ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

শাবির ঘটনার প্রতিবাদে রাবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ৩:৪৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি পালিত হয়। 

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, শাবিপ্রবিতে ভয়ঙ্কর দুটি ঘটনা ঘটেছে। একটা হচ্ছে, উনি পুলিশবাহিনী দ্বারা পিটিয়ে ছাত্রদের সরিয়ে দিতে চেয়েছিলেন। অন্যটা হচ্ছে, উনি জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের সম্পর্কে অত্যন্ত অশোভন মন্তব্য করেছেন। মূলত এ দুটি কারণেই একজন ভাইস চ্যান্সেলরের আর কোনো নৈতিক অধিকার থাকে না, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকার। সরকার যদি শিক্ষার্থীদের পক্ষে সমর্থন না দেয়, সরকারের প্রতি শিক্ষার্থীদের অনাস্থা আরো বেড়ে যাবে।

একই বিভাগের সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার বলেন, গত ১৪০ ঘন্টা ধরে শিক্ষার্থীরা যে না খেয়ে আছে আমরা সেদিকে খেয়াল করছি না। একটা শিক্ষার্থীর যদি কিছু হয় তাহলে আপনারা জানেন না এই ছাত্র আন্দোলন কত ভয়ংকর রূপ নিতে পারে। স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হওয়ার পরেও ছাত্র নির্যাতন চলছে। বিশ্ববিদ্যালয়ে আন্দেলনরত শিক্ষার্থীদের উপর সরকারি দলের ছাত্রসংগঠনের হামলা, পুলিশি হামলা নতুন কোনো ঘটনা নয়।

বাংলা বিভাগের অধ্যাপক সৌভিক রেজা বলেন, শাবির ঘটনা এক দিনের বিস্ফোরণ নয়। ফুঁসে থাকা দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ। অধ্যাদেশে ভিসি নির্বাচনের কথা বলা আছে। কিন্তু গত ত্রিশ বছর ধরে এই অধ্যাদেশ মতো নিয়োগ চলে না। অনির্বাচিত ভিসি ও প্রশাসকের কাজ থাকে গ্ৰুপ তৈরি করা। গণতান্ত্রিক পদ্ধতিতে ভিসি নির্বাচন চাই।

এতে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সৈয়দ মো. আলী রেজা উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আবদুল মজিদ অন্তর, শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলনসহ অন্যান্য বাম ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

শাফিন / জামান

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা