ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরায় বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসন নীরব


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ৪:২৬

সাতক্ষীরায় কোনো প্রকার ইজারা ছাড়াই প্রকাশ্যে বেতনা (বেত্রবতী) নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি সংঘবদ্ধ চক্র। স্থানীয় একজন প্রভাবশালীর ছত্রছায়ায় ড্রেজার মেশিন দিয়ে রাত-দিন অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বেতনা নদীর তীরে বিভিন্ন স্থানে চরের মাটিতে বড় ধরনের ধস নেমেছে। ভবিষ্যতে যার প্রভাব পড়তে পারে নদীতীরবর্তী গ্রামগুলোতে। প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও এ ব্যাপারে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে গ্রামবাসীর অভিযোগ।

সরেজমিন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা বাজার ব্রিজ এলাকায় গিয়ে দেখা গেছে, ব্রিজের পূর্বপাশে বেতনা নদীতে রাখা ড্রেজার মেশিন ঠিক করছেন মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত জিফার সরদারের ছেলে আইয়ুব আলী। কাছে গিয়ে নাম জিজ্ঞাসা করতেই বললেন, ‘লেখেন লেখেন, প্রায় প্রতিদিন কেউ না কেউ এসে নাম ঠিকানা লিখে নিয়ে যায়। কিন্তু কেউ কিছুই করতে পারে না।’ এ সময় তার এক সহযোগীকে ডেকে বলেন, এই ফিরোজ ভাইকে ফোনে ধরিয়ে দে, ভাইয়ের সাথে কথা বলুক।

পরে কথা বলব জানিয়ে বালু কিনতে এসেছি জানালে তিনি এবার সহজ হয়ে বললেন, আমরা নদী থেকে বালু তুলে সাড়ে ৩ টাকা থেকে ৪ টাকা ফুট দরে বিক্রি করি। সরাসরি পাইপের মাধ্যমে পুকুর বা জমি ভরাটও করে থাকি। এছাড়া বালু তুলে নদীর পাড়ে নির্দিষ্ট স্থানে স্তুপ করে রাখি। পরে সেখান থেকে বিক্রি করি।

তিনি আরো বলেন, আমরা বাঁধনডাঙ্গা রাস্তায় ফিলিংয়ের সব বালু এখান থেকে সরবরাহ করেছি। আশে পাশের গ্রামের বেশ কয়েকটি পুকুর ও স্থানীয় একটি ঈদগাহ মাঠ ভরাটে এখান বালু দিয়েছি আমি। তাছাড়া সরাসরি পাইপের মাধ্যমে আামি যেকোন ভরাটের কাজে বালু দিয়ে থাকি। আপনি চাইলে এখান থেকে ট্রাক বা ট্রলিতে করে নিতে পারেন। সেক্ষেত্রে আমাদের ৪ টাকা করে ফুট দেয়া লাগবে। বালু তুলতে প্রশাসনের অনুমতি লাগে কিনা- এমন প্রশ্নের জবাবে আইয়ুব আলী বলেন, ‘না, আমাদের ভাই সবকিছু দেখাশোনা করেন, যে কারণে অনুমতি লাগে না।’

স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রশাসনের নীরব ভূমিকার কারণে সংঘবদ্ধ চক্রটি নদীর কয়েকটি স্থানে সুবিধামতো দিনে ও রাতে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। কোনো প্রকার ইজারা ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বেতনা নদীর অনেক স্থানে চরের মাটিতে ধস নেমেছে। ভবিষ্যতে যার প্রভাব পড়তে পারে নদীতীরবর্তী গ্রামগুলোতে। স্থানীয় একজন প্রভাবশালীর শেল্টারে থেকে আইয়ুব আলী দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। তারা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা জানান, বেতনা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে বিষয়টি আমি জানতে পেরে সদর সহকারী কমিশনার (ভূমি)-কে খোঁজখবর নিতে বলেছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ঘটনা সঠিক হলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করার কথা বলেছি।

সাতক্ষীরা সদর সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন জানান, বেতনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে- এমন তথ্য জানতে পেরে বিষয়টি সরেজমিন দেখার জন্য ধুলিহর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলামকে মাটিয়াডাঙ্গা এলাকায় পাঠনো হয়েছে। ঘটনা সঠিক হলে তিনি সংশ্লিষ্টদের অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে বলবেন। না শুনলে পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাফিন / জামান

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও