জ্বালানি সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখছে রিপ টু প্রকল্প
রিনিউয়েবল এনার্জি এণ্ড এনার্জি এফিশিয়েন্সি (রিপ টু) বাংলাদেশ ও জার্মান সরকারের একটি কারিগরি সহায়তা প্রকল্প। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)র সাথে যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে জিআইজেড বাংলাদেশ।রিপ টু নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি সংরক্ষণ বিষয়ক জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য স্রেডা এবং অন্যান্য অংশীদারদের মাঝে সমন্বয়ের উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি কর্মসূচি পরিচালনার মাধ্যমে ন্যাশনাল এনার্জি এফিশিয়েন্সি এণ্ড কনজারভেশন মাস্টারপ্লান ২০৩০ এর বাস্তবায়নে সহায়তা এবং নেট মিটারিং গাইডলাইনের আওতায় রুফটপ সোলারের বিস্তারের জন্য সরকারকে কারিগরি সহায়তা প্রদান করার লক্ষ্য নিয়ে এগিয়েছে।
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)র চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিপ টু প্রকল্পের আওতায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি।
কর্মশালায় 'স্রেডাঃ ২০২১ পরবর্তী যাত্রা' শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন স্রেডার প্রাক্তন চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম শিকদার, বুয়েটের প্রাক্তন অধ্যাপক ড. এম নুরুল ইসলাম, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দির রউফ মিয়া, বিজিএমইএ পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, বিএসআরইএ সভাপতি দীপাল চন্দ্র বড়ুয়া ও জিআইজেড'র কান্ট্রি ডিরেক্টর ড. এঞ্জেলিকা ফ্লেডারম্যান। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দেশের নাগরিকদের জ্বালানি সচেতন হয়ে ওঠার জন্য আহ্বান জানান। এ সম্পর্কিত একটি ভিডিও প্রকাশ করে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)।টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)'র চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, বিদ্যুত বিভাগের সচিব মো. হাসিবুর রহমান ও জার্মান রাষ্ট্রদূত আকিম ত্রোয়েস্তার।
শাফিন / শাফিন
শিশু রোগীদের খোঁজখবর নিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার
উত্তরায় চালু হলো আধুনিক ‘কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুল
লালবাগে মৃত্যুর মুখে শত শত মানুষ: হেলে পড়া ভবনেও 'নিস্পৃহ' রাজউক!
গেন্ডারিয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত অংশ ভাঙা, জরিমানা ও মিটার জব্দ
তুরাগে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে আদালতে মামলা
বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান
৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক : স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেপ্তার
গুলশান ও তেজগাঁও শিল্প এলাকায় রাজউকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান
নীল অর্থনীতির স্বপ্নভঙ্গ: বিশ্বব্যাংকের হাজার কোটি টাকা ফেরত, উপকূলবাসী বঞ্চিত—ব্যর্থতার দায় কার?
রাজধানীতে বাসে চড়তে হলে কাটতে হবে ই-টিকেট
চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হত্যার হুমকি ডিএমপিতে অভিযোগ
নিটোরে বেগম খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন
Link Copied