ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

অতিরিক্ত দায়িত্বের ভারে ভারাক্রান্ত পরিবার পরিকল্পনা কার্যালয়


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১-২-২০২২ দুপুর ৪:১৮
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার অন্যতম কর্মব্যস্ত অফিস উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। কিন্তু কোন কর্মকর্তা পূর্ণ দায়িত্বে না থাকায় অতিরিক্ত দায়িত্বের ভারে ভারাক্রান্ত উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিয়ে নিয়মিত যাতায়াত করা অসম্ভব  হওয়ায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে সপ্তাহে দুই দিন কাজ করেন উপজেলা পঃপঃ কর্মকর্তা বিধান কান্তি রুদ্র। বৈরী আবহাওয়ায় তাও সম্ভব হয়ে ওঠে না অনেক সময়। তিনি পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে মূল দায়িত্ব পালন করছেন।  যদিও তিনি বিগত ২০১০ সাল হতে ২০১৯ সাল পর্যন্ত  উপজেলা পঃপঃ কর্মকর্তা হিসেবে নিয়মিত দায়িত্ব পালন  করেছেন। তারপর থেকে অতিরিক্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন এই কর্মকর্তা। মেডিকেল অফিসার পদে একজন চিকিৎসক কর্মরত থাকলেও তিনি দীর্ঘদিন ধরে ডেপুটেশনে আছেন ঢাকায়। ফলে সেবা বঞ্চিত হচ্নছে দ্বীপের দেড় লক্ষাধিক মানুষ। 
 
অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন ধরে জনবল সংকটে ভোগছে কার্যালয়টি। জনবল কাঠামো অনুযায়ী এ দপ্তরে মোট পদের সংখ্যা ৬৩টি।  ৩৩টি খালি রয়েছে দীর্ঘদিন ধরে।  কর্মরত আছেন মাত্র ৩০ জন কর্মচারী। ফলে জনবল শন্যতায় ঝিমিয়ে পড়েছে পরিবার পরিকল্পনা কার্যক্রম।
 
অভিযোগ রয়েছে কাজের চাপে কর্মচারীদের সাথে প্রায় সময় খারাপ আচরণ বিধান কান্তি রুদ্র। কৈয়ারবিলন ইউপির চেয়ারম্যান আজমগীর মাতবর জানান, কৈয়ারবিল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা রেবেকার বিরুদ্ধে বারবার অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয় সেবা প্রার্থীরা। ডেলিভারির সময় মোটা অংকের টাকা নেয়াসহ রোগীদের হেনেস্তা করার অভিযোগ রয়েছে FWV'র বিরুদ্ধে । কিন্তু অনিয়মের বিষয়ে সবকিছু জেনেও কোন ব্যবস্থা নেয়নি পঃপঃ কর্মকর্তা বিধান কান্তি রুদ্র। 
 
বিভিন্ন অভিযোগের বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র সকালের সময়কে বলেন, এই অফিসে কর্মকর্তাসহ বদলিযোগ্য পদ হলো তিনটি। এমনিতেই জনবল সংকট। স্থানীয় ছাড়া কোন কর্মকর্তা/কর্মচারী এখানে থাকতে চায় না। আমার চাকরি আছে মাত্র দুই বছর। কিছুদিনের মধ্যে একজন চিকিৎসক কুতুবদিয়া পরিবার পরিকল্পনা কার্যালয়ে যোগদান করবেন বলে জানান এ কর্মকর্তা। কর্মচারীদের সাথে খারাপ আচরণের বিষয়ে তিনি বলেন, অফিসে একজন কর্মচারী দীর্ঘ দশ বছর ধরে এলাকায় থেকে চাকরির সুবাদে কিছু অনিয়ম করছে। তাকেই মাঝে মধ্যে শাসন করার চেষ্টা করি। কারও সাথে খারাপ আচরণ করি না।
 
এদিকে উপজেলার মাসিক সাধারণ সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কার্যক্রম নিয়ে অসন্তোষ দেখা গেছে জনপ্রতিনিধিদের মাঝে। উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে কাজের স্বচ্ছতাসহ গতিশীল করার তাগিদ দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। 

শাফিন / প্রীতি

রায়গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ

ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ

পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব

হাদিকে প্রকাশ্য গুলি করার রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ

ওসমান হাদির উপর গুলি চালানোর প্রতিবাদে বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের আহ্বায়কের ওপর গুলি: সীমান্তে টহল ও চেকপোস্ট জোরদার

সিলেট ডিসি অফিসের কোটিপতি পিয়ন সোহেল

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই : জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান

কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৪৫০ শিক্ষার্থীর হাতে বৃত্তি ও পুরস্কার

বারহাট্টার প্রকৃতিতে জেঁকে বসছে শীত, জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা

টপ সয়েল কাটায় রায়পুর প্রশাসনের অভিযানে ছয় মাসের কারাদণ্ড

‎কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে ইভনিং শিফট চালু

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল