কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ব্যাপক বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রদীপ চক্রবর্ত্তী গত ২৯ ডিসেম্বর অবসরে যাওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বোর্ড সচিব আব্দুল আলীমকে রুটিন কাজ করার নিয়ম থাকলেও চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়তি বিভিন্ন কাগজ পত্র বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির কারণে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বোর্ডের টাকায় বিভিন্ন এলাকায় ভ্রমন এবং আলিশান জীবন যাপন করা এবং চেয়ারম্যান হিসবেও জোর লবিং চালিয়ে যাচ্ছে বলে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা জানান।
চট্টগ্রাম শিক্ষঅ বোর্ড সূত্রে জানায়, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দেখাশুনার দায়িত্বে আছেন সচিব প্রফেসর আবদুল আলীম। প্রশাসনিক অদক্ষতার কারণে বিভিন্ন সময়ে সমালোচিত বোর্ডের সচিব এর বিরুদ্ধে কারণে অকারণে ঢাকা ভ্রমনের অভিযোগ উঠেছে। গত ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করার অভিযোগ রয়েছে।
গত ২৯ ডিসেম্বর অপরাহ্নে চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী অবসরে গেলে দায়িত্ব নেন সচিব প্রফেসর আবদুল আলীম। ঐদিন সন্ধ্যায় তিনি ঢাকা গমন করেন, ফিরে আসেন ১ জানুয়ারি, ৩ জানুয়ারি তিনি পুনরায় ঢাকা গমন করেন, ৫ দিন অবস্থান করে ফিরে আসেন ৭ জানুয়ারি। ১২ জানুয়ারি তিনি পুনরায় ঢাকা গমন করেন ফিরে আসেন ১৪ জানুয়ারী। চেয়ারম্যান পদে পদায়নের তদবির তাঁর ঢাকা ভ্রমনের মুল লক্ষ্য। বোর্ড সূত্রে জানা যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বোর্ডের কার্যক্রমে অংশ না নিয়ে চেয়ারম্যান পদের তদবিরে ব্যস্থ থাকায় সেবা প্রার্থীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না, অনেকে দূরদূরান্ত থেকে দেখা করতে এসে ফেরত যাচ্ছে, বোর্ডেপ্রশাসনিক স্থবিরতার সৃষ্টি হয়েছে।
বোর্ডের দায়িত্ব নেওয়ার ১৫ কর্মদিবসের মধ্যে ১১ দিন ঢাকায় অবস্থান করে ১৭ জানুয়ারি আবার ঢাকা ৩ দিনের জন্য। শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্টরা মনে করেন ভ্রমণ ভাতা বিল নেওয়া ও ব্যক্তিগত কাজে অফিসের প্রতি উদাসীনতা খবই দুঃখজনক, এ ধরনের কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আলীমের বিরুদ্ধে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির পিতা চট্টগ্রামের সাবেক সিটি মেয়র এ.বিএম মহিউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে এক সময়ে মিথ্যা ও হয়নানিমূলক মামলা করে ফাঁসানোর চেষ্ঠার অভিযোগও রয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকা প্রফেসর আব্দুল আলীমের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন, অভিযোগ সঠিক হলে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিবেন কর্তৃপক্ষ।
জামান / জামান

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তালাবদ্ধ দোকানঘর থেকে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার; পলাতক স্বামী

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, ৮ জনের কারাদণ্ড

পটুয়াখালীতে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি
