লোহাগড়া থেকে বুদ্ধিপ্রতিবন্ধী যুবক ফিরে গেলেন পটুয়াখালীর নিজ বাড়িতে

নড়াইলের লোহাগড়া থানা থেকে বুদ্ধিপ্রতিবন্ধী একজন যুবককে স্বজনদের সহযোগিতায় নিজ বাড়ি পটুয়াখালীতে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার থানখালী ইউনিয়নের উত্রত মিয়ানবাড়িয়া গ্রামের মুনছুর গাজীর ছেলে হাসিব গাজী (২০) জন্মগত বুদ্ধিপ্রতিবন্ধী। মাঝেমধ্যেই সে বাড়ি থেকে বের হয়ে দেশের বিভিন্ন এলাকায় চলে যায়। খোঁজখবর নিয়ে স্বজনরা তাকে বাড়িতে ফিরিয়েও আনেন।
বুদ্ধিপ্রতিবন্ধী হাসিব গাজী সম্প্রতি বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি শেষে গত ১২ জুন রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় (সিডি) বাাজরে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করেছিল। এ সময় ওই ইউনিয়নের গ্রামপুলিশ রবিউল ইসলাম, বাজারের নৈশপ্রহরী ঝন্টু ভূঁইয়া, খায়ের, ইলিয়াচ ওই যুবককে (বুদ্ধিপ্রতিবন্ধী হাসিব গাজী) ধরে ব্যপক জিজ্ঞাসাবাদ করে এবং তারা নিশ্চিত হন যে, হাসিব বুদ্ধিপ্রতিবন্ধী। তারা বিষয়টি এলাকায় সাংবাদিক মো. পিকুল আলমকে অবহিত করেন। সাংবাদিক পিকুল আলম বিষয়টি অপর সাংবাদিক, নিরাপদ সড়ক ও রেলপথ বস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতার চেয়াম্যান খায়রুল আলমকে জানালে তিনি ওই বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে লোহাগড়া থানায় পাঠানোর পরামর্শ দেন।
গত ১৩ জুন সকালে সাংবাদিক মো. পিকুল আলম বুদ্ধিপ্রতিবন্ধী হাসিব গাজীকে লোহাগড়া থানায় পৌঁছে দেন। এরপর লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বুদ্ধিপ্রতিবন্ধী যুবক হাসিবকে থানায় রেখে তার স্বজনদের খোঁজখবর নেয়া শুরু করেন। ইতোমধ্যে সাংবাদিক মো. পিকুল আলম বিষয়টি পটুয়াখালীর কলাপাড়ার দৈনিক সকালের সময়ের প্রতিনিধি তরিকুল ইসলামকে (দিপু) অবহিত করেন। শেষ প্রর্যন্ত পটুয়াখালীর কলাপাড়া থানার ইন্সেপেক্টর (তদন্ত) মো. আসাদুর রহমানের সহযোগিতায় হারানো বুদ্ধিপ্রতিবন্ধী হাসিবের স্বজনদের সন্ধান পান এবং হাসিবের স্বজনদের লোহাগড়া থানায় আসার জন্য বলা হয়। সে মোতাবেক বুধবার (১৬ জুন) সকালে ওই বুদ্ধিপ্রতিবন্ধী যুবক হাসিবকে বাড়িতে নেয়ার জন্য তার মামাতো ভাই শরিফুল ইসলাম লোহাগড়া থানায় আসেন। এ সময় লোহাগড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন, সাংবাদিক পিকুল আলমসহ অন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় লোহাগড়া থানায় অফিসার ইনর্চাজ (ওসি) শেখ আবু হেনা মিলন হারনো বুদ্ধিপ্রতিবন্ধী হাসিবকে তার মামাতো ভাই শরিফুলের কাছে হস্তান্তর করেন।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা তাদের পটুয়াখালী যাতায়াত বাবদ দুই হাজার টাকা প্রদান করেন।
এমএসএম / জামান

হাইস্পিড গ্রুপ অফ কোম্পানির মালিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান

বোদায় মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

হাটহাজারী মাদ্রাসায় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য কবর জেয়ারত ও পরিচালক'র সাথে সৌজন্য সাক্ষাত

ভবদাহ অঞ্চলে পানিবন্দি শত শত পরিবার

বারহাট্টার প্রকৃতিতে ফুটন্ত শাপলা যেন হাতছানি দিয়ে ডাকছে

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মুন্নুর মৃত্যুবার্ষিকীতে চিকিৎসা সেবা ও শ্রদ্ধাঞ্জলি

বিয়ে হয়নি তবুও নিচ্ছেন মাতৃত্বকালীন ভাতার টাকা

মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় রাসেল মৃধা গ্রেপ্তার

কর্ণফুলী পেপার মিলসের তামার তার পাচারের সময় ১ জন গ্রেফতার

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা বিস্ফোরক মামলার আসামি ভারতে পালানোর সময় গ্রেপ্তার

তানোরে বিএনপির স্থবিরতা কাটাতে মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তৃণমূল নেতাকর্মীদের!
