লোহাগড়া থেকে বুদ্ধিপ্রতিবন্ধী যুবক ফিরে গেলেন পটুয়াখালীর নিজ বাড়িতে

নড়াইলের লোহাগড়া থানা থেকে বুদ্ধিপ্রতিবন্ধী একজন যুবককে স্বজনদের সহযোগিতায় নিজ বাড়ি পটুয়াখালীতে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার থানখালী ইউনিয়নের উত্রত মিয়ানবাড়িয়া গ্রামের মুনছুর গাজীর ছেলে হাসিব গাজী (২০) জন্মগত বুদ্ধিপ্রতিবন্ধী। মাঝেমধ্যেই সে বাড়ি থেকে বের হয়ে দেশের বিভিন্ন এলাকায় চলে যায়। খোঁজখবর নিয়ে স্বজনরা তাকে বাড়িতে ফিরিয়েও আনেন।
বুদ্ধিপ্রতিবন্ধী হাসিব গাজী সম্প্রতি বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি শেষে গত ১২ জুন রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় (সিডি) বাাজরে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করেছিল। এ সময় ওই ইউনিয়নের গ্রামপুলিশ রবিউল ইসলাম, বাজারের নৈশপ্রহরী ঝন্টু ভূঁইয়া, খায়ের, ইলিয়াচ ওই যুবককে (বুদ্ধিপ্রতিবন্ধী হাসিব গাজী) ধরে ব্যপক জিজ্ঞাসাবাদ করে এবং তারা নিশ্চিত হন যে, হাসিব বুদ্ধিপ্রতিবন্ধী। তারা বিষয়টি এলাকায় সাংবাদিক মো. পিকুল আলমকে অবহিত করেন। সাংবাদিক পিকুল আলম বিষয়টি অপর সাংবাদিক, নিরাপদ সড়ক ও রেলপথ বস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতার চেয়াম্যান খায়রুল আলমকে জানালে তিনি ওই বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে লোহাগড়া থানায় পাঠানোর পরামর্শ দেন।
গত ১৩ জুন সকালে সাংবাদিক মো. পিকুল আলম বুদ্ধিপ্রতিবন্ধী হাসিব গাজীকে লোহাগড়া থানায় পৌঁছে দেন। এরপর লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বুদ্ধিপ্রতিবন্ধী যুবক হাসিবকে থানায় রেখে তার স্বজনদের খোঁজখবর নেয়া শুরু করেন। ইতোমধ্যে সাংবাদিক মো. পিকুল আলম বিষয়টি পটুয়াখালীর কলাপাড়ার দৈনিক সকালের সময়ের প্রতিনিধি তরিকুল ইসলামকে (দিপু) অবহিত করেন। শেষ প্রর্যন্ত পটুয়াখালীর কলাপাড়া থানার ইন্সেপেক্টর (তদন্ত) মো. আসাদুর রহমানের সহযোগিতায় হারানো বুদ্ধিপ্রতিবন্ধী হাসিবের স্বজনদের সন্ধান পান এবং হাসিবের স্বজনদের লোহাগড়া থানায় আসার জন্য বলা হয়। সে মোতাবেক বুধবার (১৬ জুন) সকালে ওই বুদ্ধিপ্রতিবন্ধী যুবক হাসিবকে বাড়িতে নেয়ার জন্য তার মামাতো ভাই শরিফুল ইসলাম লোহাগড়া থানায় আসেন। এ সময় লোহাগড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন, সাংবাদিক পিকুল আলমসহ অন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় লোহাগড়া থানায় অফিসার ইনর্চাজ (ওসি) শেখ আবু হেনা মিলন হারনো বুদ্ধিপ্রতিবন্ধী হাসিবকে তার মামাতো ভাই শরিফুলের কাছে হস্তান্তর করেন।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা তাদের পটুয়াখালী যাতায়াত বাবদ দুই হাজার টাকা প্রদান করেন।
এমএসএম / জামান

নরসিংদী রেলওয়ে স্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবি

বড়াইবাড়ি দিবসকে জাতীয় স্বীকৃতির দাবী এলাকাবাসির ও সাবেক সেনাদের

পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে বড়লেখায় নিসচার বিক্ষোভ সমাবেশ

শরীয়তপুরে কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল

কাপাসিয়ায় বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় সহায়তা করলেন জামায়াত নেতা আইউবী

চৌগাছার পৌর পশুহাট নিয়ে ষড়যন্ত্র যেন থামছেই না

সিরাজগঞ্জের সলঙ্গায় ৪১ বস্তা ফেয়ার প্রাইজের চাল জব্দ

কুড়িগ্রামে কাফনের কাপড় পড়ে কারিগরি শিক্ষার্থীদের মিছিল

নদীতে মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৭ জেলে

পাইকগাছা বিএনপি'র সাংগঠনিক সভায় খায়রুল: অর্থ-স্বার্থের বিনিময়ে কমিটি করা যাবে না

রামগঞ্জে অস্ত্র মামলার আসামি ডাকাত মাসুম গ্রেফতার
