অতিরিক্ত দায়িত্বের ভারে ভারাক্রান্ত পরিবার পরিকল্পনা কার্যালয়
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার অন্যতম কর্মব্যস্ত অফিস উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। কিন্তু কোন কর্মকর্তা পূর্ণ দায়িত্বে না থাকায় অতিরিক্ত দায়িত্বের ভারে ভারাক্রান্ত উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিয়ে নিয়মিত যাতায়াত করা অসম্ভব হওয়ায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে সপ্তাহে দুই দিন কাজ করেন উপজেলা পঃপঃ কর্মকর্তা বিধান কান্তি রুদ্র। বৈরী আবহাওয়ায় তাও সম্ভব হয়ে ওঠে না অনেক সময়। তিনি পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে মূল দায়িত্ব পালন করছেন। যদিও তিনি বিগত ২০১০ সাল হতে ২০১৯ সাল পর্যন্ত উপজেলা পঃপঃ কর্মকর্তা হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করেছেন। তারপর থেকে অতিরিক্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন এই কর্মকর্তা। মেডিকেল অফিসার পদে একজন চিকিৎসক কর্মরত থাকলেও তিনি দীর্ঘদিন ধরে ডেপুটেশনে আছেন ঢাকায়। ফলে সেবা বঞ্চিত হচ্নছে দ্বীপের দেড় লক্ষাধিক মানুষ।
অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন ধরে জনবল সংকটে ভোগছে কার্যালয়টি। জনবল কাঠামো অনুযায়ী এ দপ্তরে মোট পদের সংখ্যা ৬৩টি। ৩৩টি খালি রয়েছে দীর্ঘদিন ধরে। কর্মরত আছেন মাত্র ৩০ জন কর্মচারী। ফলে জনবল শন্যতায় ঝিমিয়ে পড়েছে পরিবার পরিকল্পনা কার্যক্রম।
অভিযোগ রয়েছে কাজের চাপে কর্মচারীদের সাথে প্রায় সময় খারাপ আচরণ বিধান কান্তি রুদ্র। কৈয়ারবিলন ইউপির চেয়ারম্যান আজমগীর মাতবর জানান, কৈয়ারবিল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা রেবেকার বিরুদ্ধে বারবার অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয় সেবা প্রার্থীরা। ডেলিভারির সময় মোটা অংকের টাকা নেয়াসহ রোগীদের হেনেস্তা করার অভিযোগ রয়েছে FWV'র বিরুদ্ধে । কিন্তু অনিয়মের বিষয়ে সবকিছু জেনেও কোন ব্যবস্থা নেয়নি পঃপঃ কর্মকর্তা বিধান কান্তি রুদ্র।
বিভিন্ন অভিযোগের বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র সকালের সময়কে বলেন, এই অফিসে কর্মকর্তাসহ বদলিযোগ্য পদ হলো তিনটি। এমনিতেই জনবল সংকট। স্থানীয় ছাড়া কোন কর্মকর্তা/কর্মচারী এখানে থাকতে চায় না। আমার চাকরি আছে মাত্র দুই বছর। কিছুদিনের মধ্যে একজন চিকিৎসক কুতুবদিয়া পরিবার পরিকল্পনা কার্যালয়ে যোগদান করবেন বলে জানান এ কর্মকর্তা। কর্মচারীদের সাথে খারাপ আচরণের বিষয়ে তিনি বলেন, অফিসে একজন কর্মচারী দীর্ঘ দশ বছর ধরে এলাকায় থেকে চাকরির সুবাদে কিছু অনিয়ম করছে। তাকেই মাঝে মধ্যে শাসন করার চেষ্টা করি। কারও সাথে খারাপ আচরণ করি না।
এদিকে উপজেলার মাসিক সাধারণ সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কার্যক্রম নিয়ে অসন্তোষ দেখা গেছে জনপ্রতিনিধিদের মাঝে। উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে কাজের স্বচ্ছতাসহ গতিশীল করার তাগিদ দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
শাফিন / প্রীতি
রৌমারীতে ৩টি ইউনিয়নের নির্বাচনের মেয়াদ শেষ
গোপালগঞ্জের আলোচিত হত্যা মামলার রায়
অরহর কালাই: গ্রামীণ জমিতে লুকিয়ে থাকা ঔষধি ও কৃষি সম্ভাবনা
ভোট ডাকাতি হতে দেবে না জনগণ: তারেক রহমান
নন্দীগ্রামে ট্রাক ও মটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে নিহত ২
নোয়াখালীতে সেবনকালে দুই মাদক সেবীকে কারাদন্ড
নির্বাচনকে ঘিরে মনপুরায় যৌথ বাহিনীর পেট্রোল টহল জোরদার
শেরপুরে জমিদারের প্রশাসনিক ভবন এখন জ্ঞান চর্চার লাইব্রেরী
খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্ধারকৃত কোটি টাকার কাঠ পাচারের অভিযোগ
বারহাট্টায় সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে স্বস্তির হাসি
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকসুদপুরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন
চরাঞ্চলের ৩৯ ভোট কেন্দ্রে স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে কোস্টগার্ড
ব্রাহ্মণবাড়িয়া র্যাবের অভিযানে অস্ত্র-কার্তুজ উদ্ধার
Link Copied