সাতক্ষীরায় বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসন নীরব
সাতক্ষীরায় কোনো প্রকার ইজারা ছাড়াই প্রকাশ্যে বেতনা (বেত্রবতী) নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি সংঘবদ্ধ চক্র। স্থানীয় একজন প্রভাবশালীর ছত্রছায়ায় ড্রেজার মেশিন দিয়ে রাত-দিন অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বেতনা নদীর তীরে বিভিন্ন স্থানে চরের মাটিতে বড় ধরনের ধস নেমেছে। ভবিষ্যতে যার প্রভাব পড়তে পারে নদীতীরবর্তী গ্রামগুলোতে। প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও এ ব্যাপারে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে গ্রামবাসীর অভিযোগ।
সরেজমিন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা বাজার ব্রিজ এলাকায় গিয়ে দেখা গেছে, ব্রিজের পূর্বপাশে বেতনা নদীতে রাখা ড্রেজার মেশিন ঠিক করছেন মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত জিফার সরদারের ছেলে আইয়ুব আলী। কাছে গিয়ে নাম জিজ্ঞাসা করতেই বললেন, ‘লেখেন লেখেন, প্রায় প্রতিদিন কেউ না কেউ এসে নাম ঠিকানা লিখে নিয়ে যায়। কিন্তু কেউ কিছুই করতে পারে না।’ এ সময় তার এক সহযোগীকে ডেকে বলেন, এই ফিরোজ ভাইকে ফোনে ধরিয়ে দে, ভাইয়ের সাথে কথা বলুক।
পরে কথা বলব জানিয়ে বালু কিনতে এসেছি জানালে তিনি এবার সহজ হয়ে বললেন, আমরা নদী থেকে বালু তুলে সাড়ে ৩ টাকা থেকে ৪ টাকা ফুট দরে বিক্রি করি। সরাসরি পাইপের মাধ্যমে পুকুর বা জমি ভরাটও করে থাকি। এছাড়া বালু তুলে নদীর পাড়ে নির্দিষ্ট স্থানে স্তুপ করে রাখি। পরে সেখান থেকে বিক্রি করি।
তিনি আরো বলেন, আমরা বাঁধনডাঙ্গা রাস্তায় ফিলিংয়ের সব বালু এখান থেকে সরবরাহ করেছি। আশে পাশের গ্রামের বেশ কয়েকটি পুকুর ও স্থানীয় একটি ঈদগাহ মাঠ ভরাটে এখান বালু দিয়েছি আমি। তাছাড়া সরাসরি পাইপের মাধ্যমে আামি যেকোন ভরাটের কাজে বালু দিয়ে থাকি। আপনি চাইলে এখান থেকে ট্রাক বা ট্রলিতে করে নিতে পারেন। সেক্ষেত্রে আমাদের ৪ টাকা করে ফুট দেয়া লাগবে। বালু তুলতে প্রশাসনের অনুমতি লাগে কিনা- এমন প্রশ্নের জবাবে আইয়ুব আলী বলেন, ‘না, আমাদের ভাই সবকিছু দেখাশোনা করেন, যে কারণে অনুমতি লাগে না।’
স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রশাসনের নীরব ভূমিকার কারণে সংঘবদ্ধ চক্রটি নদীর কয়েকটি স্থানে সুবিধামতো দিনে ও রাতে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। কোনো প্রকার ইজারা ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বেতনা নদীর অনেক স্থানে চরের মাটিতে ধস নেমেছে। ভবিষ্যতে যার প্রভাব পড়তে পারে নদীতীরবর্তী গ্রামগুলোতে। স্থানীয় একজন প্রভাবশালীর শেল্টারে থেকে আইয়ুব আলী দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। তারা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা জানান, বেতনা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে বিষয়টি আমি জানতে পেরে সদর সহকারী কমিশনার (ভূমি)-কে খোঁজখবর নিতে বলেছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ঘটনা সঠিক হলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করার কথা বলেছি।
সাতক্ষীরা সদর সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন জানান, বেতনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে- এমন তথ্য জানতে পেরে বিষয়টি সরেজমিন দেখার জন্য ধুলিহর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলামকে মাটিয়াডাঙ্গা এলাকায় পাঠনো হয়েছে। ঘটনা সঠিক হলে তিনি সংশ্লিষ্টদের অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে বলবেন। না শুনলে পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শাফিন / জামান
মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকদের মহাসড়ক-রেল অবরোধ
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু
শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি
মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব
বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা
গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত
কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা
চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী
শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম
প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন
মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন
মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু