গাড়ি ব্যবহৃত হচ্ছে। এক ঘোড়া দিয়ে ছোট ছোট মোটরের টায়ারের চাকায় চলে এসব গাড়ি। চরাঞ্চলে উৎপাদিত বিভিন্ন পণ্য নিয়ে কিছু কিছু জায়গা থেকে অনায়াসে চলতে পারলেও অনেক স্থানে গভীর বালু থাকায় গাড়ি যাতায়াতে ভোগান্তির শিকার হতে হয়। প্রতিটি গাড়িতে ১৫ থেকে ২০ মণ কৃষি পণ্য পরিবহন করা যায়। চরাঞ্চলের মানুষ ঘোড়ার গাড়িতেই বালু চর পেরিয়ে তাদের গন্তব্যে যাতায়াত করছে।
 
ঘোড়ার গাড়ি চালকরা জানান, সাধারণত মাইক্রোবাসের পুরনো চাকা দিয়ে ঘোড়ার গাড়ি তৈরি করেন তারা। প্রতিটি গাড়ি তৈরি করতে খরচ পড়ে ১২-১৪ হাজার টাকা। একটি ঘোড়া কিনতে লাগে আরো ২৫-৩০ হাজার টাকা। সারাদিনে আয় হয় ৬০০-৮০০ টাকা। তা দিয়ে পরিবারের ভরণ-পোষণসহ সংসারের অনান্য খরচ বহন করেন তারা। চরাঞ্চলে বালুর গভীরতা বেশি থাকায় অনান্য যানবাহন চলাচল করতে পারে না। ফলে মালামাল পরিবহনে ঘোড়ার গাড়িই একমাত্র বাহন।

এমএসএম / জামান

রামুর তেচ্ছিপুলে সিএনজি–ডাম্পার সংঘর্ষে শিশু নিহত, আহত ৪

গোবিপ্রবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

লাকসাম ৪নং ওয়ার্ডে বিএনপির জনসভা

কেংড়াছড়িতে আগুনে পুড়ে সব হারালো কাসেম

গোবিপ্রবির সামনে ককটেল বিস্ফোরণ

ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

মহেশখালী-কক্সবাজার নৌ রুটে যাত্রী নিয়ে উল্টে গেল স্পীড বোট, নিহত ১

কালিয়ার প্রতিটি পরিবারের সেবক হিসেবে কাজ করতে চাই-প্রফেসর নাগিব হোসেন

মহম্মদপুরে উপজেলা ছাত্রদলের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লায় প্রবাসী সাংবাদিকের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

রামুতে সরিষা হলুদের আলপনায় গ্রামীণ সৌন্দর্য

গাজীপুরে কলেজে বিনামূল্যের ন্যাপকিন বক্স স্থাপন করলেন ছাত্রদল নেতা সাব্বির

কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকীতে প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ